Acupuncture therapy!

in #history6 years ago

image
imagebold
প্রাচীন চায়না রাজা শেন্নং এর আমলে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয় । তার এক জ্যোতিষীর স্বপ্নে প্রাপ্ত থিওরী মতে- “মানুষের শরীরের চামড়ায় মানুষের সব অঙ্গের প্রতিচ্ছবি আছে , সুতরাং চামড়ার ঐসব নির্দিষ্ট এরিয়াকে চিকিৎসা করলেই তার সদৃশ অঙ্গের চিকিৎসা হয়ে যাবে”। এই সুত্রকে বেস করেই তখনকার দিনে দেড় থেকে তের সেন্টিমিটার সাইজের বিভিন্ন আকৃতির সুই তৈরী করেন জ্যোতিষীরা । সেই সুই গুলো শরীরে ফুটিয়ে বেশ কিছুক্ষন রাখলেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় । এই আজগুবী ধারনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে “আকুপাংচার থেরাপী” ।

আধুনিক বিজ্ঞান আকুপাংচার থিওরী যে পুরোটাই ভিত্তিহীন ও অযৌক্তিক সেটা অনেক ভাবে প্রমাণ করেছে । তাই চাইনিজ অল্টারনেটিভ এই সাইন্স কে “সিউডোসাইন্স” নামকরণ করা হয়েছে । ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটা স্টাডিতে দেখা গেছে – ৯৫ জন পেশেন্ট যারা আকুপাংচার নিয়েছিলো , তাদের মারাত্মক কিছু সাইড ইফেক্ট হয়েছিল , এবং মারা গিয়েছিল ৫ জন । এই পর্যন্ত প্রায় ৩০০০ হাজার স্টাডি হয়েছে , সব গুলোর রেজাল্ট মোটামুটি একি রকম ।

তাদের সারমর্ম অনেকটা এমনঃ

“The only sensible Conclusion is that ACUPUNCTURE DOES NOT WORK”..

আধুনিক বিজ্ঞান বলে – আকুপাংচার শুধু মাত্র “Chronic Pain” এ সামান্য কাজ করতে পারে । কিন্তু সেটাও শর্ত সাপেক্ষে । যেমন ক্যান্সার পেইনে পুরাই অকার্যকর । আকু কিভাবে পেইন কমায় সেটাও ব্যাখ্যা করেছে মডার্ন সাইন্স- “বডি এর যেকোনো পার্টে কোনো আঘাত লাগলেই সেখানে একটা inflammatory process তৈরী হয় । তার সেই Inflammatory process কে কমাতে বডিতে কিছু Pain Reliever মেডিয়েটর রিলিজ হয় । যেমন- Substance P, Endorphine ইত্যাদি । সেই মেডিয়েটর গুলোই পেইন কমাতে সাহায্য করে সাময়িক ভাবে” ।

ভেবে দেখুন পেইন কিন্তু বানিয়ে দেয়া হয়েছে NEEDLE Prick করে । নীডেল প্রিক এর ব্যাথা কমাতে গিয়ে শরীরের অন্য ভাগের ব্যাথাও একটু কমে । তার মানে এটা PLACEBO ছাড়া বেশী কিছু না । যেমন মাইগ্রেইন পেইন ।

এটা নিয়ে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করা দরকার । আমি যখন ক্লাশ সেভেনে পড়ি । আমি আমার এক ফুফু বাসায় থাকতাম । আমার ফুফাতো বোন জান্নাত তখন ক্লাশ ওয়ানে পড়ে । জান্নাতের একদিন জন্ডিস হয় ( যদিও এখন বুঝি সেটা হেপাটাইটিস ছিল) । সাথে ছিল উপর পেটে খুব ব্যাথা । আমরা জানি – হেপাটাইটিসে এ হলে লিভারে পেইন হয় । ফুফু তখন জান্নাত কে কবিরাজের কাছে নিয়ে গেলো । কবিরাজ সাহেব একটা গরম রড এনে জান্নাতের লিভারের উপরের পেটের চামড়ায় একটা শেক দিয়ে দিলেন । জান্নাত তখন চিৎকার করে বলেছিল “ এখন আমার পেটে না , শুধু পেটের চামড়ায় ব্যাথা করছে” । কবিরাজ সাহেব শুধু ভিসেরাল পেইন কে সোমাটিক পেইনে কনাভার্ট করে দিলেন । কিন্তু লিভারের রোগ কি সাড়িয়ে দিলেন না। বরং এক ব্যাথা দিয়ে আরেক ব্যাথা কে ঢেকে দিলেন ।

কোনো এক বিখ্যাত সাইন্টিস্ট তাই হয়তো এভাবে বলতে বাধ্য হয়েছেন -

""Intercourse is an effective pain killer as during that time of act.. "Endorphines" are released which is a powerful pain killer...it is said that "Acupuncture" does the same theory""।

:p

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 65012.58
ETH 3101.28
USDT 1.00
SBD 3.86