Bengali poetry : চোরের মুক্তির স্বাদ

in #poetry5 years ago (edited)

images.png

Image link...
https://goo.gl/images/2pGG45

ওহে ব্যাটা চোর,
নাম কি তোর?
চুরি কেন করিস?
কোথায় বল থাকিস?

নাম মোর মোক্তার,
শান্তিপুর আছে ঘর।
অনেক টাকার দরকার
শোধ করবো ধার।

আজ তোকে ধরে,
লাল বানাবো মেরে।
চুরি করা মহাপাপ,
এটা জীবনে অভিশাপ।

ধারের টাকা না দিলে,
আমায় যেতে হবে জেলে।
আমাকে আপনি দয়া করে,
টাকা দিন থলে ভরে।

কত টাকা লাগবে বল
আমার সঙ্গে ব্যাংকে চল।
ভালো কাজ করে টাকা ফেরত দিবি,
কথাটি কিন্তু সদা মনে রাখবি।

আপনাকে অনেক ধন্যবাদ,
পেলাম যেন মুক্তির স্বাদ।
সময় মতো ফেরত দেবো টাকা
আপনাকে ওই দিলাম কথা।
ভুল নেব শুধরে
চুরির কাজ ছেড়ে!
করতে দিন আমায় একটা পণ,
এবার থেকে করবো ভালো কাম ।

Follow me.

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70455.47
ETH 3561.82
USDT 1.00
SBD 4.71