আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮২

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

গ্রীষ্ম এখন জ্বলছে চরম,
হা-হুতাশ এর নেই আবরণ।
প্রেমিকার খরচে প্রেমিকের পকেট গরম,
আইসক্রিম কিনতেই হচ্ছে খরচা চরম।

কে বাঁচাবে এবার তাদের!
গ্রীষ্মের ছুটিতে চাই ঠান্ডার আমেজ যাদের।
ছুটছে তাই ক্যাফে চত্ত্বরে
খরচার খাতায় সংখ্যার ভীড়,
প্রেমিক পুরুষদের পকেটের নিহতের খবরে।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

লেখাটা পড়েই আশা করি বুঝে গিয়েছেন কি বুঝাতে চাইলাম।প্রেমিক পুরুষ ভাইয়েরা এবার ছন্দে ছন্দে লিখে ফেলুন আপনাদের অবস্থা।আর আপুরা ও লিখে ফেলুন আপনাদের মনের অবস্থা,হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

গরম পড়ছে পড়ুক যতই আসুক
সহ্য করবো মোরা,
পকেট খালি প্রেমিক আমি
পকেটে পড়েছে ভাঁটা।

খেতে চাইলে খেতে দিবো
নলকূপের ঠান্ডা পানি!
আইসক্রিমের চেয়ে তৃপ্ততা পাবে
হাসবে শরীরখানি।

 last month 

ঠান্ডা দিয়ে পুড়তে মন,
প্রেমিক কাঁদে সারাক্ষন,
পকেটে নাই টাকা করি,
প্রেমিকা তাই সোনার তরী ।।

বয়ফ্রেন্ড কে করতে খুশি,
প্রেমিকা করে টাকা চুরি,
গরম আছে যতদিন,
ভন্ড প্রেমিক ততদিন।।

 last month 

গরমের তোপে দগ্ধ জনজীবন,
হতাশার চাদরে ডুবছে সব প্রেমিকজন।
বান্ধবী ললিতার খরচে বন্ধুর পকেট হরণ,
দই,কুলপি কিনতেই প্রেমিকের অবস্থা শিহরণ।

কেমনে পাইবে স্বস্তি তারা,
যারা অল্প গরমেও খুঁজে প্রশান্তির ছায়া।
ছুটছে তাই তারা এসি ওলা রেস্টুরেন্টে
তাইতো পকেট ও নেহাত ফাঁকা হচ্ছে
তাইতো প্রেমিকের পকেট সকালে ভরা আর বিকেলে সব হারা।

 last month 

গ্রীষ্ম এখন জ্বলছে চরম
প্রেমিক প্রেমিকার নেই তো শরম
আইসক্রিমে প্রেমের আবরণ
এই কথাটি রাখিও স্মরণ।

নিয়ম কানুণ সবকিছু আর
আগের মতো নাই,
প্রেমিকার টাকায় প্রেমিক চলে
কি আর বলব ভাই।

খরচ কমাতে তাইতো তাদের
বলতে আমি চাই,
মিতব্যয়ী হতে হবে
জেনে রেখ তাই।

 last month 

বেড়েছে গ্রীষ্মের তাপ
বেড়েছে প্রেমিকের পকেটের চাপ
প্রেমিকার তৃষ্ণা মেটাতে
কিংবা ঝগড়া মেটাতে
প্রেমিক বেটা বড্ড কুপোকাত
আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস
এর বিল মেটাতে মেটাতে
প্রেমিক বেটা পুরোটাই নাজেহাল
প্রেমিক বেটার অবস্থা এই গরমে
একেবারেই যে বেহাল।🤣

 last month 

হাহাহা! অস্থির লিখেছেন আপু 😂😂😂

 last month 

এই গরমে অস্থিরতায় কাটছে দিন,
প্রেমিকের কাছে প্রেমিকার বড় ঋণ।
ঘুরতে গেলে খেতে চায় কোল্ড ড্রিংকস আর আইসক্রিম।
পকেট ফাঁকা করে প্রেমিকের হয় দুর্দিন।

আজ থেকে প্রেমিকারা শপথ নিন।
প্রেমিক পুরুষের টাকায় কোল্ড ড্রিংকস আর কতদিন।
এবার না হয় তাদের মুক্তি দিন।
নিজের টাকা খরচ করে খান এবার কোল্ড ড্রিংকস।

 last month 

বাড়ছে জ্বালামুখী গরমের তীব্রতা,
বৃষ্টিভেজা দিনের আহ্বানে আমাদের ইচ্ছেরা।
প্রেমিকার বাহানারা আটকে আইসক্রিম কিংবা শরবতে,
প্রেমিকরা আবদার পূরনে বেদনামাখা পকেটে।

কে রক্ষা করবে এদের!
গরমের অবসরে শীতল প্রশান্তি চাই যাদের।
গরমের তাপদাহে মুখে ওড়না মুড়ে
প্রেমিকারা তাই ছুটছে প্রেমিক পুরুষপানে,
হৃদয়ে ক্ষত নিয়েও হাসিমুখে সইয়ে
প্রেমিকরা খরচ মেটাতে রেস্টুরেন্টের প্লেট ধুয়ে।।

 last month 

গ্ৰীষ্মের তাপদাহ গরমে
পুড়ছে মোদের শরীর মন।
চারদিকে শুধু ঠাই খুজেছি,
কোথাও পাইনি একটু ঠাই।
চারদিকে মনে হয় আগুন পড়ছে
কোথায় আর ঘুরবো, ফিরবো!
একটুখানি ঠান্ডার চাদরে
আশ্রয় পেতে হয়েছে অনেক কঠিন।

 last month 

সূর্যের তাপে মাথার আসবাবপত্র যখন চরম গরম,
প্রেমিকা ফোন করে বলে ডেটে যাবো
ভুলে সব লজ্জা শরম।

নিজেরে ঠান্ডা করতে ব্যর্থ
তাই সারাদিন বসে থাকি বৈদ্যুতিক পাখার নিচে,
অথচ তাহার মন রক্ষা করতে
শত গালি অন্তরে রেখে ছুটে যাই এই কড়া রোদে।

 last month 

বেড়েছে গরম বেড়েছে খরচ
মিছে চিন্তা এবার ছাড়ো
কোল্ড কফি আর আইসক্রিমে
মনটাকে ভেজাতে খরচা করো।

টাকা-পয়সা তো অনেক হবে
প্রেমিকাকে আগে বুঝতে হবে
গরমের সময় ভালোবাসা
ঠান্ডা করে রাখতে হবে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71023.23
ETH 3852.08
USDT 1.00
SBD 3.49