"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৪০ [তারিখ : ০৮-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মহিন আহমেদ। ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করেন এবং বিবাহিত। এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলেন। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ পাননি। দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলেন এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছেন। তিনি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। তিনি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চান। সর্বোপরি তিনি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

one.png
two.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


pic.jpg

কবিতা আবৃত্তি পোস্ট || হৃদয় কাঁদে তার অপেক্ষায়। by @mohinahmed on • 08 March 2024 ||

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা,হাফিজ উল্লাহ ভাই এবং আইরিন আপুর কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা, হাফিজ উল্লাহ ভাই এবং আইরিন আপুর কবিতা নিয়মিত পড়া হয়।


সৃজনশীলতা নির্দিষ্ট বিষয় বা গণ্ডির মাঝে লুকিয়ে থাকে না, বরং যে কোন বিষয়ে এবং যে কোনভাবে সেটাকে প্রকাশ করা যায় কিংবা প্রকাশিত হয়ে থাকে। আমরা যেমন অনেক সময় সৃজনশীলতা বলতে শুধুমাত্র ড্রয়িং কিংবা আর্টকে বিবেচনা করে থাকি এটা কিন্তু মোটেও ঠিক না। সৃজনশীলতা এক বিশাল এড়িয়াজুড়ে বিস্তৃত, যে কোন দক্ষতার বা নিপুণতা মাধ্যমে সেটাকে প্রকাশিত করার সুযোগ রয়েছে। এখন আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতাকে কিভাবে বা কোন মাধ্যমে প্রকাশিত করবেন সেটা একান্তই আপনার উপর নির্ভরশীল।

যেমন আমার ছোটবেলায় গান গাওয়া এবং ড্রয়িং করার খুব শখ ছিলো, আমার বড় ভাইও আমাকে প্রচুর উৎসাহ দিয়েছেন নানা উপকরণ কিনে দেয়ার মাধ্যমে কিন্তু আমি সেটা করতে পারি নাই বা ভেতরের সৃজনশীলতাকে বাহিরে নিয়ে আসতে পারি নাই। আবার অন্যদিকে যেটা আমি চাই নাই সেটা নানা কারনে ঠিকই বেরিয়ে আসছে। আসলে আমাদের চাওয়া কিংবা ইচ্ছার উপরও সব কিছু নির্ভরশীল থাকে না, বরং পরিবেশ কিংবা পরিস্থিতি এর জন্য অনেকটা দায়ী থাকে। আমার বাংলা ব্লগকে নিয়ে আমরা গর্ব করে থাকি, এর অন্যতম কারণ হলো এখানে সঠিক পরিবেশ তৈরী করা হয়েছে যাতে সবাই নিজেদের সৃজনশীলতাকে দারুণভাবে প্রকাশ করতে পারে। এবং সবাই সেটা যথার্থভাবে করারও চেষ্টা করছেন।

pic.jpg

ছবিটি নেওয়া হয়েছে হিন আহমেদ ভাইয়ের পোস্ট থেকে

আজকে যে পোষ্টটি ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচিত করা হয়েছে সেটাতেও দারুণ সৃজনশীলতা রয়েছে, কারন কবিতা আবৃত্তি কিংবা গানও সৃজনশীলতার মাঝেই পড়ে। তবে সেটা আমি গাইলে বা আবৃত্তি করলে হবে না, তখন মানুষ সৃজনশীলতা কি জিনিষ সেটাই ভুলে যাবেন বা যাওয়ার চেষ্টা করবেন হি হি হি। কিন্তু এখানে কবিতাটির আবৃত্তি যেহেতু সুন্দরভাবে হয়েছে সেহেতু এটাকে সৃজনশীলতার মাঝে নেয়া যায় চোখ বন্ধ করে। আর এই কারনেই আজকের কবিতা আবৃত্তির এই পোষ্টটিকে আমি ফিচারড পোষ্টের জন্য বাছাই করেছি। আশা করছি আপনারাও আমার সাথে সহমত পোষণ করবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কবিতা আবৃত্তি কিংবা গান মানুষের সৃজনশীলতা প্রকাশ করে। সব মিলিয়ে এই পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আজকের ফিচার আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

বাহ দারুন একটি ফিচারড আর্টিকেল ছিল। অনেক ভালো লেগেছে বিষয়টি আপনি বাছাই করে আমাদের সাথে শেয়ার করলেন। সব সময় আমার বাংলা ব্লগ কমিউনিটি ভিন্ন কিছু বিষয় ফিচারড আর্টিকেলে মনোনীত করেন। আজকে হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা মহিন ভাইয়া আবৃত্তি করলেন। সেই পোস্ট আজকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আসলে ক্রিয়েটিভ জিনিসগুলোকে সবাই প্রশংসা করে। যেটা থেকে অনেক কিছু শেখার এবং জানার থাকে। আজকে দারুন ভাবে কবিতাটি আবৃত্তি করেছে যেখানে অনেক অনুভূতি প্রকাশ করে। সেই কবিতা আবৃত্তি সেরা আর্টিকেল হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানাই।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।হাফিজুল্লাহ ভাইয়ার লেখা কবিতা আবৃত্তি করেছে মহিন ভাই অসাধারন লাগলো। দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ার নাম দেখে ভালো লেগেছে। হাফিজুল্লাহ ভাইয়ের অনেক সুন্দর একটা কবিতা তিনি আবৃত্তি করেছেন। উনার এই কবিতা আবৃত্তি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে শুনতে খুবই ভালো লেগেছিল। মহিন আহমেদ ভাইয়া একজন ক্রিয়েটিভ মানুষ। উনার ক্রিয়েটিভিটি দেখলে সত্যি খুব ভালো লাগে। ধন্যবাদ জানাই ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67030.16
ETH 3094.97
USDT 1.00
SBD 3.66