"ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির জন্য ক্ষুদ্র উপহার ছোট একটি কবিতা"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ ১৪ ই ফেব্রুয়ারি।তাই সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের মিষ্টি শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ মনে বসন্তের ছোঁয়া এসব নিয়েই শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন ডে। প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভালোবাসা দিবস। আজকের দিনে সবাই প্রত্যেকে তার প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। যদিও আমি মনে করি ভালোবাসার মানুষ পাশে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স। তাই আলাদা করে ভালোবাসার দিনের প্রয়োজন হয় না। তারপর ও মানুষ চায় তার ভালোবাসার মানুষ কে শুভেচ্ছা জানাতে। অনেকে মনে করে এই দিনটি শুধু প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য। কিন্তু না এই দিনটি প্রতিটি মানুষ তার পরিবারের প্রত্যেকের সাথে দিনটি উদযাপন করতে পারে। যারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মা - বাবা , ভাই - বোন ও আত্মীয়-স্বজনের সঙ্গে ও পালন করা যায়। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। তারপর অবশেষে পালিত হয় ভালোবাসা দিবস।
এই দিনের পেছনে রয়েছে ছিলো এক করুণ ইতিহাস। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু এই দিনটির নামকরণ করা হয় সেন্ট ভ্যালেন্টাইন এর নাম অনুসারে যিনি প্রেমের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। সেন্ট ভ্যালেন্টাইন এর আত্মত্যাগকে স্বীকার করে মানুষেরা একটা দিন উৎসর্গ করতো। তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত এবং চিকিৎসক সেন্ট আত্মত্যাগের স্মরণে পালিত হয়েছিল এই দিনটি। তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক ও পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহবন্ধনে আবদ্ধ করার জন্য বিবাহের অনুষ্ঠান ও করতেন। দ্বিতীয় ক্লাডিয়াস যিনি ছিলেন একজন রোমান সম্রাট। তিনি বিশ্বাস করতেন অবিবাহিত সৈন্যর বিবাহিত দের চেয়ে বেশি দক্ষ। তাই তিনি ঘোষণা দেন যারা সেনাবাহিনীতে কাজ করে তারা বিয়ে করতে পারবে না। এবং তিনি ২০০ খ্রিস্টাব্দের দেশে বিয়ের প্রথা নিষিদ্ধ করে দেন।
তিনি আরো ঘোষণা দেন কোন যুবক বিয়ে করতে পারবে না। যুবকদের জন্য শুধু যুদ্ধই। তার মনে হতো যুবকরা যদি বিয়ে করে তাহলে যুদ্ধ করবে কারা? ক্লাডিয়াস এর অন্যায় ঘোষণার প্রতিবাদ করেছিলেন যার নাম ভ্যালেন্টাইন। এই অসীম সাহসী যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিল সম্রাট।ভ্যালেন্টাইন ছিলেন উদার প্রকৃতির মানুষ এবং একজন চিকিৎসক। তিনি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। সে তার রোগীদের খুবই যত্নের সাথে ঔষধ খাওয়াতেন। কোন ঔষধ তেতো হলে তিনি সেই সেই ঔষধের সাথে মধু ও মিষ্টি মিশিয়ে দিতেন যাতে করে কার ও কোন কষ্ট না হয়। একদিন তার কাছে একটি অন্ধ মেয়ে আছে চিকিৎসা করার জন্য। সেই অন্ধ মেয়েকে চিকিৎসা করতে করতে তার প্রতি ভালোলাগা তৈরি হয়ে যায়। ক্লাডিয়াস ওই যুবকের উপর ক্ষিপ্ত হয়ে রাজদ্রোহের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। সম্রাটের আদেশ পেয়ে ভ্যালেন্টাইন কে কারাগারে বন্দি করা হয়। বন্দী হওয়ার আগে ওই অন্ধ মেয়েকে একটি চিঠি লিখে পাঠিয়ে দেন। আর ১৪ ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার। আর এই দিনে অন্ধ মেয়েটি তার চোখের বৃষ্টি ফিরে পান। এবং তিনি চিঠি খুলে পড়ে দেখেন তাতে লেখা আছে ইতি তোমার ভ্যালেন্টাইন। এই আত্মত্যাগকে স্মরণ করতে তখন থেকে এই দিনটি পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসেবে।
প্রথম দিকে এতটা বিশ্বব্যাপী প্রচার লাভ করেনি। পাশ্চাত্য দেশের জন্মদিনের উৎসব ও ধর্ম উৎসব সব ক্ষেত্রে ভোগের বিষয়টি মুখ্য ছিল। তাই সে সময় গীর্জাতে মদ্যপান করা হতো। ইংল্যান্ডের ক্ষমতাসীন পিউরিটানরা ও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল। জার্মানিতে বিভিন্ন সময়ে দিবসটি সরকারিভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এর অনেকটা পরিবর্তন হয়ে আছে। বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এর দিন উপলক্ষে প্রায় কোটি কোটি ডলার ব্যয় করে। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক তিন কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়। এই দিনে প্রতিটি মানুষ তার প্রিয়জনের জন্য গোলাপ ফুল, চকলেট ও শুভেচ্ছা কার্ড দিয়ে থাকে।
আজকের দিনে আমার প্রিয় মানুষটিকে কিছুই দেবো না তাই কি হয়। কিন্তু কি দেওয়া যায় ভাবতে ভাবতে কবিতাটি লিখে ফেললাম। আসলে আমার তাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমি অতি সাধারণ মানুষ তাই শুধু তাকে এই কবিতাটি উপহার দিলাম। আমি জানি এটা হয়তো তার পড়ার ও সময় হবে না।কারণ আপনারা জানেন খুবই ব্যস্ত মানুষ। তবুও কবিতাটি তার নামেই উৎস্বর্গ করলাম।আর ভালোবাসার দিনে ভালোবাসার কবিতা লিখবো না তাই কি হয়।তাই আর দেরি না করে লিখেই ফেললাম। আশা করি আপনাদের ও এই কবিতাটি ভালো লাগবে।

IMG_20220219_170148.jpg

"শুধু তোমার জন্য "
ভালোবাসা মানে এক মুঠো রোদ বসন্তের ওই হাওয়া,
ভালোবাসা মানে মনের সাগরে স্বপ্নের তরী বাওয়া।
ভালোবাসা মানে শিশির ভেজা সবুজ ঘাসের জমি,
ভালোবাসা মানে সব সীমা ছাড়িয়ে শুধু তুমি আর আমি।
এই মনের মাঝে জড়িয়ে আছো শুধু আমারই হয়ে,
তাই মুখটা তোমার ভেসে ওঠে আমার মনের আয়নাতে
সুখের বাসা পেলাম আমি তোমার হৃদয়ে।
থাকবে তুমি আপন হয়ে আমারই জীবনে,
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকে যেন বিভোর হয়ে সয়নে স্বপনে,
যেওনা এ হৃদয় থেকে দূরে হারিয়ে।
থাকবে তুমি আমার হয়ে এই হৃদয়ে,
তাইতো তোমার হৃদয় ভরিয়ে দেবো আমি গোলাপ হয়ে।
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।।

Sort:  
 last year 

আজকে ভালোবাসা নিয়ে অনেক কিছুই অনেকের মনে মনে চলছে।আজকের এই দিনে কে কিভাবে তার ভালোবাসার মানুষকে খুশি করবে এই নিয়ে সবাই ব্যস্ত।আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এই ভালবাসার আসল রহস্যটা কি আর কিভাবে এই ভালবাসা দিবস টি সৃষ্টি হয়েছে। আর কেন এটা উদযাপন করে। আর ভালোবাসা দিবস উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ বৌদি।

 last year 

সত্যি বলতে ভ্যালেন্টাইন ডে পূর্ব ইতিহাসের সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। তবে আজ বৌদি আপনার মাধ্যমে সম্পন্ন ইতিহাসটা জানতে পারলাম। খুব সুন্দর এবং গুছিয়ে পুরো ইতিহাসকে তুলে ধরেছেন।

দাদা আর আপনার সম্পর্কটি সত্যিই মধুর। দাদা হয়তো এই কবিতাটি পড়ার সময় পাবে না এটি জানা সত্ত্বেও আপনি উনার জন্য কবিতাটি লিখেছেন। কবিতাটি দারুন হয়েছে।

 last year 

ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির জন্য ক্ষুদ্র উপহার ছোট একটি কবিতা লিখেছেন জেনে খুশি হলাম। ভালোবাসা দিবস এর পুরো কাহিনী আগে জানা ছিলো না। বৌদি আপনার লেখা গুলো পড়ে বুঝতে পারলাম। চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো।

 last year (edited)

বৌদি ভাই নমস্কার
আপনি ঠিকি বলেছেন প্রিয় মানুষ টি পাশে থাকলে ৷ প্রতিদিন ভ্যালেন্টাইন্স। তবুও প্রিয় মানুষ কে একটু অন্য দিনের চেয়ে একটু বেশি কাছে পাওয়ার জন্য ৷
যা হোক ভালোবাসা ভ্যালেন্টাইন্স হতে সকল মানুষজনের সাথে ৷মা ,বাবা, ভাই বোন সবাই ৷ যা হোক অনেক ভালো লাগলো আপনার এতো সুন্দর একটি কবিতা পড়ে ৷

আজ অনেক কিছু জানতে পারলাম আপনার ভ্যালেন্টাইন্স বিষয়ে ৷

 last year 

আপনি ভালোবাসা দিবসে আপনার প্রিয় মানুষটির জন্য খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আপনি ভ্যালেন্টাইনস ডে উদযাপনের পূর্ব ইতিহাস সম্পর্কে অনেক কথা লিখেছেন যা জানতে পেরে খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68512.18
ETH 3825.56
USDT 1.00
SBD 3.66