বড়শি দিয়ে মাছ ধরা ও সাথে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



প্রতিবার বাড়িতে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, মাছ ধরা,পুকুরে গোসল করা, সবাই মিলে আড্ডা দেওয়া এগুলো করতে করতেই সময় কোথা দিয়ে চলে যায় টের পাই না। যাওয়ার সময় হলে মনে হয় যে আরো দুই এক দিন থেকে গেলে ভালো হতো। কিন্তু এবার আসার পর থেকে এত গরম শুরু হয়েছে যে কোথাও আর যাওয়া হয়নি । ঘর থেকে একদম বের হতে ইচ্ছা করে না। বাইরে তো বসাই যায় না। কোন একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, বাতাস তো দূরের কথা। এই গরমে এইবার শুধু মনে হচ্ছে যে যাওয়ার সময় আসলে বেঁচে যাই। এত গরম আর সহ্য করা যাচ্ছিল না। আজকের হঠাৎ আমার হাজবেন্ড এবং তার ভাতিজারা মিলে পাশের পুকুরে মাছ ধরতে গেল। তাই আমিও ভাবলাম যে যাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে যাই পুকুর পাড়ে গিয়ে বসি। পুকুর পাড়ে এমনি সময় খুব বাতাস থাকে। কিন্তু এবারের বাতাসটাও খুব গরম লাগছিল । তারপরও মাছ ধরা উপভোগ করছিলাম। আজকে মাছ ধরার কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে।


PhotoCollageMaker_2022713132129678.jpg


বড়শি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের বিষয়। কারণ বরশি ফেলে অনেকক্ষণ বসে থাকতে হয়। মাছ কখন উঠবে তার কোন ঠিক ঠিকানা নেই। এর আগে একবার এসেছিলাম তখন এমন বড়শি ফেলার সঙ্গে সঙ্গে তেলাপিয়া মাছ বড়শিতে উঠছিল। সেই বার আমিও বেশ কয়েকটি মাছ ধরেছিলাম। কিন্তু এইবার মাছগুলো ধরা দিচ্ছিল না। বসে থাকতে থাকতে আমি পুকুরের কিছু ছবি তুলে ফেললাম।


IMG_20220713_130315.jpg



IMG_20220713_130328.jpg



IMG_20220713_130351.jpg



IMG_20220713_130401.jpg


নিচের মাছ দুটি কাল বাউস মাছ। এই মাছগুলো অনেক বড় হয়। সেজন্য বেশ কয়েকটি কাল বাউস মাছ ধরার পরেও ছেড়ে দিয়েছে পানিতে। আমি শুধু মাছগুলোর ছবি তুলে নিয়েছি।


IMG_20220713_130517.jpg



IMG_20220713_130654.jpg


এই মাছটির সরপুটি মাছ । মূলত এই সরপুটি মাছ ধরার জন্যই ওরা বসেছিল। কারণ এই মাছগুলো ভেঁজে খেতে খুব ভালো লাগে। কিন্তু সরপুটি মাছ বেশি পাওয়া যায়নি।


IMG_20220713_130716.jpg


এই মাছটির নাম কুইশ্যা মাছ। এই মাছের নাম আমি এই প্রথম শুনলাম আমার ভাতিজার মুখে।কুইশ্যা মাছ অনেকটা বাটা মুসার মত দেখতে।


IMG20220713130828.jpg



IMG_20220713_130614.jpg


বরশি দিয়ে বেশিরভাগই কারফু মাছ উঠছিল। কিন্তু ছোট ছোট হওয়ার কারণে অনেকগুলো কারফু মাছ ছেড়ে দিয়েছি । দুইটা বড় ছিল সেই দুইটা আমরা নিয়ে এসেছি।


IMG_20220713_131405.jpg


বড়শি ফেলার সঙ্গে সঙ্গে মাছ উঠে। কিন্তু সেগুলো সাইজ ছোট। এই মাছগুলো একটু বড় হওয়ায় এগুলো নিয়ে এসেছি ফ্রাই করে খাবার জন্য।


IMG_1657706160214.jpg


এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন।


ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  

This is so great we've reached dour bag limit!👍

 2 years ago 

আরে বাহ আপনার মাছ ধরা সুন্দর মুহূর্ত দেখে খুব ভালো লাগলো। আপনিতো দেখছি বড়শি দিয়ে অনেক মাছ ধরছেন। আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত দুর্দান্ত হয়েছে । এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

 2 years ago 

ভাইয়া এই মাছগুলো আমি ধরিনি। আমি তো শুধু ছবি তুলেছি মাত্র। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। মাঝে মাঝে আমাদের পুকুরে সবাই মিলে একসাথে বড়শি দিয়ে মাছ ধরি খুব মজা লাগে। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন,আর বড় মাছটা আমার জন্য পাঠায় দিয়েন।

 2 years ago 

আমার কাছে কেন যেন এই বড়শি দিয়ে মাছ ধরাটা অনেক ধৈর্যের বিষয় মনে হয়। বড়শি ফেলে এতক্ষণ বসে থাকা আসলেই কষ্টকর। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সেটা সত্যি বলেছেন, তবে আমাদের পুকুরে অনেক মাছ যার কারনে বড়শি ফেললেই খুব সহজে মাছ ধরে যায়। যদিও ছোট-বড় সবটাই ধরে ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আমাদের বাড়ির এদিকে তো আমরা বড়শি দিয়ে অনেক মাছ ধরে থাকে। ছোটবেলায় অনেক মাছ ধরতাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো দেখে। এত সুন্দর ফটোগ্রাফি এবং পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক বড় পুকুর। এই জন্য বড় মাছ সহজে উঠতে চায় না। যাই হোক আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওরে বাবা সেই ব্যাপার । আমাকেও ডাকতেন চলে যেতাম। আমি তো কোনদিন ও বরশি দিয়ে মাছ ধরি নি। আপনার সাথে একটা অভিজ্ঞতা বানিয়ে আসতাম। সব দিকে শুধু ফাঁকিই দিলেন। সরপুঁটি মাছ দেখে খুবই লোভ লেগে গেলো। এমন বড় আর তাজা মাছের যা টেস্ট হবে। উফ 👌👌👌👌👌 ভিন্নধর্মী একটা পোস্ট ছিল আজ।

 2 years ago 

এনে ভেঁজে খেয়েছি। খুবই মজা ছিল। টাটকা মাছ বলে কথা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি বড়শি দিয়ে মাছ ধরা এবং সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বড়শি দিয়ে মাছ ধরা আমারও খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ মজার বিষয়টি বরশি দিয়ে মাছ ধরার বিষয়টি।ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফিগুলো দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে ছোটবেলায় নদী থেকে এরকম বড়শি দিয়ে মাছ ধরতাম। বরশি দিয়ে মাছ ধরার সাথে কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বরশি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের বিষয় ।কারণ মাছ সহজে উঠতে চায় না। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63748.21
ETH 3314.18
USDT 1.00
SBD 3.90