valobasa

in #life5 years ago (edited)

জীবনের শেষ কোথায়?জীবনটা শুধুই প্রশ্নময় সমাধান মিলানো খুবই কষ্ট সাধ্য।প্রশ্ন করলেও উত্তর মেলে না।তবে কি জীবনটা শুধুই একটা প্রশ্নবোধক(?) চিহ্ন?
একটা শিশু যখন জন্ম গ্রহণ করে তখন ঠিক সবাই এই অবস্থায় জন্ম গ্রহণ করে থাকেন.

এই অবস্থা থেকে আমরা কিভাবে আজ এই অবস্থায় এসেছি সব আল্লাহর দেন এবং পিতা মাতার খেদমত। তাই আমরা এত বড় হতে পেরেছি আজ। এবং বড় হয়ে নেমেছি জীবন যুদ্ধে। যে যুদ্ধের শেষ কোথায় কারো কাছে জানা নেই.আমরা আস্তে আস্তে বড় হচ্ছি এবং আমাদের জ্ঞান বাড়তেছে আমরা নেমে যাচ্ছি জীবন যুদ্ধে। সকল যুদ্ধের শেষ আছে কিন্তু জীবন যুদ্ধ এমন এক যুদ্ধ যে যুদ্ধের শেষ কোথায় কারো কাছে সঠিক উত্তর নেই।
শুধু প্রশ্নবোধক চিহ্ন আছে সবার কাছে ?আমরা কি কখনো কেউ ভেবে দেখেছি আমাদের জীবনের শেষ কোথায়। দেখলেও আমাদের করার কিছু নাই কেননা এই প্রশ্নের উত্তর দিতে পারেনাই ওয়ার্ল্ড এর বড় বড় মনীষী গণ। আদো কোনোদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে হয়না। তবে এই যুদ্ধের শেষ কোথায় সেটা সবাই বলতে পারে। যেদিন শেষ নিস্সাস ত্যাগ করবে সেদিন এই যুদ্ধের শেষ কিন্তু কোনদিন শেষ নিস্সাস ত্যাগ করবে তার কোনো উত্তর নেই মানুষের কাছে যে কোনোদিন মৃত্যু ডাক দিতে পারে চলে জিতে হবে সৃষ্টিকর্তার কাছে যেখান থেকে আর ফিরে আসা যায়না। আমরা সবাই চেয়ে থাকি জীবনের সফলতার দিকে কিন্তু সেই সফলতা সহজে আসেনা। এই জীবনে যা চাই তা না হয়ে হয় উল্টাটা।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70597.89
ETH 3559.60
USDT 1.00
SBD 4.77