গভীর সেই কুপের কাহিনী

in #story5 years ago

গভীর সেই কুপের কাহিনী 

আমাদের গ্রামে একটি কুপ ছিল এই কুপের গল্প আমার দাদুদের কাছ থেকে অনেক শুনেছি  । কুপের ঘটনা শুনে অনেকটা অবাক হওয়ার মত , আমি অনেক সময় বিশ্বাস করতাম আবার বিশ্বাস করতাম না । আসলো যা সুন্তাম টা বিশ্বাস করার মত নই । দাদুরা বলত । আমাদের গ্রামে যখন খানাপিনার অনুষ্ঠান করা হত তখন যত হাঁড়িপাতিল লাগে সব কিছু ঐ কুপের পাশে সন্ধাই বলে আসলে সকালে সব কিছু ঐ কুপের পাশে পাওয়া যেত । বিশেষ করে আমাদের গ্রামের সকলেই এই কাজের সাথে জড়িত । সকলেই এইখান থেকে অনুষ্ঠান করার জন্য যত কিছু লাগে সব কিছু সংগ্রহ করতো ,আবার কাজ শেষ হলে হাঁড়িপাতিল সব কিছু পরিষ্কার করে রেখে আসতে হত । এই কাজের জন্য সবাই ভাবতো ঐ কুপে কিছু না কিছু আছে যা মানুষের মঙ্গল করার জন্য আছে । কিন্তু ঐখানে কি ছিল আজও কেউ জানতে পারিনি । এই জন্য গ্রামবাসী সকলেই ঐ কূপকে অনেক স্রধার দৃষ্টিতে দেখত । ঐ খানে সকলে পরিষ্কার করে রাখত । 

আবার গ্রামের যারা অসহাই দারিদ্র মানুষ ছিল ওদের মেয়ে বিয়া দেওয়ার জন্য ঐখানে সাহায্য চাইলে কিছু স্বর্ণের আলঙ্কার রেখে যেত , এটা সুদু গরিবের জন্য সাহায্য করতো । এতে করে আমাদের গ্রামের অসহাই মানুষ গুলো অনেক ক্ষেত্রে সাহায্য পাইছিল । যেকোনো বিষয় এই কুপের কাছে সাহায্য কথা বললে কিছু না কিছু অর্থ সে পাইত ।

image source

একবার আমাদের গ্রামের এক বদজাত বেটি অনুস্থানের জন্য হাঁড়িপাতিল নিয়াছিল কিন্তু ওর ভিতরের একটি বাটি তার খুব পছন্দ হইছিল সে একটি বাটি দিয়াছিল না । এই বাটি না দেওয়ার জন্য পরের বার থেকে ওইখান থেকে আর কোন সাহায্য পাওয়া যাইনি । এর কারনে গ্রামের সকলেই অনেক ক্ষমা চাইছিল ঐ কুপের কাছে কিন্তু কোন কাজ হইনি । 

কিন্তু গ্রামের সকলেই ঐ বেটিকে অনেক শাস্তি দিয়াছিল এবং বাটি ও ফিরত দিয়াছিল , কিন্তু তাতেও কাজ হইনি । এর পর থেকে ঐ কুপটি আসতে আসতে ভরাট হতে শুরু করল । এখন আর ঐ কুপটি নাই সব কিছু মিসে গেছে । 

এই ঘটনাটি আজিব হলেও সত্যি ছিল আমার দাদুদের কাছ থেকে অনেক বার শুনেছি। সবাই কে অনেক অনেক ধন্যবাদ 

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 65012.58
ETH 3101.28
USDT 1.00
SBD 3.86