My original bengali poetry

in #poetry6 years ago (edited)

Hello-Friend-On-Hands-Picture.jpg

কাছের মানুষের আর্তনাদ
কেন জানি আমায় কাঁদায়
মন বলে তুই বড্ড অভিমানী
প্রিয়জনের অপূর্ণ ফল,
যেন আমার পীড়ায় ভাসানো।
কিছু খামখেয়ালি ব্যবস্থা
স্বপ্ন পূরণে দেয় বাঁধা।
কিছু জিনিসের মূল্যায়নের অভাব
যেন নিজের আশার পথকে নিন্মগামী করা।
তবুও হয় নি কিছুই !
কিছুর থেকে জেগে ওঠার স্বপ্ন,
তুমি পারবে ,ওগো তুমি পরিপূর্ণ হবে।
এ-তো নদীর মাঝে হঠাৎ বৈঠা খুঁজে না পাওয়া,
তবুও নতুন বৈঠা দিয়ে চালাবো আমরা অদূর সমুদ্র।
যেখানে থাকবে শত প্রতিকূলতায় ভরা অভিমানী সুর,
তবুও শুনবো আমরা ভবিষ্যতের আগমনী গান
যে গান ভাসিয়ে নিয়ে যাবে অদূর সমুদ্রের কিনারায়।
সেই দিন পাবো আমরা স্বস্তির নিঃশ্বাস।
তাইতো আমরা ছুটে চলি অদম্য বেগে,
হয়তো পথ মাঝে মাঝে বাকরুদ্ধ হবে
তবুও এগিয়ে যাবো সাফল্যের চূড়াকে ছুঁতে।

Image credit :Google search ...

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64320.07
ETH 3154.23
USDT 1.00
SBD 4.34