পরিবারের প্রতি দায়বদ্ধতা


mama-5098862_1920.jpg

Source

হ্যালো স্টিমিট পরিবার, আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন বলে আশা করি। আজকে একটু কিছু কথা বলবো, আমার পরিবার নিয়ে, আমার ভয় নিয়ে, আমার দায়িত্ব নিয়ে।জীবনে এমন একটা সময় এসেছে, যেখানে প্রতিদিন শুধু একটা চিন্তাই মাথায় ঘোরে। আমি যদি কিছু না করতে পারি, তাহলে আমার মা-বাবা, ভাইয়ের কী হবে?

আমি জানি, এই কথাগুলো অনেকের কাছেই পরিচিত মনে হবে। কারণ আমাদের দেশের বহু তরুণ আজ এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, যেটা বলার বা বোঝার কেউ নেই।মায়ের শরীর ভালো না। দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ডাক্তার বলেছে রেগুলার চেকআপ দরকার, খরচও অনেক। বাবার বয়স হয়েছে, কাজ করতে পারেন না, আগের মতো। আর ভাইএখনো ছোট। সবকিছুই যেন আমার কাধে এসে পড়েছে।

চেষ্টা করি, যাতে কোনো কষ্ট তাদের চোখে না পড়ে। বাইরে থেকে হয়তো শক্ত দেখায়, কিন্তু রাতে বিছানায় শুয়ে চোখের জল আটকানো কষ্ট হয়। তারপরও হাল ছাড়িনি। কারণ আমি বিশ্বাস করি, মহান আল্লাহ যখন দায়িত্ব দেন, তখন পথও তৈরি করেন। এই বিশ্বাসেই বেঁচে আছি।
আপনারা সবাই, দোয়া করবেন যেন এই কঠিন সময়টাও অতিক্রম করতে পারি। যেন পরিবারকে একটু ভালো রাখতে পারি।

ABB.gif

Sort:  

So sorry to hear about your mother's health. This period may be challenging given the responsibilities you have to handle alone. You'd definitely sail through. Wishing you all the best.

把西安市

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 103701.88
ETH 3445.19
USDT 1.00
SBD 0.52