My original bengali poem: বাস্তবের মুখোমুখি

in #poetry6 years ago (edited)

images.jpg

সেদিন চলন্ত ট্রেনে উঠতে না পারা
বাবাকে হঠাৎ করে ট্রেন হতে লাফ।
সেদিন দুজনের প্রকৃতির কোলে ঘোরা
মাঝে মাঝে ক্যামেরায় তাঁকে বন্ধি করা,
মিডিয়া ভেবে একদল গুলির মতো পালানো
তখনি দুজনকে পাট ক্ষেতের অন্ধকার সারি দিয়ে
অদম্য বেগে ছুটে চলার অভিমানী সুর।
সেদিন একটু কম পড়ে পরীক্ষা দেওয়া
সাদা খাতায় কলমকে বাক রুদ্ধ করা।
সেদিন প্রিয়জনের দ্বারা কি হানাহানি
ছোট্ট পৃথিবীতে শেষ প্রান্তে কিছুটা পৌছানো।
সেদিন ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাওয়া
হঠাৎ বন্ধ ট্রেনে নিজেকে শেষ করার বাহানা
ক্ষনিকের নষ্ট সময়ে সঠিক সময়ে হল রুমে ঢোকা।
সেদিন প্রিয়জনের অসুখের আর্তনাদ যেন
আমাকে একা হয়ে যাওয়ার কালাজ্বরে আক্রান্ত।
ভাবনা গুলো যে সত্যি বাস্ততার নিদর্শন
যা কিনা প্রতি মুহূর্তে নিজেকে আতঙ্কের বীজ বোনা।

Image credit:Google search ....

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.12
JST 0.034
BTC 64837.84
ETH 3174.86
USDT 1.00
SBD 4.17