Short story of life " জীবনের ছোট গল্প "

in #life6 years ago

time.png

Short story of life 'Google translate'

In the tenth grade, a teacher came in a glass of jars, a few stones, several gravel stones and sand. He did not say anything after that, began to give big stones one after the other. After all the stones were given to the teacher, the teacher asked whether the jarate is full. The students agreed.
At that time the teacher started pouring stones into the jar. The pebble stones were making a gap in the gap between the big stones kept before the jar. After the end of the pebble stone, the students again agreed that the jarate was filled. Then he poured the sand and really filled the jarata. Then the teacher said, "This jarata is like our life. The big stones here are the most important things in our lives. For example, health, family. Pebble stones are, what they need to run their lives. For example, money, jobs And the sand is the small things that are needed to make life beautiful.
Now if I used to fill the pistil with stones or sand, I would not have stayed here for big stones. Thus, the importance of less important things in our life will remain unfulfilled. So to make life beautiful, it is best to understand your priority list.

সময়ের গল্প

দশম ক্লাসে শিক্ষক ঢুকলেন একটা কাচের জার, বড় কয়েকটা পাথর, বেশ কয়েকটা নুড়ি পাথর আর বালি নিয়ে। এসেই সে কোনো কথা না বলে জারে বড় পাথরগুলো একটার পর একটা দিতে লাগলেন। সব পাথর দেয়া হয়ে গেলে শিক্ষক প্রশ্ন করলেন যে, জারটা পুরোটা ভরেছে কিনা। শিক্ষার্থীরা সম্মতি জানাল।
তখনই শিক্ষক সেই জারে আবার নুড়ি পাথরগুলো ঢালতে লাগলেন। নুড়ি পাথরগুলো জারে আগে থেকে রাখা বড় পাথরগুলোর ফাঁকে ফাঁকে জায়গা করে নিচ্ছিল। নুড়ি পাথর শেষ হওয়ার পর শিক্ষার্থীরা আবার সম্মতি জানাল যে জারটা ভরে গেছে। এরপর সে বালি ঢেলে সত্যি সত্যিই জারটাকে ভরে ফেলল। এরপর শিক্ষক বললেন, “এই জারটা আমাদের জীবনের মত। এখানে বড় বড় পাথরগুলো আমাদের জীবনের সবচেয়ে জরুরী জিনিষ। যেমন, স্বাস্থ্য, পরিবার। নুড়ি পাথরগুলো হচ্ছে, জীবনকে চালাতে গেলে যা যা দরকার তা। যেমন, অর্থ, চাকরি। আর বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে যে ছোট ছোট জিনিষ দরকার, সেগুলো।
এখন শুরুতেই যদি আমি জারে নুড়ি পাথর কিংবা বালি দিয়ে ভরে ফেলতাম, তাহলে বড় বড় পাথরের জন্য জায়গায়ই থাকতো না। সেরকম, আমাদের জীবনের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিলে পড়ে সবচেয়ে জরুরী বিষয়গুলো অধরাই রয়ে যাবে। তাই জীবনকে সুন্দর করতে হলে নিজের প্রায়োরিটি লিস্টটা বুঝতে হবে সবচেয়ে ভাল করে।

Sort:  

This post has received a 0.78 % upvote from @speedvoter thanks to: @rasidulislam0433.

nice post like allways

This post has received a 1.06 % upvote from @booster thanks to: @rasidulislam0433.

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17