Some experience my life

in #expriance5 years ago

১। নওশিনের বাবা পেশায় স্কুল শিক্ষক। ঢাকার উত্তরায় তাঁর নিজস্ব একটি দোতলা বাড়ি আছে। এ জন্য তাঁর একমাত্র মেয়ে নওশিনকে বউ করে ঘরে তুলতে অনেকের আগ্রহ। তাদের বিশ্বাস, নওশিনের বাবার দোতলা বাড়ির মালিক হবে তার হবু বর। এ লড়াইয়ে বিজয়ী হলো রাসেলের পরিবার। শ্বশুরবাড়িতে বউয়ের মর্যাদা অশেষ। একসময় তারা জানতে পারল, উত্তরার সেই বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে বাবা মোটা অঙ্কের ঋণ করেছেন। এতে শ্বশুরবাড়িতে নওশিনের প্রতি ভালোবাসা এবং তার বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির এতটুকু ঘাটতি কখনোই দেখা দেয়নি। বরং তাঁকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে আসেন নওশিনের শ্বশুর।

(ক) দয়া পরতন্ত্রশব্দটির অর্থ কী?

(খ) বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইতকথাটির ব্যাখ্যা করো।

(গ) উদ্দীপকের নওশিনের বাবার সঙ্গে দেনা-পাওনা গল্পের নিরুপমার বাবার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

(ঘ) উদ্দীপকের নওশিন ও দেনা-পাওনা গল্পের নিরুপমাকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ প্রমাণ করো।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63901.15
ETH 3133.40
USDT 1.00
SBD 4.05