আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 31 July - 2022

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

গত সপ্তাহের মতো এ সপ্তাহেও এক জনও সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া যায়নি । কিন্তু, যেসব পুরোনো কোয়ালিটি সম্পন্ন ইউজার সেই শুরুর সময় থেকে প্রতিনিয়ত তাঁদের মূল্যবান আর্টিকেল দ্বারা "আমার বাংলা ব্লগ"-কে সমৃদ্ধশালী করে চলেছেন, এমনকি এই কঠিন সময়েও যখন বেয়ারিশ মার্কেটের কারণে ৫০% ইউজার স্টিমিটে কমে গিয়েছে সেই সময়টাতেও তারা থেমে থাকেননি, বরং প্রতিনিয়ত নানান ধরণের সৃষ্টিশীল পোস্ট দ্বারা আমাদের মনোরঞ্জন করে চলেছেন, তাঁদের মধ্যে থেকে তিন জন ইউজারকে এ সপ্তাহে আমাদের choice এ শাই-ফক্স থেকে অন্তত ৪ টি করে সাপোর্ট দেয়া হবে।তারা হলেন @emranhasan, @monira999 এবং @sshifa.

সময়কাল : ২১ জুলাই ২০২২ থেকে ২৭ জুলাই ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০১ আগষ্ট ২০২২ থেকে ৭ আগষ্ট ২০২২.

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@emranhasan/postsshy-fox
০২https://steemit.com/@monira999/postsshy-fox
০৩https://steemit.com/@sshifa/postsshy-fox

ধন্যবাদ,
@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

গত সপ্তাহের সুবিধাবঞ্চিত ইউজার না থাকলেও এ সপ্তাহে তিনজন রয়েছে। সুবিধাভোগীদের জন্য এটা একটা ইতিবাচক প্রাপ্তি। আপু এ কাজটি আপনি অনেক সুন্দর ভাবে এবং অনেক গবেষণা করি করতে হয় বিষয়টি বুঝতে পারছি ধন্যবাদ আপু সুবিধাবঞ্চিতদের বেনিফিট দেয়ার জন্য।

 2 years ago 

প্রত্যেকবারেই আপনি খুব সুন্দর স্বচ্ছ রিপোর্ট তৈরি করেন। সুবিধাবঞ্চিত ইউজারদের জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপু প্রত্যেকবার পরিশ্রম করে সুন্দর রিপোর্টটি তৈরি করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।
কৃতজ্ঞতা প্রকাশ করছি #amarbanglablog পরিবারের প্রতি, আমাদের চমৎকার কাজের পরিবেশ তৈরি করে দেয়ার জন্য। সত্যিই তাই শুরু থেকেই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছি এবং সামনেও আমাদের সৃজনশীলতা বিকাশ ঘটিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে দামটা ব্যাপার না কারণ আমরা বিশ্বাস করি আমাদের কাজের সঠিক মূল্যায়ন আমরা পাবো, সেটা আজ নয়তো কাল। সবার প্রতি অনুরোধ কাজটি আনন্দের সাথে ভালোবেসে করুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গত সপ্তাহ টা বেশ ভালো ছিল কারণ গত সপ্তাহে সাপোর্ট বিহীন কোন ইউজার ছিল না। তবে এই সপ্তাহে যারা সাপোর্ট বিহীন রয়েছে আপনি তাদের সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন আপু।

 2 years ago 

এই সপ্তাহেও কোন সাপোর্ট বিহীন ইউজার নেই, এই তিনজন ইউজারকে বিশেষ সাপোর্ট দেওয়া হচ্ছে কারণ তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই আছেন। পোস্টটি ভাল ভাবে পড়লে হয়তো বুঝতে পারতেন,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরু থেকে এই কমিউনিটির সাথে আছি এবং আশা করছি ভবিষ্যতেও থাকবো। আমার বাংলা ব্লগ সব সময় চেষ্টা করে সবাইকে সাপোর্ট দেওয়ার। আপু আপনি আমাকে সাপোর্টের আওতায় আসার সুযোগ দিয়েছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago (edited)

আপু ধন্যবাদ দিতে হলে দাদাকেই দিন, দাদাই এর ব্যবস্থা করে দিয়েছেন, আসলে আমরা সকলেই ধন্য এই কমিউনিটিতে কাজ করে, দাদার মত মানুষকে পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার এই রিপোর্ট দেখলে বুঝা যায় আসলে কয়জন সাপোর্টবিহীন ছিল। আমার বাংলা ব্লগ সবসময় ভালো ব্লগারদের পাশে আছে। এবার মাত্র তিনজন ইউজার । আশা করি তারা সাপোর্ট পাবে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

এই উদ্দোগটা খুবই ভাল ছিল । যখন বাজার সংক্রান্ত কারণে অনেকেই স্টিমিটে কাজ করা কমিয়ে দিচ্ছে ঠিক সেই সময়ে কোয়ালিটি সম্পুর্ণ পোস্ট এর মাধ্যমে আমার বাংলা ব্লগকে সমৃদ্ধ করে যাচ্ছে তাদের জন্য রইলো শুভকামনা । সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আমার বাংলা ব্লগ কে । আমাদের অতি সামান্য অবদানটুকুও সাদরে গ্রহণ করার জন্য ।

 2 years ago 

জি ভাইয়া “আমার বাংলা ব্লগ” সব সময় আমাদের পাশেই রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি উদ্যোগের জন্য। প্রথম থেকেই আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আশা করি ভালো কাজের মাধ্যমে এই কমিউনিটির পাশে থাকবো। আমার বাংলা ব্লক কমিউনিটি সব সময় চেষ্টা করে সবাইকে সাপোর্ট দেওয়ার এই জন্যই এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি লিস্ট তৈরি করার জন্য এবং আমাকে সাপোর্টের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, শুধু আমাকে ধন্যবাদ দিলে চলবে না, এর মূল উদ্যোক্তা আমাদের সকলের প্রিয় দাদা।

 2 years ago 

প্রত্যেকবারের মতো এবারও আপনি অনেক সুন্দর ভাবে সুবিধা বঞ্চিত কোয়ালিটির রিপোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনি এই সপ্তাহে তিনজন ইউজারকে সুবিধা বঞ্চিত লিস্টে নাম দিয়েছেন। প্রত্যেক বারের মত এবার অনেক সুন্দর ভাবে দায়িত্ব পালন করে সুবিধা বঞ্চিত ব্লগারদের নাম খুঁজে বের করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুবিধাবঞ্চিত সবাই এই উদ্যোগের মাধ্যমে সাপোর্ট পাচ্ছে যেটা তাদের জন্য অনেক বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70568.35
ETH 3813.09
USDT 1.00
SBD 3.50