স্বরচিত বিরহ অনুভূতির কবিতা || মনে পড়ে || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বুধবার

২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20220611_134253870_3.jpg
Camera device: Infinix hot 11s - 50mp




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভাল রেছেন। আমিও, আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের কবিতা পোস্ট। অনেকেই জানেন আমি কবিতা লিখতে পছন্দ করি তাই আপনাদের মাঝে নতুন নতুন কবিতা নিয়ে উপস্থিত হতেও ভালো লাগে। আর এটা জেনেও ভাল লাগে আপনারা অনেকেই আমার কবিতা পড়ার প্রত্যাশায় থাকেন।


কবিতা মানুষের মনের ভাব আবেগ প্রকাশ করে থাকে। হয়তো কিছু স্মৃতি,পরিবেশের বাস্তব অভিজ্ঞতা রূপকের ছলে অথবা আবেগ অনুভূতি দিয়ে তা প্রকাশিত হয় কবিতার মাধ্যমে। আপনারা অনেকেই জানেন আমি কবিতা লিখতে বেশ ভালোবাসি তাই বরাবরের মত আবারো কবিতা নিয়ে উপস্থিত হলাম। আশা করি আমার আজকের কবিতাটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু বিরহ জাতীয় কবিতাগুলো আমি বেশি রচনা করে থাকি তাই আজকেও বিরহ জাতীয় একটি কবিতা। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে এক নজরে কবিতার নাম জেনে কবিতাটি পাঠ করি।



কবিতা

মনে পড়ে

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


তাকে নিয়ে অনেক আশা করেছিলাম

জীবনে পাবোনা যার।

ভাবনায় মগ্ন থাকতাম তাকে নিয়ে
যে দিল যন্ত্রনা উপহার।

ভালোবাসার মায়া ডোরে রেখেছিলাম যাকে
কতদিন কেটে যায় দেখি না তাকে।

এসেছিল জীবনে একরাশ আবেগ অনুভূতি নিয়ে
চলে গেছে অবশেষে দুঃখটা রেখে।

জোয়ারের টানে পানি ছুটে আসে যেমন
এসেছিল প্রিয়া মোর জীবনে তেমন।

জানি সে জোয়ারের পানি ক্ষনিকের জন্য
প্রিয়ার সেই স্থানটা হয়ে আছে শূন্য।

আজ মনের ভাঙ্গা নীড়ে নড়বড়ে খুঁটির-চাল
প্রিয়ার গড়া শূন্য সে ঘরে শুধু মাকড়সার জাল।

ভাঙ্গা ঘরের আঙ্গিনাতে চাঁদের জোছনা জ্বলে
জানিনা সে কেমন করে থাকে আমায় ভুলে।

থেকো পাখি সেথায় তুমি মাথা রেখেছো যার বুকে
শুভকামনা তোমার জন্য যেন থাকো চির সুখে।

থাকতে পারিনা আমি বিষাদের কাটা বুকে
হতাশার মাঝে মুখে হাসি নিয়ে তবুও আছি সুখে।






সমা
প্ত



received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

আমার কবিতাটি পাঠ করার পরে আপনার কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? আশা করি মনের মধ্যে কিছুটা বিরহ অনুভূতি হচ্ছে। প্রেম বিরহ উভয় জাতীয় কবিতার রচনা করতে আমি সক্ষম,কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? প্রেম বা বিরহের,সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 2 years ago 

সুমন ভাই মানেই বিরহবান ব্যক্তি , আসলে আপনার কবিতাটির প্রত্যেকটা লাইনের মধ্যই বিরহ খুজে পেয়েছিলাম আসলেই একটা প্রফেশনাল বিরহের কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আশা করি আপনি ভবিষ্যতে অনেক ভাল কিছু করবেন এই কবিতার মাধ্যমে‌। ধন্যবাদ আপনাকে ভাই ‌

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো মন্তব্য পড়ে।

 2 years ago 

ভাই আপনি সব সময় বিরহের কবিতাগুলো লিখেন। আপনার এই বিরহের কবিতা গুলো সত্যি খুব ভালো লাগে। কবিতা গুলোর ভিতরে আপনার মনের সকল কষ্ট আপনি তুলে ধরেন। আপনার আজকের কবিতাটিও বেশ ভাল ছিল।

 2 years ago 

আমি বিরহের কবিতা লিখতে বেশ ভালোবাসি কারণ জীবনটা বড় বিরহময়।

 2 years ago 

এসেছিল জীবনে একরাশ আবেগ অনুভূতি নিয়ে
চলে গেছে অবশেষে দুঃখটা রেখে।

সত্যি ভাইয়া আপনার প্রতিভা দেখলে মুগ্ধ হয়ে যাই। অসাধারণ কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

যার জীবনে দুঃখ রয়েছে সে তো প্রতিভাবান এমনিতে হয়ে যায় আপু।

 2 years ago 

সুমন ভাই আসলে বাস্তব টা বড়ই কঠিন ৷আমরা আমাদের প্রিয় মানুষ গুলো কে যে ভাবে ৷বাস্তবে ঠিক তার উল্টো ৷তাই বলে সবাই এক না ৷কিছু মানুষ আছে ৲
যাই হোক আপনার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে ৷কবিতার প্রতিটি লাইন ৷বুঝিয়ে দেয় অনেক কিছু ৷
আসলে আমরা যাকে আশা করি স্বপ্ন দেখি৷ যাকে নিয়ে সবসময় মগ্ন থাকি ৷সেই মানুষ গুলো এক সময় হারিয়ে যায় ৷তখন শুধু মনে পড়ে৷
ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা লিখেছেন

 2 years ago 

কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে আমি লিখে থাকি এসমস্ত কবিতা গুলো।

 2 years ago 

ভাই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এই লাইনটি পড়ে খুব ভালো লাগলো জোয়ারের টানের মত আপনার ভালবাসার মানুষটি আপনার জীবনে এসেছিল। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন লাইন গুলো মন থেকে এমনিতেই চলে আসে ভাই যদি জীবনে কোন দুঃখ যন্ত্রণা থেকে থাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70118.25
ETH 3744.50
USDT 1.00
SBD 3.84