Make your personality manifest in a few simple ways.....

in #steemtuner6 years ago (edited)

*** There is someone who follows and imitates everyone in our lives whose personality, achatra, katakata are deeply impressed in our minds. But have you ever wondered, how did they become loved by everyone?***

Notice that they are not loved by anyone but for the looks of their beauty, but it is important to have this favorite behind it.

image
Source

***They are loved by everyone because their brilliant personality. And if you can represent them beautifully, you can become like them, everyone is desirous. ***

But first of all remember that if you want everyone to be wished you should be a good man.

Then it will come in all other aspects. Let's know what can be done to develop your personality very easily.

1:-

Try to highlight yourself as a beautiful and distinct personality. Rather than imitating anyone, try to build yourself up, just as everyone wants to follow you.

For this, try to stay as you are. Do not force yourself to impose anything on yourself.

image
Source

2:-

Only pay attention to that work when doing that work. That means when you come to the field of action, keep your attention there,When you are with family or friends then spend time with them. That's how you can use your 100 percent.

image
Source

3:-

As a human, the honor that you expect from others,Learn to respect others as well. Make older people respect and respect for younger ones.

image
Source

4:-

Talk to people of your own position in the right way.If a person runs a rickshaw, you should say that, or you do not have the right to speak up and down the house because the man in the house is older than you, because he is a man of working.

Who can not behave well with people who are less than himself,He can not be a good man any day.

image
Source

5:-

Refrain from interfering with other people's personal matters.Remember that there is a life of your own personal where other people's interference will not be your choice. If so, why can not you talk about others?

6:-

If you are always dressed in formal or very expensive clothes, smartness will not come, but it will not be so bad.Try to stay clean and tidy.

If your body's smell is another problem, then it will not raise you as a smart. Knowing the dress as well as knowing that tidiness is clean and not clean.

image
Source

7:-

Do not talk unnecessarily foul and will not encourage others to tell. Not to mention the signs of smartness,Rather talk about the necessity but strengthen the situation.

Irrelevant talk or comment can make your personality shorter in all aspects of life. Do you see how much you have to play until a non-peculiar Facebook comment and make others look different.

image
Source

8:-

If everything is a consultation, but at the end of the day if the question remains about yourself,How to make yourself smart again?

So definitely believe in yourself. If you are not confident then the other colors can not bring you confidence, is not it? The self-confident people have a different personality.

image
Source

9:-

Do not go to look for yourself again to look for yourself again. If you do not get smarter, you will be able to reduce the big smartness of your loose eivabe.

10:-

Try to speak beautifully. If you make a nice arrangement, someone is obliged to pay your attention. Avoid outside the house as well as regional him.

Speak simple, easy-to-speak while talking, talking about extraordinary or extra-complicated talk, to prove yourself smart is more likely to be fooled. And of course, respect everyone.

image
Source

Hopefully you will find the words I shared among you if you like these words well, then please give me more comments by posting and posting my post. Thank you everyone for reading my post

Bangla:-

আমাদের সকলের জীবনেই অনুসরণীয় ও অনুকরণীয় কেউ না কেউ আছেন যার ব্যক্তিত্ব, আচারণ, কথাবাত্রা আমাদের মনে গভীরভাবে ছাপ ফেলে যায়। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন কি, তারা কিভাবে সবার প্রিয় হয়ে উঠলে?

লক্ষ্য করে দেখুন, তারা কেউ কিন্তু নিজের সৌন্দর্য চেহারার জন্য আপনার কাছে প্রিয় নন, বরং এই প্রিয় হওয়ার পেছনে আছে তার গুরুত্বপূর্ণ একটা কারণ।

image
Source

*** তারা সকলের কাছে প্রিয় হবার কারণ হলো তাদের উজ্জ্বল ব্যক্তিত্ব। আর তাদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তাদের মত আপনিও হয়ে উঠতে পারেন সবার আকাঙ্ক্ষিত।***

তবে প্রথমে মনে রাখবেন, সবার আকাঙ্ক্ষিত হতে চাইলে আপনাকে হতে হবে একজন ভালো মানুষ।

তারপর আসবে অন্য সব দিক। আসুন নিজের ব্যক্তিত্বকে বিকাশ করতে কি করা যেতে পারে তা জেনে নেওয়া যাক খুব সহজেই।

1:-

নিজের একটি সুন্দর ও পৃথক ব্যক্তিত্ব তুলে ধরার চেষ্টা করুন। কারো অনুকরণ করে নয়, বরং সবাই যেন আপনাকে অনুসরণ করতে চায় সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন।

আর এই জন্য, আপনি যেমন আছেন তেমনই থাকার চেষ্টা করুন। জোর করে কোন কিছু নিজের ওপরে আরোপ করতে যাবেন না।

image
Source

2:-

যখন যে কাজটি করছেন তখন শুধু সেই কাজেই মনোযোগ দিন। অর্থাৎ কর্ম ক্ষেত্রে যখন আসেন তখন সেখানে মনোযোগ ধরে রাখো, আবার যখন পরিবার বা বন্ধু-বান্ধবের সাথে আছেন তখন তাদের সাথে সময় কাটান। এভাবেই আপনি নিজের শতভাগ ব্যবহার করতে পারবেন।

image
Source

3:-

মানুষ হিসাবে যে সম্মানটা আপনি অন্যদের কাছ থেকে আশা করেন, ঠিক তেমনি অন্যদেরকে সম্মান দিতে শিখুন। বড়দের করুন শ্রদ্ধা আর ছোটদের দিন স্নেহ।

image
Source

4:-

আপনার চাইতে নিজের পদের লোকেদের সাথে যথাযথ আদরের সাথেই কথা বলে। একজন ব্যক্তি রিক্সা চালায় বলে তাকে তুই করে বলতে হবে, বা বাসার কাজের মানুষটি আপনার থেকে বয়সে বড় হলেও কাজের মানুষ হয়েছে বিধায় তাকে অপমান করে কথা বলার অধিকার আপনি রাখেন না।

যিনি নিজের চাইতে ছোট পদের মানুষদের সাথে ভালো আচরণ করতে পারে না, তিনি কোনওদিনই একজন ভালো মানুষ হতে পারে না।

image
Source

5:-

অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন আপনার নিজের ব্যক্তিগত একটি জীবন আছে যেখানে অন্য লোকের হস্তক্ষেপ আপনার পছন্দ হবে না। যদি তাই হয় তবে অন্যের ব্যাপারে কেন নাক গলাতে যাবে?

6:-

সবসময়ই ফরমাল বা খুব দামি পোশাক পরে সেজেগুজে থাকলেই স্মার্টনেস আসবেনা, তবে একদম অপরিষ্কার থাকলে তো চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকার চেষ্টা করুন।

আপনার শরীরের দুর্গন্ধ যদি অন্য কারো সমস্যা হয় তবে তা তো আপনাকে a smart হিসেবে তুলে ধরবে না। পোশাক যেমনই হোক তা জেনে পরিপাটি আর পরিচ্ছন্ন হয় সেটাই খেয়াল রাখবে না।

image
Source

7:-

অপ্রয়োজনীয় ফালতু কথা বলবেন না এবং অন্যদেরকে বলতে উৎসাহিত করবে না। বেশি কথা বলায় স্মার্টনেস এর লক্ষণ নয়, বরং পরিস্থিতি মোতাবেক প্রয়োজনীয় কিন্তু জোরদার কথা বলুন।

অপ্রাসঙ্গিক কথা বা মন্তব্য জীবনের সব ক্ষেত্রেই আপনার ব্যক্তিত্বকে খাটো করে। এমনি কি লক্ষ্য করে দেখবেন যে একটি অপ্রসঙ্গিক ফেসবুক কমেন্ট পর্যন্ত আপনাকে কতোটা খেলে ও করে ফেলে অন্যের চোখে।

image
Source

8:-

সবকিছুই করলে পরামর্শ মতন, কিন্তু দিন শেষে যদি আপনার মাঝে নিজেকে নিয়ে যদি প্রশ্ন রয়ে যায়, তাহলে আর নিজেকে স্মার্ট হিসাবে তৈরি করবেন কিভাবে?

তাই অতি অবশ্যই নিজের উপর বিশ্বাস আনুন। আপনি আত্মবিশ্বাসী না হলে তো অন্য রং তো আপনার প্রতি আস্থা আনতে পারবে না, তাই না? আত্মবিশ্বাসী মানুষেরই আলাদা একটি ব্যক্তিত্বের ছটা থাকে।

image
Source

9:-

নিজে নিজেকে দেখতে পান দেখাতে গিয়ে আবার অতিরিক্ত ভাবা মুখ দেখাতে যাবেন না যেন। অতিরিক্ত ভাব দেখালে কেউ স্মার্ট হয়ে যায় না, বড় স্মার্টনেস কমিয়ে দেয় আপনার আলগা eivabe।

10:-

চেষ্টা করুন সুন্দর করে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দর করে গুছিয়ে কথা বললে যে কেউ আপনার কথার মূল্য দিতে বাধ্য। সেই সাথে ঘরের বাইরে এড়িয়ে চলুন আঞ্চলিক তাকে।

কথা বলার সময় সরল সহজ ভাবে কথা বলুন, পাকা কথা বা অতিরিক্ত জটিল কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চাইলে বোকা বনে যাবার সম্ভাবনা বেশি। আর অবশ্যই সকলকে সম্মান দিয়ে কথা বলুন।

image
Source

* উপরে যে কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভাল লাগবে যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পোস্টটিকে কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে আরো সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।*

adsactly discord link....

image

Join discord link

image

Information text

Sort:  

Un-voted

You got a 6.19% upvote from @upmewhale courtesy of @mamun123456!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

your post has been selected for the curation lounge presentation. Be present on steem tuner voice at Thursday 10 pm Bangladesh time.

yes well done brother. good inspiration

Thanks brother

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70753.86
ETH 3589.34
USDT 1.00
SBD 4.75