রঙিন কাগজ দিয়ে ময়ূর তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



FrameArt_202278837531.jpg

আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি জিনিস শেয়ার করব। সেটি হচ্ছে রঙিন কাগজের তৈরি ময়ূর। আজকের ময়ূর তৈরি করতে আমি রঙিন কাগজের সাথে সাথে গ্লিটার আর্ট পেপার ও ব্যবহার করেছি। ময়ূর দেখতে খুবই সুন্দর । তাছাড়া ময়ূর যখন পেখম মেলে তখন তো দেখতে আরো বেশি চমৎকার লাগে। বিশেষ করে ময়ূরের পাখায় এত রংবেরঙের কালার থাকে যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। আজকে আমি পেখম মেলা ময়ূর বানানোর চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফল হয়েছি। আমার কাছে তো ভালোই লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে আমি ময়ূরটি কিভাবে বানিয়েছি তা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করছি।

arabesko.ru_13-1.png


রঙিন কাগজ
গ্লিটার আর্ট পেপার
কাঁচি
আঠা
কলম

IMG20220612195400.jpg

arabesko.ru_13-1.png

একটি এ-4 সাইজের কাগজ নিয়ে নিচের দিক থেকে এভাবে একবার সামনের দিকে একবার পিছনে দিকে করে পুরো কাগজটা ভাঁজ করে নিয়েছি।

IMG20220612195540.jpgIMG20220612195646.jpg

arabesko.ru_13-1.png

এখন ভাঁজ করা কাগজটির সম্পূর্ণ ভাঁজ খুলে ফেলেছি।

IMG20220612195738.jpg

arabesko.ru_13-1.png

প্রথমে একটি পেন্সিল দিয়ে ময়ূরীর পালকের মত এঁকে নিয়েছি তারপর কলম দিয়ে রং করেছি।

IMG20220612200247.jpgIMG20220612200645.jpg

arabesko.ru_13-1.png

এখন আবারো আগের মতো ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়েছি।

IMG20220612200706.jpg

arabesko.ru_13-1.png

আরেকটি রঙিন কাগজের উপরে এভাবে এঁকে নিয়েছি তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

IMG20220612200903.jpgIMG20220612201102.jpg

arabesko.ru_13-1.png

নিচের ছবির মত দুটি কাগজ কেটে নিয়েছি এবং ভিতরে কলম দিয়ে দাগিয়ে নিয়েছি।

IMG20220612201241.jpgIMG20220612201255.jpg

arabesko.ru_13-1.png

তারপর ওই কাগজটিকে ময়ূরের মাথার উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। হলুদ একটি কাগজ থেকে ময়ূরের ঠোঁট কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG20220612201740.jpg

arabesko.ru_13-1.png

হলুদ কালারের গ্লিটার আর্ট পেপার থেকে দুটি পাখার মত কেটে নিয়েছি। তারপর ময়ূরের উপরে লাগিয়ে দিয়েছি।

IMG20220612201956.jpgIMG20220612202116.jpg

arabesko.ru_13-1.png

এখন ময়ূর টিকে আগে থেকে বানিয়ে রাখা পাখার সঙ্গে আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি।

IMG20220612202342.jpg

arabesko.ru_13-1.png

IMG20220612202401.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে ময়ূর। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

arabesko.ru_13-1.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 last year 

রংয়ের কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি ময়ূর তৈরি করেছেন। আমার কাছে খুব ভালো লাগলো ময়ূরটি। বাস্তব ও ময়ূর অনেক সুন্দর গায়ের রং বিভিন্ন ধরনের তাই দেখতে অসাধারণ লাগে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু ময়ূরের গায়ের যে কালার এই কালারের কারণে ময়ূর আরো বেশি আকর্ষণীয় লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি মযূরটিতেও সেরকম কালার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ময়ূর আসলে দেখতে আমারও খুব ভালো লাগে। ময়ূর যখন পেখম মেলে দেখতে অনেক চমৎকার হয়।ময়ূরের বিভিন্ন কালারের পেখম দেখতে অনেক সুন্দর তাই ময়ূরের পাখা গুলো আমি বইয়ের পাতায় রেখে দিতাম।খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে একটি ময়ূর তৈরি করেছেন।দেখতে অনেক ভালো লাগলো।

 last year 

ছোটবেলায় ময়ূরের পেখম আমিও বইয়ের মধ্যে অনেক রেখে দিতাম। ভাবতাম যে আরেকটি পেখম হবে। কিন্তু এগুলো যে সত্যি না তা বড় হয়ে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year (edited)

কাগজের সাথে গ্লিটার আর্ট পেপার মিলিয়ে কিছু তৈরি করলে দেখতে ভালই লাগে। আর ময়ূর অনেক বেশি সুন্দর তাই আপনি গ্লিটার আর্ট পেপার দেয়ার কারণে ময়ূর আরও বেশি সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে। অনেক সুন্দর করে বানিয়েছেন পেখম মেলা ময়ূরটি।

 last year 

প্রথমে পাখনাটি রঙিন কাগজ দিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু পরে মনে হল যে গ্লিটার আর্ট পেপার দিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে। সেজন্য দিয়েছি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এক কথায় মিষ্টি একটা কাজ করে দেখিয়েছেন আপু। ময়ূর ভালোবাসে না এমন মানুষ একটাও নেই। তাই আমার তো মনে হয় এই পোস্ট টা যে যে দেখবে সবারই মন ছুঁয়ে যাবে। গ্লিটার পেপার দেওয়ার জন্য পুরো থিম টা আরো সুন্দর হয়েছে। একদম সাজানো গোছানো একটা উপস্থাপনা দেখলাম 👌👌

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ময়ূর ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। ময়ূরের এত সুন্দর পেখম দেখে মন জুড়িয়ে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ময়ূর তৈরি করেছেন। আপনার এই ময়ূর দেখতে অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজের ব্যবহার খুব সুন্দর ভাবে করেছেন বলে দেখতে বেশি সুন্দর লাগছে। ময়ূরের পাখা দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ভাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার রঙিন কাগজের তৈরি ময়ূরের পাখাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনিও চাইলে বাসায় বানাতে পারেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সুন্দর বললে কিপ্টেমি করে বলা হবে।এক কথায় অসাধারণ হয়েছে।শুধু রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ময়ুর বানানো এটা সবাই পারে না।আর ধাপ গুলোও খুব সহজ ভাবে দেখিয়ে দিয়েছেন।সহজেই বুঝতে পারছি।ধন্যবাদ আপু এমন সৃজনশীল একটি কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

কিপটামি করার কি দরকার ভাইয়া মন খুলে প্রশংসা করেন যাতে আমার কাজের উৎসাহ আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ময়ূরকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়।ময়ূর আমার ও অনেক পছন্দের।রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ময়ূর তৈরি করেছেন আপু। এক কথায় আপনার ময়ূর বানানো দেখে মুগ্ধ হয়ে গেলাম।ময়ূরের কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

সামনাসামনি ময়ূর দেখতে যত ভালো লাগে আমার কাছে এই ময়ূরটি তত সুন্দরই লেগেছে। আপনার কাছেও ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকেও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

অসাধারন হয়েছে আপু আপনার ময়ুর টা আসলে রঙিন কাগজ দিয়ে এতো এতো ড্রাই হয় এর শেষ নেই আপনার এই ইউনিক ডাই অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে এমন কোন কিছু নাই যে বানানো যায় না। আর এগুলো বানাতে বানাতে এখন আমার একটা নেশা হয়ে গিয়েছে। সব সময় বানাতে ভালই লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ আপু আপনি তো খুবই চমৎকার একটি ময়ূর তৈরি করেছেন । দেখে মনে হচ্ছে যেন ময়ূর টি পেখম মেলে আছে ।সত্যিই আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।রঙিন কাগজের কালারটি চমৎকার ছিল যার জন্য ময়ূর টি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। প্রতিটি ধাপ দেখে বেশ ভালো লাগলো ।আমিও একদিন চেষ্টা করব নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু পেখম মেলা ময়ূর বানানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই কালারটি দিলে ভালো লাগবে সেজন্য এই কালারটি দিয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63332.97
ETH 3169.28
USDT 1.00
SBD 3.89