রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ২৪

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


চলে এলাম আপনাদের মাঝে আমার তোলা আরো কিছু ছবি নিয়ে। ছবি তুলতে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে এখন আমার কাছে বেশ ভালোই লাগে। যদিও একটা সময় ছিলো যখন আমি ছবি তুলতে খুব একটা পছন্দ করতাম না। অবশ্য সেটা নিজের ছবি। তবে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলতে আমার ভেতর বরাবরই একটা আগ্রহ কাজ করতো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240403_113528.jpg

এই ছবিটি তুলেছিলাম আমাদের শহরের পৌরসভার ভেতর থেকে। পৌরসভা বিল্ডিংয়ের সামনেই চমৎকার একটি ফুলের বাগান রয়েছে। সেই বাগানে নানা রকমের ফুল ফুটে থাকে। যদিও বর্তমানে ফুলের পরিমাণ কিছুটা কম দেখেছি। তবে এই বাগানটা সবাই বেশ পছন্দ করে। শহরের লোকজন যখন এর আশপাশ দিয়ে যাতায়াত করে যখন তারা বেশ আগ্রহ নিয়ে বাগানটা দেখে। পৌরসভার লোকজন আর কোন কাজ করুক না করুক তারা এই বাগানটার যত্ন নেয়।

IMG_20240403_114551.jpg

এই ছবিতে তুলেছিলাম গতকাল নিউমার্কেটের ভেতর থেকে। ছবিটা দেখে বুঝতে পারছেন ঈদের কেনাকাটা রীতিমতো জমে উঠেছে। লোকজনের ভিড়ে মার্কেটে পা রাখা দায় হয়ে পড়েছে। ঈদের আর মাত্র অল্প কয়েকদিন বাকি। যার ফলে সবাই তাদেরকে কেনাকাটা সেরে নিতে চাচ্ছে। যদিও এবার মার্কেটে কাপড় চোপড়ের দাম আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে। কিন্তু তারপরও মানুষ থেমে নেই। তারা সবাই সবার সাধ্যমতো কাপড়চোপড় কেনাকাটা করছে।

IMG_20240403_122229.jpg

ছবিটাতে আপনারা একটি আম গাছ দেখতে পাচ্ছেন। আম গাছে ছোট ছোট কিছু আমও ধরে রয়েছে। তবে পরিমাণ খুবই কম। এই বছর আমাদের শহরের গাছগুলোতে আমের পরিমাণ দেখেছি খুবই কম। অন্যান্য বার এই সমস্ত গাছে প্রচুর আমের ধরে থাকতে দেখা যায়। তবে এবার মনে হচ্ছে আমের ফলন আমাদের এদিকে কম হবে। তবে আমাদের দিকে কম হলেও খুব একটা চিন্তা নেই। কিন্তুু যদি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমের ফলন কম হয় তাহলে এবার বাংলাদেশের মানুষকে আম উচ্চ মূল্যে কিনে খেতে হবে।

IMG_20240402_174658.jpg

এটি আমাদের শহরের ভেতরে অবস্থিত একটি লেক। এই লেকটি শহরের মানুষজনের কাছে বেশ পছন্দের। এই লেকের অবস্থান শহরের একেবারে মাঝামাঝি জায়গায়। যার ফলে বিকাল বেলায় এই লেকের চারপাশ দিয়ে প্রচুর মানুষ আসে সময় কাটাতে। লেকের অপর পারে গড়ে উঠেছে নানা রকমের স্ট্রিট ফুডের দোকান। যার ফলে শুধু সৌন্দর্য পিপাসুরা না। ভোজন রসিকরাও বিকালে বা সন্ধ্যার পরে এখানটাতে এসে ভিড় জমায়। আমার দীর্ঘদিন হোলো ওদিক টাতে যাওয়া হয় না। একদিন সন্ধ্যার পরে গিয়ে সেখানকার অবস্থা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---


ধন্যবাদ

Sort:  
 14 days ago 

ওয়াও ! ভাইয়াআপনাদের পৌরসভাটি তো দেখছি একদম পার্কের মত। এটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এমনিতে আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি কারণ ফটোগ্রাফি পোস্ট আমার সবচেয়ে ফেভারিট একটি পোস্ট। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো।

 14 days ago 

মার্কেটের মধ্য থেকে বাইরের পরিবেশ থেকে খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার সব ফটোগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার ফটো ধারণ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 67859.32
ETH 3799.86
USDT 1.00
SBD 3.67