ফল গাছের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আপনাদের সঙ্গে ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বেশ কিছু ফলের গাছের ফটোগ্রাফি করেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এই ফল গাছগুলো দেখেছি। তখন ছবি তুলে রেখেছিলাম। আজকে অনেকদিন পর মোবাইলের ছবি দেখতে দেখতে এই ফল গাছগুলোর ছবি দেখতে পেলাম। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিটি ফল গাছে যখন ফল ধরে থাকে তখন সেই গাছের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে প্রতিটি ফল তার গাছের আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। তাছাড়া ফল ধরার পূর্বে গাছে যে ফুল আসে সেই সময়টাও দেখতে খুবই ভালো লাগে। আজকে আমি নারিকেল, বড়ই, আম, কলা, কাঁঠাল গাছের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে।



photoCollageMaker_20220721_002347052.jpg


নিচের নারকেল গাছ দুটি আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে তুলেছি। শ্বশুরবাড়িতে যখন নেটের সমস্যা হচ্ছিল তখন টিউবওয়েল এর পাড়ে গিয়েছিলাম । তখন সেখানে একটি বসার জায়গা ছিল। ওই জায়গায় বসে হঠাৎ করে উপরের দিকে তাকানোর পরে গাছটি দেখতে এত ভালো লেগেছিল যে সঙ্গে সঙ্গে ছবি তুলে রেখেছি। গাছ ভর্তি ছোট ছোট নারিকেল ছিল।


IMG_20220721_000604.jpg



IMG_20220721_000540.jpg


আর এই নারিকেল গাছটি আমি সিলেট গিয়ে আমার বোনের শ্বশুরবাড়ির বারান্দায় বসে তুলেছিলাম। এই গাছের নারকেলগুলো অনেক দিনের পুরনো ছিল।


IMG_20220721_001647.jpg


বড়ই গাছটি আমি পূর্বাচলে ঘুরতে গিয়ে তুলেছিলাম। গাছটিতে এত বড়ই ছিল যে গাছটি বড়ই এর ভরে নুয়ে পরেছিল।আমরা কয়েকটা বড়ই পেরে খেয়েছিলাম ও। এত টক ছিল যে কি আর বলব।


photoCollageMaker_20220721_002208214.jpg



IMG_20220721_001842.jpg


এই আম গাছটি আমার শ্বশুরবাড়ির সামনে থেকে তুলেছি। আম গাছটিতে অনেক আম ছিল। আসলে এই আমগুলো আমার শ্বশুর-শাশুড়ি গাছে রেখে দিয়েছিল যাতে আমরা গিয়ে গাছ থেকে পেড়ে আম খেতে পারি। সেই জন্য নিজেরাও আমগুলো পারেনি এবং কাউকে ধরতেও দেয়নি। আমার বাচ্চারা গিয়ে খুবই মজা পেয়েছে এই আম গাছের আম দেখে। তাদের এই আনন্দের জন্যই মূলত তাদের দাদা দাদী আম গুলো গাছে রেখে দিয়েছিল।


IMG_20220721_000415.jpg


এটিও আমার শ্বশুর বাড়ির ভিতরের লেবু গাছ। গাছ দুটিতে এত লেবু ধরে যে আশেপাশের আত্মীয়-স্বজনও এই গাছের লেবু খেয়ে শেষ করতে পারেনা। আমরা যখন যাই তখন অনেকগুলো করে লেবু নিয়ে আসি। তাছাড়া লেবু খাওয়ার অভাবে লেবুগুলো গাছেই পেকে যায়।


IMG_20220721_000812.jpg



IMG_20220721_000739.jpg



IMG_20220721_000958.jpg


এই কলা গাছগুলোর ছবি আমি আমার ননদের শ্বশুর বাড়ি গিয়ে তুলেছিলাম। ওদের বাসার সামনে একটি কলা বাগান ছিল সেখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছি। কলা বাগানটি দেখতে এত ভালো লাগছিল যে ছবি না তুলে থাকতে পারলাম না। তাছাড়া উপরের কাঁঠাল গাছটিও এই কলা বাগানের পাশেই ছিল। সেখান থেকে কাঁঠাল গাছের ছবিটি তুলেছিল।


IMG_20220721_000944.jpg

IMG_20220721_000858.jpg


এটি একটি খেজুর গাছ। এই খেজুর গাছটি আমি কোথায় যেন ঘুরতে যাওয়ার সময় তুলেছিলাম। খেজুর গাছের ছবি এমনিতেই খুব ভালো লাগে দেখতে। কাছাকাছি দাঁড়িয়ে সুন্দর ভাবে তুলতে পারলে বেশি ভালো লাগে। চলন্ত গাড়ি থেকে তুলার কারণে খুব একটা ভালো আসেনি।


IMG_20220721_001431.jpg



এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

images (4).png

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন।আপনি ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ফলের গাছের সাথে আমাদের পরিচয় করে দিছেন।বড়ই দেখে তো আমার জিভে জল এসে গেছে। অসময়ে আম দেখে তো আমার খুব খেতে ইচ্ছা করতেছে। সুন্দর ফল গাছের ফটোগ্রাফি দিয়ে লোভ সামলাতে পারছিনা।আপনার প্রতিটি ফটোগ্রাফি ইউনিক হয়েছে।

 2 years ago 

সবাই তো প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে তাই আমি অন্যরকম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই ছবিগুলো বিভিন্ন সময় তুলেছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। সেজন্য শেয়ার করা। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বাহ্ প্রতিটি গাছ ফলে ভরে আছে। দেখতে বেশ সুন্দর লাগছে। ফলভরা গাছ দেখলে মনের মধ্যে ভবেশ প্রশান্তি হয়।আর ভাগ্যিস উপর দিকে সেদিন তাকিয়ে নারকেলগুলো দেখেছিলেন, নারকেল গাছের নিচে থাকা এমনিই রিস্কের। আর আপনার শ্বশুর শ্বাশুড়ী বেশ ভালোবাসে আপনাদের বোঝা যাচ্ছে। নিজেরা না খেয়ে ফল গাছেই রেখে দিয়েছেন। আপনাদের আত্মীয়স্বজনদের সবার বাড়িতেই দেখছি ভালো গাছ আছে।

 2 years ago 

জি আপু প্রতিটি ফল ধরা গাছেরই ফটোগ্রাফি আমি করেছি । এরকম ফল ধরা গাছ দেখতে খুব ভালো লাগে। সেজন্যই ফটোগ্রাফিগুলো করা। ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু, আপনি সবসময় আপনার পোস্টে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেন। আজকের পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। আপনি আজকে বিভিন্ন ফল গাছের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। যেটা আমার মাথায় কখনোই আসতো না। যাই হোক আপনার প্রতিটি ফটোগ্রাফি ছবিই দারুণ হয়েছে। আপনার পোস্ট থেকে আমরা ও একটা অনুপ্রেরণা পাচ্ছি। ধন্যবাদ আপু।

 2 years ago 
আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি সিজন কালে এই সমস্ত ফলের ফটোগ্রাফি গুলো তুলে রেখেছিলেন।আসময়ে এই ফলগুলো দেখতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগল। আর দাদা দাদীরা এমনই হয়,তার নাতি নাতনিদের জন্য কিছু রেখে দিতে পারলে তাদের নিজের কাছে ভালো লাগ। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

জি ভাইয়া আপনি ঠিকই ধরেছেন বিভিন্ন ফলের সিজনে এই ছবিগুলো তোলা। সেই সবগুলো ছবি একসঙ্গে করে আজকের পোস্ট করেছি। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ফল গাছের প্রকৃত সৌন্দর্যই যেন ফল আর ফুলে। আমাদের ছাদে বাবা এমন আম, লিচু, পেয়ারা, বরই,লেবু, পেঁপে গাছ লাগিয়েছে। সেখানে যখন ফুল এবং ফল ধরে, বলে বোঝাতে পারবো না আপু কতটা ভালো লাগে। আর নিজেদের গাছ থেকে আম পেড়ে খাওয়ার একটা অন্যরকম মজা আছে। ছোট ভাগ্নে দের সাথে সাথে আপনারাও নিশ্চয় অনেক আনন্দ পেয়েছিলেন! তাই নাহ্! ,,, বেশ ভালো লাগলো সবটা পড়ে।

 2 years ago 

আপনাদের ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছেন দেখছি। আশা করি এগুলো ফল ফুল ধরলে তখন আপনারা দেখতে এবং খেতে পারবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি বেশ সুন্দরভাবে প্রতিটি ছবি একেক জায়গা থেকে ক্যাপচার করেছেন।বেশ ভালো লেগেছে আপনার ফল গাছের ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ সুন্দর ফল গাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপু আপনাকে।

 2 years ago 

যেকোনো জায়গায় গেলে ছবি তোলা হয়। বিভিন্ন জায়গার এই ছবিগুলো আলাদা করে পোস্ট করলাম । ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই আপু এরকম হয় যে বাইরে গেলে বিভিন্ন ধরনের ছবি তোলা হয় আর সেগুলো দেওয়ার কথা মনেই থাকে না, ফোন ঘাটতে ঘাটতে সেগুলো বেরিয়ে আসে। আপনি আজকে ফল গাছের দারুন সুন্দর কিছু ছবি দিয়েছেন। আসলেই গাছে যখন ফল ধরে তখন গাছের সৌন্দর্য অনেক অংশেই বেড়ে যায়। বড়ই গাছ লেবু গাছে তো দেখছি প্রচুর পরিমাণে ফল ধরেছে। আম গাছের ফল গুলো দেখে তো লোভ লাগছে। খুব ভালো লাগলো আপু আপনার বিভিন্ন ফলের গাছের ছবিগুলো দেখে।

 2 years ago 

ছবিগুলো ঠিক তেমনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তুলেছিলাম। শেয়ার করার কথা মনে ছিল না। হঠাৎ গ্যালারিতে ছবিগুলো দেখে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি যেখানে গেছেন সেখানেই ফটোগ্রাফি করেছেন। নিজের শশুর বাড়ি,ননদের শশুর বাড়ি, পূর্বাচল যেখানে যেটা দেখেছেন সেটাই ক্যামেরায় বন্দি করে ফেললেন। আপনি শখ করে ফটোগ্রাফি করার জন্য আমরা দেখতে পারলাম। বড়ই গাছ,আম গাছ,কলা গাছ,লেবু গাছ এই গাছ গুলোর ছবি গুলো দেখার মত ছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

এই ব্লগে কাজ করতে হলে তো ফটোগ্রাফি করতেই হবে। বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জিনিস দেখলে ফটোগ্রাফি না করে কি থাকা যায়। সেজন্যই তো এই ফটোগ্রাফি গুলো করা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ অনেক সুন্দর করে ফল গাছের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফল গাছের ফটোগ্রাফি আমার কাছে খুব অসাধারণ লাগলো। আপনি সত্যি বলেছেন যখন ফল গাছের ফল ধরে তখন সৌন্দর্য বেড়ে যায় বিশেষ করে ফলের আগে ফুলগুলো আসলে। খুব সুন্দর করে যথার্থ বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফল গাছের ফটোগ্রাফিগুলো আপনি দেখেছেন এবং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70853.78
ETH 3811.42
USDT 1.00
SBD 3.43