মেস লাইফ

in #life6 years ago

মেস জীবন কখনও হাসি আনন্দে কাটে কখনও দুঃখ ভারা ক্রান্ত মন নিয়ে । তবে বেশির ভাগ সময় ভালো কাটে । কারন এই সময়টা তে মানুষের তেমন চিন্তা করতে হয়না । কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার উপর যেমন দায়িক্ত বাড়ে তেমনি নিজেকেও আর বসে থাকাটা চলে না । তখন নিজের জন্য , পরিবারের জন্য কিছু করাটা জরুরি হয়ে পড়ে মেস জীবনের ইতি টেনে ।

আমার জীবনে অনেক গুলো মেসে থেকেছি । মেস জিবনের পাতলা ডালের কথা আমি কক্ষনো ভুলব না । ডালের বাটিতে উপর থেকে তাকালে নিচে পড়ে থাকা কিছু মসুরির ডাল উঁকি মারত । দেখতে ভালই লাগত । এই ডাল আর আলু ভরতা মাঝে মাঝেই মিস করি ।
আর দুপুরে হালকা ঝোলের তরকারি । সাথে একটুকরা মাছ । মাছের সাইজটা বিড়াল দেখলেও ভেবাচেকা খেয়ে যেত যে মাছটা কি তার জন্য , নাকি ফেলে দেওয়ার জন্য ? যাইহোক এই ছিল আমার মেস জীবন ।

Sort:  

This post has received a 2.91 % upvote from @booster thanks to: @desh2.

You have been defended with a 14.08% upvote!
I was summoned by @desh2.

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66785.29
ETH 3229.75
USDT 1.00
SBD 4.30