আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১১ -০৬-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
আজ অনেকদিন পর এ সপ্তাহে এ্যাকটিভ ও সুপার এ্যাকটিভ লিস্ট হতে কোন ইউজারই পাওয়া যায়নি।কোন ইউজারই এ সপ্তাহে আমার বাংলা ব্লগ অথবা shy-fox থেকে দুটির কম সাপোর্ট পাননি। সকলেই কমবেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন। তাই এ সপ্তাহে কোন ইউজার কেই এই লিস্টের তালিকায় আনা হচ্ছে না।
সময়কাল : ৫ জুন মে ২০২৩ থেকে ১১জুন ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০০
ধন্যবাদ,
@tangera
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

বাহ্! অনেকদিন পর কোনো সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া যায়নি। সবাই সাপোর্ট পেয়েছে,এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কেউ সুবিধা হতে বঞ্চিত হয়নি জেনে ভালো লাগলো । সুবিধা থেকে বঞ্চিত হলে আপনার মাধ্যমে সেই সুবিধা পেয়ে যায় সত্যিই ভালো উদ্যোগের সব সময় সবাই সমর্থন করে।
যাক আপু তাহলে এবার তো দেখছি আর কাউকেউ পাওয়া গেল না। যে কিনা সাপোর্ট বিহীন ছিল।এরকম হলে তো আর আপনাকে এত কষ্ট করতে হয় না। বাপরে বাপ খোঁজাখুজি করা যে কি কষ্টের।যাক এত সুন্দর একটি সুখবর আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
এই প্রথম মনে হয় এই লিস্টটা একেবারে শূন্য হল। তার মানে এখন কোন ইউজার আর সুবিধা বঞ্চিত থাকছে না। কম বেশি সবাই মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছে। তারপরও আপনি খুব দক্ষতার সঙ্গে এই কাজটি করেন যা আসলেই প্রশংসার দাবিদার। শুভকামনা রইল আপনার জন্য আপু।
এডমিন প্যানেল থেকে প্রখর নজরদারির কারণেই কমিউনিটির সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছে সেটা দেখে আসলেই অনেক ভালো লাগে । আজকে অনেকদিন পরে একটিভ লিস্ট ও সুপারএক্টিভ লিস্ট থেকে কোন ইউজারই পাওয়া যায়নি সাপোর্ট বিহীন সেটা দেখে সত্যিই ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রিপোর্ট সবসময় আমাদের সামনে উপস্থাপন করার জন্য ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
এই সপ্তাহেতে তো দেখছি আপনি একজন ইউজার কেউ আপনার তালিকার অন্তর্ভুক্ত করতে পারেননি। কি সপ্তাহে দেখছি সবাই সাপোর্টের আন্ডারে ছিল। খুবই ভালো লাগলো বিষয়টা দেখে।
এই সপ্তাহের সুবিধা বঞ্চিত ইউজার নেই দেখে খুব ভালো লাগলো। আর যদিও থাকতো অবশ্যই আপনার এই রিপোর্টের মাধ্যমে দেখতে পেতাম। অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রতি সপ্তাহে আমাদের মাঝে ভগাভাগি করে নেওয়ার জন্য।
এই সপ্তাহের সকল ইউজারগণ তাদের কোয়ালিটি সম্পন্ন পোস্টে সাপোর্ট পেয়েছে।
আর এ কারণেই কোন সুবিধা বঞ্চিত ইউজারের নাম এখানে নেই। আসলে আমার বাংলা ব্লগ সব সময় চেষ্টা করে কোয়ালিটি সম্পন্ন পোস্টগুলোকে সাপোর্ট করে সকল ইউজারদের পাশে থাকতে।
দারুণ। এ সপ্তাহে কেউ সাপোর্ট বঞ্চিত হয়নি। সবাই সুন্দর ভাবে সাপোর্ট পেয়েছে। এটা সত্যি আমাদের জন্য অনেক ভালো। পর্যাপ্ত সাপোর্ট নিশ্চিত হচ্ছে সবার। ধন্যবাদ আপু সবার আইডি খুজে খুজে এই রিপোর্ট তৈরি করার জন্য।
এ সপ্তাহে কোন সুবিধা বঞ্চিত ইউজার নেই দেখে বেশ ভালো লাগল। রিপোর্টই বলে দিচ্ছে সকল ইউজারই কম বেশি সাপোর্ট পাচ্ছে। রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।