Travel Photography-001

in #writing6 years ago

travil.png

IMG_8657.JPG

                                    " This is seen in the look out
                                                       Just two feet from the house
                                  On top of a rice stem
                                                               A dew point "

                                        “ দেখা হয় নাই চক্ষু মেলিয়া
                                                            ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
                                  একটি ধানের শিষের উপরে
                                                        একটি শিশিরবিন্দু । "

IMG_8865.JPG

Mind-loving people take time to travel during busy times. We all like to travel around. At least 2/3 times of the year were visited. Normally we go with friends or family. But have you ever been alone? Just with yourself? Nah will not answer in most cases. Because I'm afraid to go alone. We do not want to start a car from the car, eat and drink. We love to roam all over others. But I never thought I would go, just with myself. Where you walk alone, you will decide all that, whatever the mind wants.

মন প্রিয় মানুষরা ব্যাস্ত সময়ের মাঝেও ভ্রমনের জন্য সময় বের করে নেয়। আমরা সবাই কমবেশি ঘুরতে পছন্দ করি । বছরের অন্তত ২/৩ বারতো যাওয়া হয়। সাধারণত আমরা বন্ধুদের সাথে বা পরিবারের সাথেই যাই। কিন্তু একা কি কখনো গেছেন ? শুধু নিজের সাথে ? নাহ বেশীরভাগ ক্ষেত্রে উত্তর না হবে। কারন আমার ভয় পাই একা চলতে । আমরা চাইনা হোটেল থেকে শুরু করে গাড়ি, খাওয়া- দাওয়া ঝামেলা নিতে । আরেকজনের উপর সব চাপিয়ে দিয়ে ঘুরতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু কখনো কি মনে হয়নি একবার যাই , শুধু নিজের সাথে । যেখানে আপনি শুধু একাই হাঁটবেন , একাই সব সিধান্ত নেবেন , যা মন চায় তাই করবেন ।

IMG_8900.JPG

There are some issues that you must know before going. Because you will go alone, you will not have the right to advise you there. Do not Know Some Travel Tips / Information

Take the bag one. Do not wear suitcase type, back packer or back hanging bag. It will be useful for your movement. The back packer will be available in New Market, price is between 1200-2000. Hanging bag in the bag. In this bag, you can take 15/18 days of clothes and take the necessary things.
It is also good to keep copies of important papers, including passports when going abroad.
You can take more money than the travel budget. Where you get money when you get money outside the country? So, take more than that.
Get information about where you have decided to go. If you do not get information, you can get in danger.
Learn how to use Google Map. If you know how to use it well then you are less likely to lose!

কিছু কিছু ব্যাপার আছে, যা আপনাকে যাওয়ার আগে অবশ্যই জানতে হবে । কারন আপনি একা যাবেন, ওখানে আপনাকে পরামর্শ দেবার মতো কাওকে পাবেন না । জেনে নেই একা ভ্রমনের কিছু পরামর্শ/ তথ্যঃ

ব্যাগ একটাই নেবেন । সুটকেস টাইপের না, ব্যাক পেকার বা পেছনে ঝুলন্ত ব্যাগ নিবেন । এতে আপনার চলাচলে সুবিধা হবে । ব্যাক পেকার নিউ মার্কেটে পাবেন ,দাম ১২০০-২০০০ টাকার মধ্যে ।ইহায় ঝুলন্ত ব্যাগ । এই ব্যাগে ১৫/১৮ দিনের কাপড় আর প্রয়োজনীয় জিনিশ নিতে পারবেন।
দেশের বাইরে গেলে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ পেপার কপি করে রাখা ভালো ।
ভ্রমনের যা বাজেট করেছেন তার থেকে আর বেশি টাকা নিয়ে যাবেন । দেশের বাইরে আপনার টাকা শেষ হয়ে গেলে টাকা পাবেন কোথায় ? তাই বেশি করে নিয়ে যাবেন ।
যেখানে যাবেন ঠিক করেছেনে, তার সম্পর্কে তথ্য জোগাড় করুন । তথ্য না নিয়ে গেলে বিপদে পড়তে পারেন।
গুগল ম্যাপ ব্যাবহার করা শিখুন । এটা ভালোভাবে ব্যাবহার করতে জানলে আপনার হারিয়ে যাবার সম্ভাবনা কম !

IMG_8875.JPG

Traveling alone will become a big discretion of you. Many stories will be collected in a lot of stories, which you can hear your grandchildren. Walk on your own after independence, use your freedom. Traveling alone is important for self-confidence. At least once in life should go on a journey alone. Keep in mind that those who are obstructing are actually frightened, they do not have the courage to go alone.

একা ভ্রমন আপনার অনেক বড় একটি অবিজ্ঞতা হয়ে থাকবে। অনেক গল্প , অনেক সৃতি জমা হবে যা আপনি আপনার নাতি -নাতনিকে শুনাতে পারবেন । পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেই হাঁটুন , নিজের স্বাধীনতাকে কাজে লাগান। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একা ভ্রমন অনেক জরুরী । জীবনে অন্তত একবার একা ভ্রমনে যাওয়া উচিৎ। মনে রাখবেন যারা বাধা দিবে তার আসলে ভীতু , একা যাওয়ার সাহস তাদের নেই।

IMG_8867.JPG

Sort:  

This post has received a 0.09 % upvote from @drotto thanks to: @rasidulislam0433.

You got a 6.40% upvote from @redlambo courtesy of @rasidulislam0433! Make sure to use tag #redlambo to be considered for the curation post!

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.034
BTC 66004.40
ETH 3243.40
USDT 1.00
SBD 4.19