জীবন কখনো থেমে থাকে না
হ্যালো স্টিমিট পরিবার,আল্লাহর রহমতে আশাকরি সবাই সুস্থ ও শান্তিতে আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, যদিও শরীরটা একটু খারাপ রয়েছে, আর মন তো সেই কবেই কষ্টে ডুবে গেছে। আজ সকাল থেকে কেমন যেন অস্থিরতা লাগছে। কি যেন একটা হচ্ছে, কিন্তু নিজেই বুঝে উঠতে পারছি না। কাজের চাপে জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। পড়াশোনার শেষ পর্যায়ে এসে দায়িত্বের বোঝা যেন আরও ভারী হয়ে গেছে। মা অসুস্থ, বাসার খরচ বেড়েই চলেছে, আর আমিই একমাত্র যার দিকে সবাই তাকিয়ে থাকে।
মনটা মাঝে মাঝে খুব চায়, সব ফেলে কোথাও চলে যাই, কোথাও যেখানে কেউ আমাকে খুঁজবে না, প্রশ্ন করবে না। কিন্তু তা কি সম্ভব? জীবনের নামই তো দায়িত্ব।আমরা যারা সাধারণ পরিবার থেকে এসেছি, তাদের জীবনে প্রতিটা দিনই একটা যুদ্ধ। আমি বুঝি, হয়তো সবকিছু এখন ভালো যাচ্ছে না, কিন্তু একটা কথা মনে রাখি। সময় কারো জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ খারাপ তো কাল ভালো আসবেই।
মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি, আমি কি পারবো? আর মন থেকে উত্তর আসে আমাকে পারতেই হবে। মায়ের মুখটা তো মনে আছে? এই অস্থির জীবনে আমার জন্য দোয়া করবেন। যেন কখনো থেমে না যাই। যেন আল্লাহ একটা পথ করে দেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।

