পার্কে কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম।ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখনও প্রচন্ড ঠান্ডা রয়েছে তাই বেশি বাইরে যাওয়া হয়না।গতকাল আমার ছোট ভাসুরের বাসায় একটি ছোট্ট পার্টির আয়োজন ছিল।সেই পার্টি উপলক্ষে পরিবারের সকল সদস্য একত্রিত হয়েছিলাম।আমার এই ভাসুরের বাসা আমাদের বাসা থেকে ৫/৬ মিনিট সময় লাগে গাড়িতে করে যেতে।আর আমার যে বড় ভাসুর যিনি আমাদের থেকে অনেক দূরে থাকেন তিনিও এসেছিলেন তাঁর পরিবারের সকলকে নিয়ে।সারাদিন মোটামুটি সকলেই খুব ইনজয় করেছিলাম।আর আমার ছোট ভাসুরের বাসার কাছেই ছিল একটি পার্ক।তার বাসায় গেলে আমরা এই পার্ক কখনো মিস করিনা।অনেক সুন্দর একটি পার্ক, বাচ্চাদের জন্য কাটানো খুবই সুন্দর একটি জায়গা।শীত উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম পার্কে কিছু সময় কাটানোর জন্য।পার্ক মোটামুটি ফাঁকাই ছিল।কারন অনেক ঠান্ডা এবং প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তাই মাত্র ৩০/৩৫ মিনিট সময় কাটিয়ে ছিলাম।কিন্তু বাচ্চারা একবার এখানে আসলে আর ঘরে ফিরে যেতে চায়না।শীতে তাদের কোন সমস্যাই হচ্ছিল না, ঘরে ফিরে যেতে চাচ্ছিল না।যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে, ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।আশা করি আপনাদের ভাল লাগবে।

আলোকচিত্র : ১

CF1727A3-0055-4B1A-892F-12BCD33042D5.jpeg

আলোকচিত্র : ২

720C9184-AE1C-4AA5-B426-E5AF2401449D.jpeg

আলোকচিত্র : ৩

646E3344-AF71-435A-840B-61BA0762B818.jpeg

আলোকচিত্র : ৪

8D5FD35C-B8B8-4D27-A97B-53CF97EFF51F.jpeg

আলোকচিত্র : ৫

33970E50-E1F3-48A4-8F52-75BC3C9F4339.jpeg

আলোকচিত্র : ৬

6E3A6B6F-7017-4424-9C01-A4B53578F918.jpeg

আলোকচিত্র : ৭

8B3F78E0-3680-4453-8B18-6E90352FCD9F.jpeg

আলোকচিত্র : ৮

8040EBCC-D614-45AF-AAE8-8D59305D9CB2.jpeg

আলোকচিত্র : ৯

D1A71F9F-360E-4633-9124-97CEF3BE436E.jpeg

আলোকচিত্র : ১০

1ABA2F35-9EB2-41E2-8ECF-F4866C4B41A4.jpeg

আলোকচিত্র : ১১

FCC6934E-BC6E-46A3-B614-A4771CB5625B.jpeg

আলোকচিত্র : ১২

5C2625B0-7B31-4DCA-9D06-C2BD939D0203.jpeg

আলোকচিত্র : ১৩

D353EF6F-FAF0-4206-BEE0-0712A5D1D5B3.jpeg

location

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

পার্কের সুন্দর দৃশ্য গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখে মুগ্ধ হলাম, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু বাচ্চার এমনই হয়ে থাকে, কোন পার্কে গেলে তারা সহজেই বাড়িতে আসতে চায় না। পার্কে বেড়ানোর এবং পার্কে আনন্দ করার মুহূর্তের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে পার্কের পরিবেশটা খুবই সুন্দর এবং পরিপাটি মনে হচ্ছে। এরকম সুন্দর পার্কে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম।

 last year 

একদম ঠিক বলেছেন বাচ্চারা পার্কে গেলে সহজেই বাড়ি ফিরে আসতে চায় না। আর এদেশে পার্কের পরিবেশটা আসলেই অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

ঐখানে এখনও শীত রয়েছে।আমাদের দেশে বেশ কয়েকদিন আগে বেশ গরম ছিলো কিন্তু বৃষ্টি হওয়াতে চারপাশের পরিবেশ মোটামুটি অনেক ঠান্ডা।আসলেই বাচ্চারা এত সুন্দর পার্কে সবাই একসাথে গেলে অনেক মজা করে তাই তাদের শীতে সমস্যা হয় না।আর একবার মজা পেয়ে গেলে তারপর আর ফিরতে চায় না।ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আপু।সব বাচ্চাকে বেশ কিউট লাগছে মাশাআল্লাহ। ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 last year 

এখনো ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে ও মাই গড। আমাদের বাংলাদেশ তো গরমে পড়তে অলরেডি শুরু করে দিয়েছে আবহাওয়া বিদরা বলছে এবার রেকর্ড পরিমাণে ঝড়-বৃষ্টি এবং গরম পড়বে।।
বাচ্চারা খোলামেলা জায়গা এবং খেলাধুলার জিনিস পাইলে এমনিতেই অনেক খুশি হয়ে যায় আপনার ফটোগ্রাফি গুলোতে দেখতেই পাচ্ছি তারা খুব আনন্দমুখর সময় পার করেছে।।

 last year 

একদম ঠিক বলেছেন বাচ্চারা এই ধরনের খোলামেলা জায়গা পেলে খুব বেশি উপভোগ করে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

আপু ওইখানে কয় ঋতু? শীত কবে শেষ হবে? আমাদেরতো বর্ষাকাল শুরু হয়েগেছে। চারিদিকে বৃষ্টি হলে। যাইহোক ফ্যামিলির সবাই একসাথে পার্টি জন্য একত্রিত হয়েছেন। নিশ্চয়ই এখান থেকে এতদূর তাদের সাথে একত্রিত হলে ভালোই লাগে। যাইহোক আসলেই পার্কটা অনেক সুন্দর৷

 last year 

আপু এখানে চারটি ঋতু রয়েছে।গ্রীষ্ম, শরৎ,শীত ও বসন্ত। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার ভাসুরের বাসার কাছে খুব সুন্দর একটি পার্ক রয়েছে। যখন সেখানে বেড়াতে যাবেন তখন সেই পার্কে বাচ্চারা খুব সুন্দর সময় কাটাতে পারবে। বাচ্চারা খেলার এমন সুন্দর জায়গা পেলে সত্যি যেতেই চায় না। আমাদের এদিকে শীত গিয়ে গরম শুরু হয়েছে তবে দুদিন ধরে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা লাগছে।আপু আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আপনার ছোট ভাসুরের বাসায় সবাই মিলে গেট-টুগেদার করে বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। তাছাড়া এত সুন্দর একটি পার্ক বাসার পাশে থাকলে তা কি মিস দেওয়া যায়। পার্কে গিয়ে বাচ্চারা বেশ আনন্দ করছে দেখছি । তাছাড়া আপনার ফটোগ্রাফিগুলো খুব চমৎকার হয়েছে।

 last year 

একদম ঠিক বলেছ এত সুন্দর পার্ক বাসার পাশে থাকলে মিস করা যায় না।

 last year 

আপনার ছোট ভাসুরের পার্টিতে নিশ্চয়ই আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এরকম পার্টিতে সবার সাথে দেখা হয়ে যায় তার জন্য একটু পর বেশ ভালই লাগে। আর শেষে তো দেখছি আপনার ভাসুরের বাড়ির পাশে থাকা পার্টিতে বাচ্চারা খুব ভালোই সময় কাটিয়ে ছিল। আসলে খেলাধুলা টাইমে বাচ্চাদের শীত কি গরম কি কোনটাই বুঝতে পারে না। যাইহোক আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুব দারুণ হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

আপনার ভাসুরের বাসায় তাহলে ভালো ও জমজমাট সময় অতিবাহিত করেছেন। আর এটা সত্যি বাসার পাশে যদি এত সুন্দর পার্ক থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনেকে অনেক দূরে গিয়ে পার্কে ঘুরে আসে কিন্তু আপনার ভাসুরের বাসার পাশেই পার্ক তাহলে তো যখনই ভাসুরের বাসায় যাবেন, তখনই সে পার্কে ঘুরে বেড়াতে পারবেন। যাই হোক খুব ভালো ছিল আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাবাগি করে নেয়ার জন্য।

 last year 

জ্বি ভাইয়া মাঝে মাঝে যাওয়া হয়, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

ইংল্যান্ডে এখনো শীতকাল বিরাজ করছে। তবে আমাদের দেশের শীতকাল কবে চলে গেছে। দীর্ঘ কয়েক দিন গরমের পর বৃষ্টি দেখা মিলেছে।বাচ্চারা ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। আপনি বাচ্চাদের নিয়ে পার্কে গিয়েছিলেন। পার্কের পরিবেশ টিও অনেক সুন্দর ছিল। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66761.99
ETH 3256.83
USDT 1.00
SBD 4.27