এবিবি ফান প্রশ্ন- ৩৫২| কখনো ছোট ভাইবোনদের আবদার পূরণ না করাতে কেমন বিপদে পরেছিলেন?

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কখনো ছোট ভাইবোনদের আবদার পূরণ না করাতে কেমন বিপদে পরেছিলেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো এই বিপদে ডেইলি পরি।বাসার ঢুকার সময় হলেই বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকে!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 25 days ago 

আজ থেকে ১১ বছর আগের কথা, আমার বোন একবার আমাকে বলেছিল যে সে তান্দুরি চিকেন খাবে। আমি স্কুল থেকে ফেরার পথে আনতে ভুলে গেছিলাম। পরে প্রতিশোধ স্বরূপ সে আমার সাথে যা করেছিল, সেটা এখনো মাঝেমধ্যে মনে পড়ে। আমি একদিন দুপুরে খেয়েদেয়ে ঘুমিয়ে রয়েছি, এমন সময় আমার বোন রুমে আসলো এবং আমার সারা মুখে ফিক্সড মার্কার পেন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করল। এরপর মেয়েদের যত মেকআপ আছে সবগুলো আমাকে করিয়ে, মেয়েদের মত সুন্দর করে চুলটাও বেঁধে দিল। আমি তো ঘুম থেকে উঠে আয়নার সামনে যেতেই চমকে উঠলাম। প্রথমে মনে হচ্ছিল, আয়নার সামনে কোন ভূত দাঁড়িয়ে আছে! যাইহোক, এরপর সাবান দিয়ে মেকআপ টা তো ধুয়ে ফেললাম তবে ফিক্সড মার্কার এতটাই ফিক্সড হয়ে গেছিল, সেটা আর উঠাতে পারলাম না সেদিন। এরপর থেকে বোন কোন কিছু চাওয়ার আগেই এনে দেই।

 26 days ago 

আমি একবার নানির বাড়িতে যাওয়ার জন্য আমার কাপড় চোপড় ধুয়ে রোদের মধ্যে শুকাতে দিয়েছে, তখন ছোটভাই বায়না ধরলো সেও আমার সাথে নানি বাড়ি যাবে। আমি তাকে সাথে নিতে নিষেধ করেছিলাম, এই জন্য সে রাগ করে আমার রোদে শুকাতে দেওয়া কাপড় গুলো মাটিত ফেলে,সে গুলো দিয়ে মিনি ফুটবল খেলেছিল,হা হা হা।😂😂

 26 days ago 

আপনার ভাই তো দেখি দারুন প্রতিশোধ নিয়েছে। শেষে কিনা জামা কাপড় গুলো ফুটবল বানিয়ে ফেললো।🤣🤣

 26 days ago 

কখনো ছোট ভাইবোনদের আবদার পূরণ না করাতে কেমন বিপদে পরেছিলেন?

আমি স্কুলের বিদায় অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য একবার বাটা শোরুম থেকে বাটা জুতা কিনেছিলাম। আমার ছোট বোনেরও সেই জুতা পছন্দ হয়।সে আবদার করে যে তাকেও যেন এরকম একজুরা জুতা কিনে দেয়। আমি বলেছিলাম এরকম তোমার পায়ের হবে না। তোমাকে সুন্দর ফুলের জুতা কিনে দেব। ঐরকম জুতা কিনে দেইনি বলে,আমার জুতাগুলো দা দিয়ে কেটে ফেলেছে। আর বিদায় অনুষ্ঠানে পরে যাওয়ার সেই বোরকাটি আম্মুর কাপর কাটার কেচি দিয়ে কেটে ফেলেছে। তাছাড়াও অনেক আবদার যদি পূরণ না করতে পেরেছি। তাহলে আমার কসমেটিক্স বক্সের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে। জীবনে শান্তি হারাম করে দেওয়ার জন্য এরকম একটি ছোট বোন যথেষ্ট।

 26 days ago 

এখন পর্যন্ত কোনো বিপদ আপদে পরেনি। তবে একবার বড়ই চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছিলাম! ছোট ভাইয়ের জন্য বড়ই পারতে গিয়ে দৌড়ানি খেলাম 😂। মনে পড়লে এখনও হাসি পায়।

 26 days ago 

কখনো ছোট ভাইবোনদের আবদার পূরণ না করাতে কেমন বিপদে পরেছিলেন?

আমার ছোট ভাই একবার আমাকে বলেছিল বাজার থেকে আসার সময় কোন আইসক্রিম নিয়ে আসতে। কিন্তু আমি ভুলবশত নিয়ে আনতে ভুলে গেছিলাম বাড়িতে আসার পরে আমাকে বাড়িতে ঢুকতে দিয়েছিল না পরে আমি আবার সেখান থেকে ঘুরে বাজারে গিয়ে কোন আইসক্রিম নিয়ে এসেছিলাম।

 24 days ago 

সবারই দেখছি ছোট ভাই-বোন রয়েছে।কিন্তু আমার বাড়িতে আমিই ছোট তাই অবদারটাও আমিই করি।কিন্তু এখন আমাদের বাড়িতে তিনটি ভাই-বোন রয়েছে।তারা হল-আমার বাড়ির পোষ্য বিড়াল।যখন বাড়ি থেকে বের হই পিছে পিছে এগিয়ে দেয় পথের গেট অবধি, আবার বাড়ি আসার পর সবাই এসে মাউ মাউ করে পায়ে লেজ বুলাতে শুরু করবে নাহলে মাথা দিয়ে গুতা দেবে।যতক্ষণ না আমার ঝুলি থেকে খাবার বের হচ্ছে।

 26 days ago 

কখনো ছোট ভাইবোনদের আবদার পূরণ না করাতে কেমন বিপদে পরেছিলেন?

বিপদ মানে কি এর আগে একদিন মহাবিপদে পড়েছিলাম হাত আর পা ধরে এমন চেঁচানোর চেঁচানো তারপর থেকে আর ভুল করি না আবদার পূরণ করতে।

 26 days ago 

তাদের কান্না আমাদেরকে ঘায়েল করে দেয়। আর সেই কান্না তো একেবারেই থামতে চায় না। শেষে বাধ্য হয়ে সব আবদার পূরণ করতে হয়।

 25 days ago 

হুম আপু সঠিক বলেছেন।

 27 days ago 

মানুষ জনের সামনে অনেক কান্না করে,যেটা চাইবে দিতেই হবে,নাহলে আবার হুমকি দেয় তুমি যে রাতে একটা মেয়ের সাথে কথা বলছিলা আম্মুকে বলে দিব কিন্তু তখন কিনে দিতে হয় 🥹

 27 days ago 

ছোট ভাই একটা আবদার করেছিল তবে ব্যস্ততার কারণে জিনিস টা কিনতে ভুলে গিয়েছিলাম। আমার ছোট ভাই একদিন আমার সাথে কথা বলেছিল না। তবে তার পর থেকে আর কোন আবদার অপূর্ণ রাখিনি। মজার বিষয় তার সব আবদার পূরণ করি স্টিমের টাকায়।

 26 days ago 

ছোট ভাই তো দেখছি তাহলে বেশ অভিমান করেছিল। আসলে তাদের অভিমান অনেক বেশি। আর বড়দের প্রতি তাদের প্রত্যাশা অনেক বেশি।

 26 days ago 

ঈদ আসলে ছোট ভাইদের আবদারের যেন শেষ থাকে না। ড্রেসাপ থেকে শুরু করে টাকার এমাউন্টটা পর্যন্ত ঘোষণা করে দেয়। এর কমতি হলে ঈদে যাবে না। যতটুকু সম্ভব পূরণ করেছিলাম। সময়ের প্রেক্ষাপটে এখন আর কোন ধরনের আবদার নেই বরং এখন আমার জন্যই নিয়ে দেওয়ার চেষ্টা করে। ❤️

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.030
BTC 69388.95
ETH 3663.44
USDT 1.00
SBD 3.28