চাণক্য শ্লোক বাংলা: ৫৭ ও ৫৮

in #palnet5 years ago

:::::::::::::::::৫৭ শূদ্র ব্রাম্ভণ:::::::::::::::::::

লাক্ষাদি তৈল সহ নীল ঘৃত আর।
মধু মাংস মদ সংগ্রহ করি বারবার।।
এমত ব্যবসা যে করে ব্রম্ভণ।
ব্রাহ্মণ নামেতে সেই শূদ্র বটে হন।।

বঙ্গানুবাদ: লক্ষাদি তৈল, নীল, ঘি, মধু, মদ এবং মাংস প্রভৃতি সংগ্রহ করে যে ব্রাহ্মণ ব্যবসা করে, সে নামেমাত্র ব্রাহ্মণ হলেও আসলে শূদ্র।


man-2181478_640.jpg

:::::::::::::::::::৫৮ বিধিবৎ:::::::::::::::::::::

পানের উচিৎ জল সদা খাও ছেনে।
বিপদ এড়াতে পা ফেলো দেখেশুনে।।
কথা যদি বল তবে বিধিসম্মত।
ভেবেচিন্তে কাজ করা যুক্তিসঙ্গত।।

বঙ্গানুবাদ: বস্ত্র দ্বারা ছেঁকে জল পান করা উচিৎ। কারণ সব জল শুদ্ধ নয়। বিপদের সম্ভাবনা এড়াতে দেখেশুনে পা ফেলা উচিৎ। বিধিসম্মত ভাবে কথাবার্তা বলা উচিৎ আর ভেবেচিন্তে কাজ করা যুক্তিসঙ্গত।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.032
BTC 62482.14
ETH 3044.68
USDT 1.00
SBD 3.76