কারো_টাকা_পানিতে_ফেলানোর_ইচ্ছে_থাকলে_এই_জায়গায়_যাইবেন |

in #food6 years ago

FB_IMG_1526172424967.jpg

#say_no_to_bangali_bilash

রেস্টুরেন্ট এর নাম "বাঙালি বিলাশ"। বলে রাখি আজকের আগে আরেকবার গিয়েছিলাম এই রেস্টুরেন্ট এ। আগেরবারের খাবার এবং সার্ভিস খারাপ ছিলনা বলে আজকে যাবার ভুলটা করলাম। 😒 দিনে দুপুরে ডাকাতির শিকার হইলাম।

আগে কবে এর থেকে বাজে খাবার এবং সার্ভিস পেয়েছি মনে করতে পারছিনা।

সাধারনত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার থাকার কথা এই রেস্টুরেন্ট এ। গেলাম গিয়ে বসব কিন্তু অপরিচ্ছনা চখে পরলো প্রথম পুরো মেঝে পানিতে কাদাকাদা কি ব্যাপার পানি কোথা থেকে আসলো! উপরে তাকিয়ে দেখি এসি থেকে ঠান্দা বাতাস বেরোনর বদলে ঠান্দা পানিও পরতেসে 😎 সেই পানিতে রেস্টুরেন্ট এ বন্যা 😂
FB_IMG_1526172437623.jpg

দুর্যোগকালীণ পরিস্থিতি ভেবে বসে রইলাম কখন জনাব ওয়েটার মশাই এসে আমাদের অর্ডার গ্রহণ করবেন। কিন্তু ৫ মিনিট বসে থাকার পরেও যখন সে আসিলেন না, তখন খাবার অর্ডার করার নিমিত্তে ওয়েটারকে ডাকিতে হইল। মেনু ভর্তি খাবারের নাম থাকলেও ভাতের সাথে শুধু কাল ভুনা, বেম্বু চিকেন, মুরগির রেজালা আর চুই বিফ আছে। কাল ভুনা আর মুরগির রেজালা অর্ডার করিয়া বসিয়া রইলাম। ১০ মিনিট যায় ২০ মিনিট যায় খাবার আসেনা 😞
৩০ মিনিট পর ঠান্দা ভাত, পোলিও আক্রান্ত মুরগির একখানা পা আর ছোট বাটির ৪ ভাগের ১ ভাগ গরুর মাংসের তরকারি। 😒 কি ব্যাপার অর্ডার করিলাম কাল ভুনা আর দিল গরুর মাংসের তরকারি! 😰 ওয়েটার মসাইকে অভিযোগ জানাইলে সে ক্যাশ কাউন্টার থেকে একজনকে ডাকিয়া আনিলেন এবং আমাকে বুঝাইতে লাগিলেন এইটাই নাকি কাল ভুনা! 😆😆 তাইলে সারাজিবন গরুর মাংসের কাল রঙের ভাজা ভাজা ভুনা খাইলাম ওইগুলা কি লাল ভুনা ছিল! 😭😭 ঠান্দা শক্ত ভাতের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন সেটা নাকি এসিতে ৩ মিনিটের মদ্ধে কঠিন ঠান্দা অবস্থায় রুপান্তর হইয়াছে 😒 ২১০ টাকায় যে পরিমাণ কাল ভুনা আমার সামনে হাজির করা হইল তাতে মনে হইল এই গরুটাই পৃথিবীর শেষ গরু ছিল তাই এত দাম 😂😆😆। ১/২ প্লেট ভাতও এই তরকারি দিয়ে খাওয়া অসম্ভব। তারাতারি কাল ভুনা বাদ দিয়ে চুই বিফ অর্ডার করলাম ২২০ টাকা প্রাইস টেগ দেখে ভাবলাম ভাল কিছু হবে। ১০ মিনিট পর ভাত গরম করে সাথে ছোট বাটির তলায় ১ পিস খুদ্র গরুর মাংস আর একটি রসুন নিয়ে হাজির হইলেন হাঁসব না কাঁদব বুঝছিলাম না। মনে মনে সান্তনা দিলাম পৃথিবীর শেষ গরুর শেষ মাংসের পিস 😃 ৪৮০ টাকার ১ কেজি গরুর মাংস উনাদের হাতের ছোঁয়ায় এসে এক পিস মাংসই ২২০ টাকায় রুপান্তরিত হয়। বলতেই হবে তাদের হাতে যাদু আছে 😒😒। চুই বলতে কোন গাছের ডাল বাইটা দিসে এইটাতে কে জানে! মাংসের পিসের বর্ণনায় আসি। হাডডি যুক্ত মাংসটা ছিরতে মনে হয় হায়নারও কষ্ট করতে হইত, আর আমি সেইখানে সামান্য homo sapiens এর একজন মেম্বার, আমি কেমনে ছিরসি কল্পনা করেন 😭। আমার কেনাইন দাত তো বাঘ সিংহের মত বড় না, হাত আর দাতের কুস্তি করে অবশেষে খাইতে পেরেছিলাম।

FB_IMG_1526172433175.jpg

রিভিউ :
গরুর কাল ভুনা:
দাম: ২১০ টাকা
টেস্ট : খাইনাই বলতে পারবনা কেমন ছিল তরকারি। তবে কাল ভুনা ছিলনা এইটা শিয়র।
পরিমান: ২/১০। ১:১ বললেও ১ জনের জন্য কম করে হলেও ২ বাটি লাগবে।
রেটিং : কাল ভুনাই না এইটা তাই কোন রেটিং নাই ✌

মুরগির রেজালা:
দাম: ১৫০ টাকা
টেস্ট : নরমাল মুরগি ভুনা আহামরি কিছুনা। তবে পোলিও আক্রান্ত মুরগি 😃 সাথে ঝোল নাই বললেই চলে।
পরিমান: ৫/১০
রেটিং : ৫/১০

চুই বিফ:
দাম: ২২০ টাকা 😭
টেস্ট : এক খানা রাবারের মত শক্ত মাংস তথাকথিত চুই এর ডাল দিয়ে রান্না করা। ঝোল নাই বললেই চলে।
পরিমান: ০/১০
টেস্ট : ৩/১০

ভাত:
দাম: ৩০ টাকা এক প্লেট
টেস্ট : বাজে গন্ধঅালা শক্ত ঠান্দা ভাত 😃
রেটিং : ৪/১০

সার্ভিস : ৪/১০
অনেক দেরি করাইসে কোন আন্তরিকতা নাই।

ইন্তেরিওর:
রেটিং : ৩/১০
এসির ঠান্দা পানির কাদায় বসে খাইতে ভাল লাগলে ইন্তেরিওর চমৎকার লাগবে নাইলে বলাৎকার লাগবে। 😁 গ্লাস এবং টেবিল গুলো ছিল নোংরা।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66530.34
ETH 3251.57
USDT 1.00
SBD 4.36