DIY- কার্ডবোর্ড দিয়ে মাছ তৈরি ।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হঠাৎ অন্যরকম কিছু বানাতে ইচ্ছে করলো। তাই আজ আমি কার্ডবোর্ড দিয়ে মাছ তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম।আশা করি সকলের ভালো লাগবে ।


WhatsApp Image 2022-04-26 at 11.10.45 PM.jpeg


উপকরণ



• কার্ডবোর্ড
• কাঁচি
• তুলি
• হলুদ রং
• লাল রং
• বেগুনি রং
• সবুজ রং
• কমলা রং
• নীল রং
• কালো স্কেচ পেন
• সাদা পেন

প্রথম ধাপ



• প্রথমে কার্ডবোর্ডের উপর পেন্সিল দিয়ে মাছের একটি অবয়ব এঁকে নিলাম।

WhatsApp Image 2022-04-26 at 11.12.55 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর কাঁচি দিয়ে সেটা কেটে নিলাম।

WhatsApp Image 2022-04-26 at 11.12.55 PM (1).jpeg


তৃতীয় ধাপ


• কেটে নেওয়ার পর পেন্সিল দিয়ে মাছের উপর কিছু ডিজাইন একে দিলাম।
WhatsApp Image 2022-04-26 at 11.12.56 PM.jpeg

WhatsApp Image 2022-04-26 at 11.12.56 PM (1).jpeg


চতুর্থ ধাপ


• এরপর হলুদ রং দিয়ে কিছুটা অংশ রং করে নিলাম ।

WhatsApp Image 2022-04-26 at 11.12.56 PM (2).jpeg


পঞ্চম ধাপ



• হলুদ রঙের নিচে নীল রং করে দিলাম।

WhatsApp Image 2022-04-26 at 11.12.57 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর একেকটা ডিজাইন একেক রকম কালার দিয়ে রং করলাম।

WhatsApp Image 2022-04-26 at 11.12.57 PM (1).jpeg


সপ্তম ধাপ


WhatsApp Image 2022-04-26 at 11.10.49 PM.jpeg


অষ্টম ধাপ


• এরপর লেজ ও পাখনার অংশটা কিছুটা রং করলাম।

WhatsApp Image 2022-04-26 at 11.10.48 PM (2).jpeg


নবম ধাপ


• সবশেষে কালো স্কেচ পেন দিয়ে পুরোটা বর্ডার করে নিলাম ডিজাইন করে নিলাম ।

WhatsApp Image 2022-04-26 at 11.10.48 PM.jpeg


দশম ধাপ


• এভাবে কার্ডবোর্ড দিয়ে মাছ তৈরি করে ফেললাম।

WhatsApp Image 2022-04-26 at 11.10.45 PM (1).jpeg

WhatsApp Image 2022-04-26 at 11.10.48 PM.jpeg


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

অসাধারণ এঁকেছো তুমি।একজন সুন্দর মনের সৃজনশীল মানুষ তুমি।

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️❤️❤️।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে আপু আপনি অনেক সময় নিয়ে কার্ডবোর্ড দিয়ে এত সুন্দর একটি মাছ তৈরি করেছেন।কি আর বলবো আপু আপনার কার্ডবোর্ড দিয়ে তৈরি মাছ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর যে লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। এককথায় ফাটাফাটি হয়েছে আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কার্ডবোর্ড দিয়ে এত সুন্দর একটি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চমৎকার প্রতিভা আপু আপনার।হার্ড বোর্ড দিয়ে কত সুন্দর মাছ বানালেন আবার সেটির উপর আপনার নিপুণতার ছোঁয়ায় কত চমৎকার আলপনা একে দিলেন অনেক ভালো ছিল আপু।শুভকামনা রইলো আপনার জন্য।🖤

 3 years ago 

কি বলেছে আপনার কাছে প্রশংসা করবো সত্যিই বুঝে উঠতে পারছি না আপু। কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর মাছ কেটে এর উপর পেইন্টিং করেছেন। মূলত পেইন্টিং এর কাজ টি সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর এবং কোয়ালিটিফুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলছি আপনার কাজ থেকে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ আপু এবং অনেক ভালবাসা রইল আপনার জন্য।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে আপনি অসাধারণ একটি মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা মাছটি দেখে আমি মুগ্ধ। কালার করাতে আরো বেশী সুন্দর লাগছে দেখতে। আপনি আপনার কাজের প্রশংসার দাবিদার। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি খুব সুন্দর কালারফুল মাছ তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। সত্যি এত সুন্দর মাছ তৈরি করার জন্য আপনি অবশ্যই প্রশংসার যোগ্য। আপনি খুব সুন্দর করে রং দিয়ে মাছ তৈরি করেছেন খুব দুর্দান্ত হয়েছে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

দিদি আপনার তৈরি করা মাছে দেখে কিছু পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো। এই রকম তৈরি করতাম আমরা পহেলা বৈশাখের আগে রাতে। অনেক মজার সময় ছিলো। আপনি খুব সুন্দর ভাবে মাছ তৈরির সকল প্রসেস দেখিয়েছেন। শুভকামনা রইলো দিদি।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে মাছ তৈরি বাহ্ চমৎকার আইডিয়া ছিলো। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইলো ❤️

 3 years ago 

আপনার এই ডাই পোস্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম দিদি মনি, আপনি কার্ডবোর্ড দিয়ে এতো সুন্দর করে মাছ তৈরি করেছেন, যেটা বলার বাইরে, আপনার মাছ তৈরির পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে দিদি মনি, খুব সুন্দর ছিলো আপনার ডাই প্রোজেক্টি শুভকামনা রইলো আপনার জন্য দিদি মনি।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে মাছ তৈরি খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ। আপনি খুবই দক্ষবান একজন মানুষ। আপনার যেকোন কাজ আমার খুবই ভালো লাগে। আজকে আপনার এই ডাই প্রজেক্টটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112077.58
ETH 4308.83
SBD 0.84