ন-পাড়া উদয়ন সংঘের পুজো মন্ডপ

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি দশমীর দিন দেখা কিছু মণ্ডপের ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


আমরা পঞ্চমী থেকে পুজোর ঠাকুর দেখা শুরু করেছিলাম ।কিন্তু আমাদের কলকাতায় দশমীতে ঠাকুর বিসর্জন হলেও ঠাকুর দেখা কিন্তু কমে যায় না। তাই দশমীর দিনও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ।আর সেটা খুব কাছাকাছি জায়গায় দেখতে গিয়েছিলাম।

তারই মধ্যে একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে বরানগর। বরানগরে ছোটো ছোটো অলিগলিতে অনেক বড় বড় পুজো হয়। কিন্তু সেখানে অনেক লোক জানে না যে এই ছোটো জায়গার মধ্যে যে খুব সুন্দর থিম করে পুজো করা হয় ।যেহেতু আমার এই জায়গাটার যাওয়া আসা আছে তাই আমার জানা ছিল । তার জন্যই আমার সেখানে ঠাকুর দেখতে যাওয়া।

WhatsApp Image 2024-05-02 at 01.01.03.jpeg


সবাই জানে যে নর্থ কলকাতা আর সাউথ কলকাতার পূজোর থিম নিয়ে প্রায় রেষারেষি হয়। তার মধ্যেও যে বরানগরেখুব ছোট জায়গার মধ্যেও যে খুব সুন্দর থিম বানানো হয় , তা এই উত্তর কলকাতাও দক্ষিণ কলকাতাকেও হার মানিয়ে দেবে।বরানগরের একটি থিম সেটা আজ আমি একটি মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি।

এই যে প্যান্ডেলটা আমরা দেখতে গিয়েছিলাম সেই থিমের নাম হচ্ছে অক্ষরজ্ঞান।

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (6).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (5).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (4).jpeg

এখানে সম্পূর্ণভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যেকটি বাণীকে তুলে ধরা হয়েছে। তিনি যে অক্ষর জ্ঞান সম্পর্কে যে ধারণা আমাদের দিয়েছিলেন। তারই কিছু কিছু উদাহরণ পুরো থিমটার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (3).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (2).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.02 (1).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.02.jpeg

যেমন তারই একটি কথা -"বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম ।এ জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনও সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই। এই বিষয়ের জন্য সর্বস্বান্ত হইয়াছি এবং আবশ্যক হইলে প্রাণান্ত স্বীকারেও পরাং মুখ নহি।"

WhatsApp Image 2024-05-02 at 01.01.03 (2).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.03 (1).jpeg

পুরো প্যান্ডেলটি জুড়ে তারই বাণী ছড়াছড়ি রয়েছে এবং খুব সুন্দর ভাবে পুরো প্যান্ডেলটি করা হয়েছে। এমনকি বাংলা অক্ষরগুলোকে শোলা দিয়ে কেটে এত সুন্দর ভাবে করেছে যা দেখে খুবই ভালো লেগেছে। তাই আপনাদের সাথে পুরো থিমটি আমি ভাগ করে নিলাম।

WhatsApp Image 2024-05-02 at 01.01.03 (3).jpeg

WhatsApp Image 2024-05-02 at 01.01.03 (4).jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

আপনাদের ওখানে তো নর্থ আর সাউথ এর মধ্যে একটা কন্ট্রোভার্সি একটা প্রতিযোগিতা লেগেই থাকে সবসময়। ঐ ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো। তবে তাদের মধ্যে যে পূজার থিম নিয়ে রেষারেষি হয় এটা জানতাম না। বরাননগরের এই প‍্যান্ডেলে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর এর বিভিন্ন বিষয় থিম হিসেবে তুলে ধরা হয়েছিল। এটা দারুণ লাগল। সত্যি বেশ চমৎকার করেছে তারা। দারুণ ছিল আপনার পোস্ট টা দিদি।

 15 days ago 

পুজোর থিম নিয়েও রেষারেষি হয় দেখছি। তবে আপনারা যেই প্যান্ডেলে ঘুরতে গিয়েছেন সেই প্যান্ডেলের থিমটা খুব ভালো লেগেছে আমার কাছে। পুরো প্যান্ডেল টাই অক্ষর দিয়ে সাজানো। তার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন বাণী গুলো তুলে ধরেছে তারা প্যান্ডেলে। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো দিদি। ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

পূজোর থিমটি সত্যি দারুন ছিল। আর অক্ষর জ্ঞান নিয়ে এত সুন্দর থিমের উপর পুজো মণ্ডপ সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগলো। সত্যি দিদি পুজোর থিম যদি দারুন হয় তাহলে দেখতেও ভালো লাগে। দারুন একটি পোস্ট সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 15 days ago 

দিদিভাই, পুজোর থিমটি ছিল এক কথায় অসাধারণ ও বাস্তবসম্মত। একদম গভীর থেকে যেন মেসেজ দিয়ে যাচ্ছিল সবাইকে। দারুণ উপভোগ করলাম ছবিগুলো।

 14 days ago 

বাহ্! পূজা প্যান্ডেলটা দেখতে তো দারুণ লাগছে। কতো সুন্দর ভাবে অক্ষর দিয়ে সাজিয়েছে। ছোট জায়গার মধ্যেও তারা এককথায় দুর্দান্ত আয়োজন করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু কিছু বাণী দারুণভাবে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এই বাণীগুলো মেনে চললে সমাজের মানুষজন বেশ উপকৃত হবে।

বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম।

এই বাণীটা একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাছাড়া ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে বৌদি। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আমরা বরাবরই নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার পুজো মন্ডপ গুলো নিয়ে অনেক মাতামাতি করি। কিন্তু অন্যান্য ছোট পুজো মণ্ডপও অনেক সুন্দর হয়, তার একটা উদাহরণ হল আজকের এই পুজো মন্ডপ অর্থাৎ "ন-পাড়া উদয়ন সংঘের পুজো মন্ডপ"। পুজোর থিমের নাম "অক্ষরজ্ঞান" হিসেবে আমার কিন্তু যথার্থ মনে হয়েছে। তাছাড়া এখানে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যেকটা বাণী তুলে ধরা হয়েছে তার মানে তো আরো স্পেশাল ব্যাপার। তবে সর্বোপরি, মায়ের মুখটা দেখে কিন্তু মন ভরে গেল দিদি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 65231.30
ETH 2943.84
USDT 1.00
SBD 3.66