মানব মস্তিষ্ক কি এবং এর ক্ষমতা কতটুকু আসুন জেনে নিই | Let's know what is the human brain and its power | P-A

in #human6 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল আশা করি ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে ভাল আছি। তো আজকে আমি আপনাদের সামনে মস্তিস্ক অর্থাৎ মানব মস্তিষ্ক সম্পর্কে কিছু আলোচনা করব । এখন আলোচনার প্রথম পর্ব আলোচনা করব এবং কয়েকটি পর্বে এই আলোচনা শেষ করবো।

মস্তিষ্ক হল আমাদের সমস্ত স্নায়ুতন্ত্রের কেন্দ্রবিন্দু এটা সমগ্র শরীরকে নিয়ন্ত্রণ করে । এটা সাধারন তিনটি বিশালাকৃতির দিয়ে তৈরি । একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন গড়ে 100 কোন ঘন সেন্টিমিটার এবং 1.30 থেকে 1 পয়েন্ট 40 কেজি এটি সাধারণত 100 কোটিরও বেশি নিউরন থাকে। মানুষের মস্তিষ্কের বিভিন্ন ভাগে বিভক্ত । যেমন অগ্রমস্তিষ্ক, তেলেফোন মধ্য মস্তিষ্ক ,পশ্চাৎ মস্তিষ্ক, সেরিবেলাম ইত্যাদি। গঠন অনেক জটিল । আকারে অনুভূতি পরিবহন করে থাকে এবং দুই প্রান্তে এবং মাধ্যমে গ্রহণ করে। মস্তিষ্ক প্রায় 10,000 স্নাপ থাকে যা অত্যন্ত একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল ।

মানব মস্তিষ্ক হলো পৃথিবীর সবথেকে জটিল এবং ক্ষমতাশালী একটি আধার । এতে প্রায় 85 ভাগ ওজনই সেরেব্রাম বহন করে । মানব মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তিন দিন আরো উন্নত হচ্ছে । মানব মস্তিষ্কের 70 থেকে 90 শতাংশই রয়েছে পানি এবং এতে প্রায় এক হাজার থেকে 10 হাজার শাখা বিদ্যমান । মানব মস্তিষ্কের অংশ প্রায় 60 থেকে 65 শতাংশ নবজাতকের মস্তিষ্ক আকারে বৃদ্ধি পায় এবং 18 বছর পর্যন্ত চলতে থাকে । মানুষ আনন্দ জয় সুখ ভয় লজ্জা ইত্যাদি অনুভূতি বহন করে এবং পরিবেশ প্রক্রিয়ায় সেই অনুভূতিকে সারা যায় ।

মানব মস্তিষ্ক খুবই দ্রুত কাজ করতে পারে । এটা সুপার কম্পিউটারের কেউ হার মানায় । মানব মস্তিষ্ক সাধারণ তো আমরা যা খাই তার 20% খরচ বহন করে । মানব মস্তিষ্ক থেকে প্রত্যেকদিন যে শক্তি ক্ষয় করে তা প্রায় 15 থেকে 25 ওয়াট বিদ্যুৎ খরচের সমান । মানব মস্তিষ্কের অনেক গুরুত্বপূর্ণ অংশে রয়েছে যেগুলো সম্পর্কে পরবর্তী পর্বে আলোচনা করব ।

মস্তিষ্ক সম্পর্কে আজকে সামান্য কিছু আলোচনা করলাম । পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করবো । এটা আসলেই মানুষের জন্য খুবই উপকারী একটি অঙ্গ সুতরাং মস্তিষ্কে আঘাত থেকে সব সময় রক্ষা করবো ।
Photos are taken from https://www.pexels.com

Sort:  

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @darkline.

You got a 13.07% upvote from @emperorofnaps courtesy of @darkline!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You got a 28.50% upvote from @booster courtesy of @darkline!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64383.21
ETH 3098.60
USDT 1.00
SBD 3.89