আবেগের কবিতা || ফিরে আসেনি সে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ15 days ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে যেভাবে গরম তার পুরনো রূপ দেখানোর চেষ্টা করছে তাতে হয়তো সুস্থতা খুব বেশী সময়ের জন্য ধরে রাখতে পারবো না। গতকাল রাতে বেশ গরম পড়েছিলো এবং রাতে ঘুমাতে বেশ বেগ পেতে হয়েছিলো। যদিও রাতে গোসল করেছিলাম কিন্তু তাতে কি? অল্প কিছু সময় পরই গোসলের শীতলতা হারিয়েছে উষ্ণতার নির্মম আধাঁরে। সুতরাং চেষ্টায় যেমন বেগ হতে হচ্ছে ঠিক তেমনি সুস্থতা ধরে রাখতেও বেশ কষ্ট হচ্ছে। তবে একটু চেষ্টা করছি, সব কিছুকে পেছনে রেখে ছোট্ট একটা ট্যুর দিতে, দেখা যাক সফল হই কিনা?

তবে সফলতা কিংবা ব্যর্থতা যাই থাকুক ফলাফলের শেষে, জীবনকে গতিশীল রাখতে হলে এমন প্রচেষ্টায় থাকতে হবে নিয়মিত লেগে, আর আমি এটা ভিষণভাবে বিশ্বাস করি। তাইতো হতাশার চাঁদর যখন হৃদয়কে আবৃত করে রাখে, পূর্ণিমার আলোর মতো কারো বিমল আলোর ছায়ায় নিজেকে নতুন করে খোঁজে পাওয়ার প্রচেষ্টায় চঞ্চল হই, ভালোবাসার বিমল মুগ্ধতায় হৃদয়কে ফের চঞ্চলতায় সাজাই। আবার হারিয়ে যাওয়া আলোর সেই মোহে নিজেকে অন্ধকারে লুকাই, ফিরে আসার অপেক্ষায় নতুনভাবে ভোরগুলো ভালোবাসার রঙে সাজাই। ভালোবাসার মিষ্টি আবেগ হৃদয়কে যেমন সাজায়, হতাশার নির্মম ভাবনাগুলো তেমনি অন্ধকারে হারায়, চলুন তেমন অনুভূতির একটা কবিতা পড়ি-

landscape-5376676_1280.png

পূর্ণিমার আলোর জোসনায়
হেঁটেছিলাম তোমার পিছু,
মুগ্ধতার বিমল ব্যকুলতায়
হয়নি বলা তোমায় কিছু।

তোমার পাশে পেয়েছি মুগ্ধতা
খুঁজিনি কভু আবেগের ভিন্নতা,
তুমি ছিলে বিমল ভালোবাসা
হৃদয়ে জাগ্রত কল্পনার চঞ্চলতা।

তুমি জোসনার মতো বিমল
হৃদয় করেছিলো আলোকিত,
মনের সীমানায় থাকতে ভেসে
রঙিন রংধনুর মতো।

রঙিন ছিলো স্বপ্নগুলো মোর
তোমার রঙিন হাসির মতো,
উজ্জ্বল ছিলো সময়গুলো মোর
তোমার ছন্দময় বাক্যের মতো।

তোমায় হারিয়ে ডুবেছি হতাশায়
অস্থিরতা ফিরে আসতো রোজ,
তোমায় ভোলার নির্মম প্রচেষ্টায়
যন্ত্রনায় দেখিনি কত ভোর।

তুমি ফিরে আসোনি তবু
ফিরেছে হৃদয়ে নিরাশার রাত,
জোসনার আলো ফিরেনি আকাশে
ফিরেছে অন্ধকারাবৃত নীরব চাঁদ।

Image taken from Pixabay 1

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 15 days ago 

আসলে ভাই গরম আবারো পড়তে শুরু করেছে। এবং প্রচন্ড গরমে কালকে আমিও ঘুমাতে পারিনি। রাতে আপনার মত আমিও গোসল দিয়েছিলাম। যাইহোক সফলতা আর ব্যর্থতা পরিশেষে আমাদের প্রচেষ্টা থাকতেই হবে, আর প্রচেষ্টার কারণেই যেন সফলতা অর্জন করা যায়। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখলেন, আর এই কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। পড়ে খুবই ভালো লাগলো।

 15 days ago 

শুধু পড়ছে না ভাই বেশ জ্বালাতনও শুরু করে দিয়েছি, গরমের কারনে আজকের দিনটা বেশ কষ্টে কাটছে। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

ঠিকই বলেছেন ভাইয়া যে পরিমাণ গরম পরেছে সুস্থ থাকা আসলেই বেশ কষ্টকর। সকাল থেকেই আমরা শরীরটা বেশ খারাপ যাচ্ছে। তারপরও চেষ্টা করছি সবকিছু চালিয়ে যাওয়ার। কিন্তু আপনার কবিতাটি কি ভাবি দেখেছে? কার পিছু নিয়েছিলেন কিন্তু মনের কথা বলতে পারলেন না? যাই হোক কবিতাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বরাবরের মত।

 15 days ago 

বেশ অসহ্য লাগছে আজকের গরম, অফিসে থাকলে তাও একটু আরামে থাকি কিন্তু বাড়িতে অস্থির হয়ে যাই। ধন্যবাদ

 15 days ago 

জীবনের শুরুটাই গতিশিল দিয়ে আজ অবদি চলেছে। আর জীবন কে ঠিক ভাবে গতিশিল রাখাই কাজ।
সঠিক বলেছেন ভাইয়া যে হারে গরম পরছে কিযে হয় কতো সময় যে সুস্থ থাকা যায় কে জানে।সুন্দর ছিলো কবিতা টা ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 15 days ago 

গতিশীল জীবনে থাকে না হতাশার কালো, প্রচেষ্টার সাথে জীবনে ফিরে আসে আলো। ধন্যবাদ ভাই

 15 days ago 

আপনার প্রথম লাইনটা পড়েই কিছুক্ষণ হাসলাম ভাইয়া। সত্যিই গরম তার পুরনো রূপে ফিরে এসেছে। গত দুইদিন ধরে আবারো অনেক বেশি গরম পড়ছে। তবে আপনি দেখছি রাতে গোসল করেও শান্তিতে থাকতে পারছেন না। তবে আপনার ট্যুরে যাওয়ার প্ল্যান সফলতা পাক এটাই কামনা। সেই সাথে আপনার আজকের কবিতাটাও বেশ ভালো লেগেছে। সত্যি ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য আবারো নতুন করে সাজানোর চেষ্টা করি আমরা। কবিতা প্রত্যেকটা লাইন পড়ে যেন হারিয়ে যাচ্ছিলাম।।

 15 days ago 

হুম, সব সময় সব কিছুর রূপ কিন্তু আমাদের ভালো লাগে না, মাঝে মাঝে প্রকৃতির মতো কিছু রূপ আমাদের ভয়ও লাগে, হি হি হি।

 15 days ago 

বাহ্ ভাইয়া দারুন কবিতা লেখেন তো আপনি। আপনার কবিতার প্রতিটি লাইন বেশ দারুন ছিল।বিশেষ করে নিচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

ঙিন ছিলো স্বপ্নগুলো মোর
তোমার রঙিন হাসির মতো,
উজ্জ্বল ছিলো সময়গুলো মোর
তোমার ছন্দময় বাক্যের মতো।

 15 days ago 

হুম, দারুণ হয় কিনা জানি না তবে আমার ব্লগের আসার পর চেষ্টা করার সাহস পেয়েছি দাদার উৎসাহ পেয়ে। ধন্যবাদ

 15 days ago 

আপনার লেখা কবিতা গুলোর মধ্যে অন্যরকম একটি আর্ট রয়েছে,বিশেষ করে আবেগের কবিতা গুলো। আমি বেশ কিছু দিন ধরে জানতে পেরেছি, কমিউনিটির অনেক সদস্য আপনার মাধ্যমেই কবিতা লিখতে শিখেছে। আপনি আজকে বেশ দারুন একটি আবেগের কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো আমার পড়তে বেশ ভালোই লাগে। আপনি কবিতার লাইন গুলো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেন সব সময়।

 15 days ago 

কবিতার মুল উপজীব্য বিষয়ই হলো আবেগ, আবেগ ছাড়া কবিতা কল্পনাই করা যায় না, ধন্যবাদ।

 15 days ago 

সবকিছুর উর্ব্ধে জীবনকে গতিশীল রাখতে হবে।জীবন জীবনের মতোই চলে।আর আমরা ও ছুটে চলি জীবনের সেই সুখের মোহে।ফ্রেসনেসের জন্য ঘোরাঘুরি একটা ভালো বিষয়। আশাকরি সময় সুযোগ মিলিয়ে সময়টাকে উপভোগ করবেন। আজকের কবিতাটি আলাদা রকমের ভালো লাগা ছিল।কবিতাটি ভালো লেগেছে আমার প্রতিটি লাইন।আসলে যে চলে যায় সে আর ফিরে আসে না।তবুও আমরা অপেক্ষায় বসে থাকি, হয়ত সে আসবে ফিরে।

 15 days ago 

হ্যা, এটাই আসল কথা যদি গতিশীলতা ধরে রাখতে না পারি তাহলে জীবনের সবই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ধন্যবাদ

 15 days ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া কবিতার প্রতিটা ভাষা খুব সন্দেহ ময় ছিল। আপনার অনু কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে
তোমায় পাশে পেয়েছি মুগ্ধতা।
খুজিনি কভু আবেগের ভিন্নতা
তুমি ছিলে বিমল ভালোবাসা
হৃদয়ে জাগ্রত কল্পনার চঞ্চলতা। এই লাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

আপু অনু কবিতা না এটা ফুল কবিতা, মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা শেয়ার করার জন্য। আজকে আপনার শেয়ার করা কবিতাটি ছিল ফিরে আসেনি সে। কবিতাটি খুবই আবেগ দিয়ে লিখেছেন দেখে মনে হচ্ছে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া নতুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করে দেখার এবং পড়ার সুযোগ করে দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65