এসো নিজে করি "একটি গাছের ডালে দুটি পাখির চিত্র অঙ্কন"
বন্ধুরা
আশা করি   আপনারা   সবাই  ভালো  আছেন। সবাইকে   শুভেচ্ছা  জানিয়ে  শুরু  করছি। এই  প্রচন্ড  গরমে  মানুষের জীবন  দুর্বিসহ  হয়ে  উঠেছে। বাইরে তো  বেরোনো  যাচ্ছে  না। তাই  ঘরে বসে  বসে  অবসর  সময়ে  আমি  হয়  কবিতা  লিখি  নয়তো  অঙ্কন   করি  আবার  কিছু  ভালো  না লাগলে  টিভি  দেখে  সময়  ব্যায়  করি। তবে  খুব  বেশি সময়  পাই  না। কারণ  সবকিছু  আমারই  দেখা শোনা  করতে  হয়। তার  উপর  বাবুকে  সামলাতে  গেলে  আর  সময়  পাই না।তাই  কোন  কিছু  করতে  গেলে  আর  শেষ  হয়। আজ আবার   অনেক  দিন  পর  আপনাদের  সাথে   নিজের  আঁকা  একটি   ছবি  শেয়ার  করবো। এই  ছোট  একটি   ছবি  আঁকতে  সময়  লেগেছে  প্রায় দুই দিন। বাবুর  চোখ  ফাঁকি দিয়ে  তারপর  আঁকতে  হয়েছে। অনেক দিন  পর  এঁকেছি  জানিনা  আপনাদের  কেমন লাগবে। আপনাদের  মতামতের  অপেক্ষায় রইলাম।
উপকরণ:
১.পেন্সিল
২.রবার
৩.সাদা  কাগজ
৪. রং  পেন্সিল
প্রস্তুত কারক:
১. প্রথমে  পেন্সিল দিয়ে   দুটো  পাখি  এঁকে  নিলাম।

২. পাখি  আঁকা  হলে   একটি  গাছ এঁকে দিলাম। আবার  কিছু  ডাল পালা  এঁকে দিলাম। ডালে  কিছু  ছোট ছোট  পাতা ও এঁকে দিলাম।

৩. এবার  রং করার  পালা।প্রথমে  গাছে  হালকা  হলুদ রং  করে  দিলাম।সেই  হলুদ রং এর  উপর থেকে  বাদামী রং করে দিলাম। এতে  অনেকটা  সত্যি কারের  গাছের  মতো  দেখতে  লাগবে।

৪. এবার  ডালে ও  পাতায়  সবুজ রং করে দিলাম।
৫. এরপর পাখির গায়ে গোলাপী রঙের আভা ও হলুদ রং এর আভা করে দিলাম আর লেজ ও পাখনায় গোলাপী ও সবুজ রঙের আভা করে দিলাম। এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তার পাশ দিয়ে একটু হালকা আকাশী রঙ করে দিলাম।


























হাহাহা,বাচ্চা থাকলে ঘরে এই ই হয় বৌদি।দু ঘন্টার কাজ দু দিন লেগে যায়।তবে যাই হোক,আর্টটা আপনার সবসময় ভালোই হয়।পেন্সিল রঙ দিয়ে তো আমি একেবারেই রঙ করতে পারিনা।কিন্তু আপনি কি সুন্দর করে করলেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বৌদি প্রচন্ড এই গরমে সবার অবস্থা বেশ খারাপ, বাড়িতে থাকা যাচ্ছে না লোডশেডিং এর কারনে আর বাহিরে তো বের হওয়ার কথাই উঠছে না। এই ব্যস্ততার মাঝেও দুই দিন সময় নিয়ে ড্রয়িং করেছেন সেটা আবার সুন্দর না হয়ে পারে, এমনিতে আপনি যেমন রান্নায় সেরা ঠিক তেমনি কবিতা, ড্রয়িং এর ক্ষেত্রেও সেরা, অনেক দারুণ হয়েছে। ধন্যবাদ
দিদি সবাই গরমে অতিষ্ঠ হয়ে গেছে।একটু বৃষ্টির অপেক্ষায় আমরা।যাই হোক এই গরমে সাবধানে থাকবেন।বাইরে বেশি দরকার না হলে না যাওয়াই ভালো। আপনি আজ খুব সুন্দর একটি চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে দিদি।গাছের ডালে দুটি পাখি সত্যি ই খুব সুন্দর হয়েছে। আপনি এঁকে আবার কালার করলেন।তাই আরো বেশি ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
একটি গাছের ডালে দুইটি পাখি অসাধারণ সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপনি। বিশেষ করে পাখি দুইটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। পাখি দু'টি ঠোঁট এবং লেজের চিত্র অংকনটি সত্যি দারুন সুন্দর লাগছে। একই সাথে রং করা গাছের পাতা গুলো দেখতেও ভালো লাগছে। অসাধারণ একটি চিত্র অঙ্কনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বৌদি যদিও সময়ের অভাবে আপনি এই ছোট একটি ছবি আঁকতে আপনার দুইদিন সময় লেগেছে। সময় লাগলে কি হবে, ছবিটা আপনি দারুন ভাবে এঁকেছেন। ছবিটির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। গাছের ডালে দুটি পাখি দেখতে খুবই দারুন লাগছে । আপনার চিত্র অংকনটি দেখে আমি সত্যি বিমোহিত হয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ বৌদি প্রচন্ড গরমে জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। গল্পকে এড়িয়ে দু'দিন ধরে আপনি এই সুন্দর ছবিটি অঙ্কন করেছেন, ছবিটি দেখে খুব ভালো লাগলো। আর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
এই গরমে বাইরে যাওয়াটা যত কষ্ট কর ঠিক তেমনি বাসায় থাকাটাও কষ্টকর কারণ লোডশেডিং আর লোডশেডিং চলছে। বৌদি আপনার হাতের অংকন সব সময় আমার অনেক ভালো লাগে আর আজকে অনেক সুন্দর একটি অংকন করেছেন। আর অংকটি এমন একটি দৃশ্য নিয়ে করেছেন আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বৌদি।
বৌদি আপনার অবস্থা আর আমার গিন্নির অবস্থা একই, আপনি পুরো সংসার সামলিয়ে, তাও যে সময় বের করে আর্ট করার চেষ্টা করেছেন, তা আসলেই প্রশংসনীয়।
আপনি সত্যিই ভাল অঙ্কন করেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।
যা দিনকাল পড়েছে দিদিভাই বাইরে গেলে মনে হয় পিঠে আগুন লেগে গেছে। আর সবদিক সামলিয়ে ছবি আঁকার যে ধৈর্য টা আপনি দেখিয়েছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার জায়গায় আমি হলে জীবনেও পারতাম না । ভীষণ মিষ্টি একটা ছবি এঁকেছেন দিদিভাই। কালার কম্বিনেশনটা খুব চমৎকার ছিল।