নাটক রিভিউঃ নামাজ ও সম্পত্তি পর্ব-১০।

in আমার বাংলা ব্লগ16 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ১৮ মে ২০২৪ ইংঃ রোজ শনিবার । ।

বাংলায় ০৪ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৯ জ্বিলকদ ১৪৪৫ হি:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি নামাজ ও সম্পত্তি নাটকের দশম পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি প্রতিনিয়ত পর্ব গুলা আপনাদের মাঝে রিভিউ নিয়ে হাজির হচ্ছি। তখন তাহলে আর দেরি না করে নাটকের রিভিউ টি আপনাদের মাঝে উপস্থাপন করে ফেলি।

নাটকের পোস্টার

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামনামাজ ও সম্পত্তি পর্ব-১০
পরিচালকমোঃহাসান হাফিজুর রহমান।
অভিনয়েইফতি, মিনহা, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৩৫ মিনিট ৩৪ সেকেন্ড
মুক্তির সময়৩০ মার্চ ২০২৪ খ্রিঃ


IMG_20240518_121732.jpg

নাটকের প্রথমে দেখা যায় তুষার একটি জায়গায় দাঁড়িয়ে আছে এমন সময় তার মামার সাথে দেখা হয়ে যায়। তখন তার মামা তুষার কে বলে তুমি এখনো যাওনি কেন এ কথা শোনার পর তুষার বলে মামা আপনি কি চান এখান থেকে চলে যায়। কথা শুনে তো সারা মা বলে আমার ছেলে মেয়ে নেই তোমরা যদি আমাদের বাড়িতে থাকো তাহলে আমার অনেক ভালো লাগে। তুষার বলে আমি বাড়ি ফিরে যাব কিন্তু মরিয়মকে এখানে এসে আমাকে অনুরোধ করতে হবে।

IMG_20240518_122007.jpg

এমন সময় সেখানে মরিয়ম চলে আসে সবকিছু শোনার পর মরিয়ম তুষার অনুরোধ করে বাড়ি ফিরে আসার জন্য।

IMG_20240518_122136.jpg

এরপর হাবিবা এবং তার বাবা-মা শোয়েবদের বাড়িতে ইফতারের দাওয়াত খেতে আসে। তখন তাদের সাথে নানা রকম কথাবার্তা হয় একপর্যা হাবিবার বাবা শোয়েব বাবাকে বিয়ের কথা মুখ ফসকেব বের করে ফেলে। পরে হাবিবার মা সেটাকে ঘুরিয়ে অন্য কথায় মোড় নিয়ে যায়।

IMG_20240518_122622.jpg

এরপরে নকিব তার বন্ধুদের নিয়ে তার বাবার বাড়ি থেকে ধান চুরি করার সিদ্ধান্ত নেয়। তারা সেখানে গিয়ে ধান চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। নকিবের বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু ধরা পড়ে যায় নকিব। এরপর নকিবের বাবার নকিবকে অনেক মারধর করে।

IMG_20240518_122916.jpg

চুরি করার দিন রাত্রে নকিবের বাবা নকিবের মাকে ডেকে বলে তুমি তোমার ছেলেকে আর খাওয়া-দাওয়া দিবে না। তার জন্য এই বাড়ি ভাত বন্ধ। নকিবের মা বলে কেন আমার ছেলে কে করেছে তখন নকিবের বাবা সবকিছু খুলে বলে।

IMG_20240518_122905.jpg

একদিন সাবিনা সাথে নকিবের দেখা হয়ে যায় সেখানে তাদের সাথে অনেক কথাবার্তা চলে । সাবিনা বলে নাকিব ভাই আপনি ভালো হয়ে যান কিন্তু নকিব বলে আমার ভালো হওয়া আর হবে না। আমি কোনদিনও ভালো হতে পারব না তুই এত কথা বলিস না আমাকে ২০০ টাকা দে ধার হিসেবে আমি পরে তোকে শোধ করে দেবো।

IMG_20240518_123241.jpg

একদিন নকিবের বাবা এবং সাবিনার বাবা মুখোমুখি দেখা হয় তারা পরস্পরে অনেক কথাবার্তা বলতে থাকে কিন্তু কেউ কারো সাথে ভালোভাবে কথা বলতে চায় না সবাই কথার ভিতরে একে অপরের খোচা কথা দিয়ে কথা বলে।

IMG_20240518_123531.jpg

মরিয়ম ও শোয়েব দুজনে মিলে শহরে গিয়ে অনেক কেনাকাটা করে এরপর তারা গ্রামে চলে আসে। তখন শোয়েব বলে আপনার জিনিস বুঝিয়ে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব। এ কথা শোনার পর মরিয়ম বলে আপনি এগুলো সব নিয়ে যান এগুলো আমি মাদ্রাসা ছাত্রদের জন্য দান করলাম। এ কথা শোনার সময় অনেক খুশি হয়।

IMG_20240518_123957.jpg

এরপর হাবিবের বাবা মাদ্রাসায় গিয়ে শোয়েবের সাথে দেখা করে। শোয়েবের হাতে কিছু টাকা দিয়ে বলে বাবা এবার ঈদে তুমি কিছু কেনাকাটা করে নিও। শোয়েব টাকা নিতে চাই না কিন্তু জোর করে তাকে টাকা দিয়ে সেখান থেকে হাবিবার বাবা চলে আসে।

IMG_20240518_123946.jpg

এরপরে আমাকে দেখা যায় হাবিবের বাবা বাড়ি ফিরে এসে হাবিবের মার কাছে টাকা চাই তখন হাবিবার মা বলে আমি টাকা কোথায় পাবো আমার কাছে কোন টাকা নেই। এ কথা শোনার পর হাবিবের মা বলে আমি কিছু জানিনা আমাকে টাকা দিতে হবে তারপরও হাবিবের মা টাকা দিতে রাজি না হলে এবার বাবা হাবিবার মাকে মার ধর শুরু করে।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পর্বের নাটক হওয়া কারনে কোন পর্ব একটু বেশি বা একটু কম ভালো লাগে। যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে বলে আমি মনে করছি। পর্ব ১০ আমার কাছে খুবই ভালো লেগেছে কয়েকটি জায়গায় নাটকে অনেক মজা পাইছি। যারা অভিনয় করছে তাদের প্রত্যেক জনের অভিনয় আমার কাছে অনেক সুন্দর লেগেছে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়।

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

নামাজ এবং সম্পত্তি নাটকটির দেখতে দেখতে আমরা দশম পর্বে চলে আসছি। এই পর্বে বেশ কিছু মজার বিষয় আমরা দেখতে পেলাম। সময় করে নাটকটি দেখে নিব। তবে আপনি কিন্তু খুবই সুন্দরভাবে নাটকটির রিভিউ উপস্থাপন করেছেন। দেখা যাক পরবর্তী পর্বে আরো কি কি ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটাই দেখার অপেক্ষায় রইলাম।

 15 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 16 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন নামাজ ও সম্পত্তি নাটকের দশ তম পর্ব। যদিও এর আগের পর্বটি আমার দেখা হয়নি। তবে আজকের পর্বটি দেখে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 16 days ago 

আপনি দেখতে দেখতে সম্পত্তি ও নামাজ নাটকটির ১০ টি পর্ব শেয়ার করলেন।আপনার শেয়ার করা নাটকটি সব গুলো পর্ব দেখি নাই। তবে কিছু কিছু পর্ব দেখছি খুবই ভালো ছিল। আপনার আজকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 15 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 16 days ago 

প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর শিক্ষামূলক একটি নাটক রিভিউ করার জন্য। নাটকটা আমার কাছে বেশ ভালো লাগে। আগে কখনো নাটকটা দেখেছিলাম না তবে এই রিভিউ এর মধ্য দিয়ে বেশ দেখার সুযোগ হয়েছে। খুবই ভালো লাগলো এত সুন্দর একটি পর্ব রিভিউ করেছ দেখে।

 15 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68843.90
ETH 3813.77
USDT 1.00
SBD 3.48