লেখালেখি করতে পারাটা একটি আর্ট

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকাল বিভিন্ন পেশায় মানুষ নিয়োজিত। অর্থাৎ নিজেদের পেট চালানোর জন্য বলি কিংবা সমাজে টিকে থাকার জন্য, যাই বলি না কেনো অর্থাৎ জীবনধারণের জন্য মানুষ বিভিন্ন পেশায় কাজ করছে। কিন্তু কিছু কিছু পেশা রয়েছে যেই পেশাগুলো খুব সম্মানের হওয়া সত্ত্বেও মানুষ খুব অপমান করে কিংবা ছোট করে কথা বলে। ঠিক তেমন একটা পেশা হলো লেখালেখি করা।

কারণ কিছু মানুষ এটা একেবারে ধরেই নিয়েছে যে লেখালেখি তো যে কেউ করতে পারে। অর্থাৎ একটা কলম আর খাতা থাকলে যে কেউ কবি কিংবা লেখক হয়ে যেতে পারে। লেখালেখি করা কি আর এমন বড় বিষয়?

কিন্তু ওই মানুষগুলো কখনোই হয়তো জানতে পারবে না যে, লেখালেখি করা একটা আর্ট। সবাই লেখালেখি করতে পারে না। মনের কথাগুলোকে ছন্দ আকারে কিংবা গল্প আকারে সবাই কখনো ই উপস্থাপন করতে পারে। যখন তার কল্পনাশক্তি এবং লেখালেখির হাতটা খুব ভালো হয়,শুধু তখন পারে।
Sort:  
 27 days ago 

অবশ্যই আর্ট আমি এটা বিশ্বাস করি। একটা মানুষ ইচ্ছা করলেই কিন্তু লেখালেখি করতে পারে না। লেখালেখি করার জন্য অনেকের জ্ঞান প্রয়োজন। যে কনটেন্টি লিখব সেই কনটেন্ট এর ওপর অভিজ্ঞতা, জ্ঞান প্রয়োজন। প্রতিটা মানুষ নিজ নিজ পেশায় সম্মানিত কিন্তু আমরা নিচু পেশার মানুষকে সম্মান দিতে জানে না। এই যে আমরা এখানে ব্লগিং করি। মানুষ আমাদের সম্মান দেয় না কিন্তু আমাদের জায়গায় কিন্তু আমরা ঠিক আছি। একটা সরকারি বা কোম্পানিতে চাকরি করতে গেলে ২০ থেকে ৩০ হাজার পায়, আমরা কিন্তু লেখালেখি করে অনায়াসে এই টাকাটা ইনকাম করতে পারি। যাইহোক প্রতিটা পেশাকে আমাদের সম্মান করতে হবে।

 27 days ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যে ব্যক্তি সুন্দরভাবে তার কল্পনা শক্তি দিয়ে মনের মধ্যে ভালো কিছু তৈরি করতে পারবে একমাত্র সেই ব্যক্তি খুবই সুন্দর ভাবে লেখালেখি করতে সক্ষম হয়। এক কথায় চিন্তাশক্তি যার উত্তম একমাত্র তার দ্বারা লেখালেখি করাটা সহজ হয়ে যায়।

 27 days ago 

এটা ঠিক বলেছেন লেখালেখি করতে পারাটাও একটি আর্ট। কারণ লেখালেখি করে নিজের মনের ভাব প্রকাশ করতে সবাই কিন্তু পারে না।আর পারলেও খুব ভালো হয় না। তবে লেগে থাকলে একসময় শিখে ফেলা যায়।

 27 days ago 

এ কথাটা ঠিক যে লেখালেখি করাটা আসলেই একটা আর্ট। কারণ মানুষের কথাগুলো ছন্দের মাধ্যমে প্রকাশ করলে এগুলো পড়তে এবং শুনতে দুটোই অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর একটা টপিকের উপর পোস্ট করেছেন পোস্টটা পড়ে সত্যিই খুব ভালো লাগলো।

 26 days ago 

অবশ্যই লেখালেখি করতে পারাটা একটি আর্ট। এটা সবাইকে স্বীকার করতে হবে। আর যারা স্বীকার করে না,তারা বোকার স্বর্গে বসবাস করছে। লেখালেখি করাটা যদি এতো সহজ হতো,তাহলে কবি এবং লেখকের ছড়াছড়ি থাকতো। মূলত যারা মূর্খ, তারাই এসব ভাবে। তাছাড়া প্রতিটি পেশা সম্মানজনক। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

জি আমি নিজেও মনে করি লেখালেখি একটি শিল্প। মানুষ চাইলে খাতা কলম অনেক কিছু লিখতে পারে।চাইলেই গল্প, কবিতা লিখতে পারে। তবে কথা হচ্ছে সবাই তো আর সঠিক নিয়মে বা সঠিকভাবে লিখতে পারে না। কিছু কিছু লোক আছে কথায় এত এক্সপার্ট সে কথা বলে মনে হয় মুক্ত ঝরে। কিছু কিছু লোক আছে লেখায় এত এক্সপার্ট যে লিখতে গেলে খুব সুন্দর করে গুছিয়ে লেখে। আর যারা এ ধরনের ক্রিয়েটিভিটির অধিকারী তাদের দ্বারাই আসলে ভালো কিছু করা সম্ভব। যাইহোক সর্বোপরি যারা ভালো লিখতে পারে তারা অবশ্যই ভালো সম্মানের যোগ্য এবং এটি একটি বড় শিল্প, যেটা সবার দ্বারা সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.69
ETH 3790.48
USDT 1.00
SBD 3.50