গ্যালাক্সি কি এবং মহাকাশের গ্যালাক্সি সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হল | What is galaxy and space galaxy are discussed in detail.

in #galaxy6 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। শুভ মধ্যাহ্ন , আমি আজকে আবারো আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হল বিজ্ঞানের একটি বিশেষ আবিষ্কার মহাকাশের একটি বিশেষ উপকরণ: গ্যালাক্সি। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি যদি কোন দিকে তাকাও তাহলে একটি বৃহৎ উপকরণ সমষ্টিকে বলা হয় গ্যালাক্সি।

এই মহাবিশ্বের অনেক বড় , আমরা সাধারণভাবে যা কল্পনা করে থাকি তার থেকেও অনেক অনেক বেশি বড় । দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে দেখা যায় কোথাও কোথাও সাদা পুঞ্জিভূত অবস্থায় অনেকগুলো নক্ষত্র একসাথে একটা দল তৈরী করে আছে বা একটা পুঞ্জীভূত অবস্থায় আছে এসব কোটি কোটি তারা কোন জীবিত অবস্থায় যে বৃহৎ পুণ্জি গঠত করে সেটা কি নক্ষত্র বলা হয় । এটা সাধারণত সাদা রঙের এবং থেকে অন্য প্রান্ত সর্পিলাকার এ লম্বা। বিজ্ঞানী গ্যালিলিও সালে এটা তার নিজের তৈরি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন।

প্রায় পনেরো শত কোটি বছর পূর্বে পৃথিবীতে ঘটেছিল একটা মহাপ্রলয়। এই প্রলয় পৃথিবীর অনেক কিছুই একসাথে মিলে একটা বিন্দুতে ছিল। তারপর একটা বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে সবগুলো একে অপর থেকে খুব জোরে ছিটকে বাইরের দিকে বেরোতে থাকে। এটাকেই বলা হয় বিগ ব্যাং। এটা হওয়ার দিন থেকে এক লাখ কোটি বছরের মধ্যে তৈরি হয় এবং হাইড্রোজেন পরমাণু । এছাড়াও এদের মাঝে তৈরি হয় বিশাল বিশাল ইলেকট্রন প্লাজমা ইত্যাদি থেকে অর্থাৎ বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে ।

এটা অত্যন্ত বলাই বাহুল্য যে এই সময় কনিকা ছিল অত্যন্ত উত্তপ্ত । ক্রমে ক্রমে এগুলো আছে শীতল হতে থাকে এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ এর ফলে এরা একটা নির্দিষ্ট অবস্থায় চলে আসে । আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানি এই বলের প্রভাবে এগুলো তাদের মধ্যে এক ধরনের পুঞ্জিভূত অবস্থায় রুপ নেই। এটাকে অনেক সময় ডিম্বাকৃতি এবং লম্বা দেখা যায় । এটাকেই বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি । আমাদের সব থেকে কাছের গ্যালাক্সি নাম হল মিল্কিওয়ে যা প্রায় এক হাজার কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল।

এই মহাবিশ্বের গ্যালাক্সি গঠন বিভিন্ন রকম গ্যালাক্সি আবার বিভিন্ন রকম হয়ে থাকে । কোন টা অধীনস্থ গ্যালাক্সি কোন টা স্বাধীন গ্যালাক্সি । গ্যালাক্সি গুলো তৈরী হওয়ার সময় কিছু সুনির্দিষ্ট এলাকার ভিতরে তৈরি হয়েছিল এটাকে সাধারণত চিত্র অনুযায়ী মানুষ প্রকাশ করতে পারে না। কারণ এগুলো অত্যন্ত কাছে দেখা গেলেও একটা গ্যালাক্সি থেকে অন্যগ্যালাক্সির দূরত্ব শত কোটি আলোকবর্ষ।

গ্যালাক্সি সংখ্যা কোটি কোটি এবং এটা সাধারণত সূর্য এবং এর গ্রহ গুলোর আবর্ত লক্ষ্য করলে বোঝা যায় পৃথিবীতে আমরা যেখানে বসবাস করি সেটা মাত্র একটা বিন্দুর মত। এই মহাকাশ আসলে অনেক বড় এবং এই মহাকাশে পৃথিবীর অবস্থান একটা ক্ষুদ্র বিন্দুর মতো অথবা একটা অনুর মত।

বন্ধুরা আমরা এর পরবর্তী পড়বে জানবো গ্যালাক্সি গুলো আসলে কি কোথা থেকে এগুলো সৃষ্টি হয়েছে এবং এগুলো আসলে কোথায় মিলিয়ে যায় এই সম্পর্কে বিস্তারিত আগামী পর্বে থাকবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত আল্লাহ হাফেজ

Photos are taken from https://www.pexels.com

Sort:  

You got a 19.61% upvote from @emperorofnaps courtesy of @darkline!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You got a 26.26% upvote from @booster courtesy of @darkline!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.031
BTC 61243.73
ETH 2974.21
USDT 1.00
SBD 3.69