টেকনোলজির ভবিষ্যত: আমরা কোথায় যাচ্ছি?
বর্তমানে আমরা এমন একটি প্রজন্মের বসবাস করছি। যেখানে প্রযুক্তির গতি অত্যন্ত দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই নতুন নতুন বিষয়বস্তুর উদ্ভাবন দেখছি এবং এই মহাবিশ্বে আমাদের অস্তিত্ব কোথায় এবং আমরা কোথায় অবস্থান করছি এসব বিষয়েও আমরা ব্যাপক ধরনের তথ্য পাচ্ছি। এছাড়াও মহাকাশ বিজ্ঞানের গবেষণার পরিধি ও বেড়েছে। সব কিছুর মাঝে একটা কি প্রশ্ন আসে না আমাদের অদূর ভবিষ্যতে কি হতে পারে? আমাদের টেকনোলজি যে এত উন্নত হচ্ছে এর ভবিষ্যৎ পরিনিতি কি ভালো হবে কিংবা মন্দ হবে?
বর্তমানে আমাদের এই বিশ্বে যতগুলো পরমানবিক বোমা রয়েছে সেই বোমা গুলো দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে. এই বিষয়গুলোতে আমরা প্রায় শুনি। তবে বর্তমানে রাজনৈতিক অবস্থার যে মোড়ে এসে দাঁড়িয়েছে এমত অবস্থায় যেকোনো মুহূর্তেই নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এমনটাই অনেক বিশ্লেষণটা জানিয়েছেন কিন্তু তারপরও আমরা প্রযুক্তিগতভাবে এত উন্নত থাকার পরেও এই নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে কখনোই বেচে ফিরতে পারব না।
আমি আমার কথা একটু সংক্ষিপ্ত করি। আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি প্রযুক্তি যত উন্নতি হচ্ছে তত ভয়ানক এবং মরণাস্ত্র এই পৃথিবীর বুকে জন্ম নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি এই অস্ত্রগুলো পৃথিবীর বুকে চালানো হয় সেক্ষেত্রে মনে হয়না প্রযুক্তির কোন ভিত থাকবে বরঞ্চ সম্পূর্ণ পৃথিবীসহ মানব জাতীয় ধ্বংস হয়ে যেতে পারে। আপনারা কি মনে করেন এই বিষয়টা অবশ্যই মন্তব্য জানাতে পারেন।