দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ||

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি বর্তমানে ২য় সেমিস্টারে আছি, এবং বর্তমানে আমার ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছে তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গত তিনদিন পোস্ট করতে পারিনি। আজ আমি আপনাদের মাঝে আমার সেমিস্টার ফাইনাল নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


IMG20240514200057.jpg

আমার দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয় গত ১৫ ই মে। আমার প্রথম পরীক্ষা ছিলো ইংরেজি ২। প্রথম এক্সামটি মোটামুটি ভালোই দিয়েছি। আমার দ্বিতীয় পরীক্ষা আজকে ছিলো আমার পরীক্ষার বিষয় ছিলো স্ট্রাকচারাল প্রোগামিং ল্যাংগুয়েজ থিওরী। এটি আমাদের ডিপার্টমেন্ট এর কোর্স। স্ট্রাকচারাল প্রোগামি ল্যাংগুয়েজ থিওরী পরীক্ষার আগের দুইদিন ভালোভাবেই প্রিপারেশন নিয়েছিলাম।

আজকে আমার পরীক্ষা ছিলো সকাল ১১ টা ৩০ মিনিটে। আমি সকালে ঘুম থেকে উঠি ৮ টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইনাল রিভিশনের জন্য পড়তে বসি। সকাল ১০ টা পর্যন্ত রিভিশন দিয়ে গোসল করি এবং খাওয়া করে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। সকাল ১১ টার মধ্যেই ভার্সিটি পৌঁছে যাই। আমার পরীক্ষা আজকে ছিলো ৭ তম ফ্লোরে ৭২৩ নাম্বার রুমে। আমি ভার্সিটি গিয়ে আমার পরীক্ষা যেই রুমে সেখানে প্রবেশ করি। কিছুক্ষণ পরে এক্সামিনার আসে এবং আমাদের খাতা দেয়।

এক্সাম শুরু হাওয়ার ১০ মিনিট আগে আমাদের খাতা দেয় এবং ঠিক ১১'৩০ মিনিটে আমাদের এক্সাম শুরু হয়। আমার এক্সাম প্রিপারেশন বেশ ভালোই ছিলো কিন্তু আজকের প্রশ্নটি বেশ কঠিন করে। আমাদের ফাইনাল এক্সাম ৪০ মার্ক এর হয়ে থাকে। প্রশ্ন পেয়ে আগে যেইগুলো আমার কমন সেইগুলো এন্সার করি কিন্তু বেশ কিছু প্রশ্ন অনেক ট্রিকি ছিলো। বিশেষ করে রিকার্শন এর প্রব্লেমটি অনেক ট্রিকি ছিলো। আমরা ছি প্রোগামিং করে কম্পাইলারে যেই কোডটি রান করি এরকম আউটপুট খাতায় বের করে দেখাতে হবে। শেষ অবধি এক্সাম টি এভারেজ হয় খুব ভালো ও না আবার খুব খারাপ ও না।


IMG20240513231412.jpg

এক্সাম শেষ হাওয়ার পরে আমি ও আমার বন্ধুরা ভার্সিটির ক্যান্টিনে বসি এবং ভার্সিটির ক্যান্টিন থেকে চাউমিন খাই। খাওয়া শেষ করে আমরা ভার্সিটির গ্যালারিতে বসে কিছুক্ষণ আড্ডা দেই এবং পরীক্ষা নিয়ে আলোচনা করতে থাকি কার কেমন হলো। সবশেষে আমরা ভার্সিটি থেকে বের হই বাসায় আসার উদ্দেশ্যে। আমার এখনো ফাইনাল পরীক্ষা চলছে, আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হবে ১৯ মে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেনো বাকি পরীক্ষাগুলো ভালো দিতে পারি।

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

আমি ফিসারি ডিপার্টমেন্টের একজন ছাত্র প্রথম সেমিস্টারে পড়তেছি। আমাদের পরীক্ষা স্থগিত আছে কিসের জন্য জানিনা তবে হয়তোবা ঈদের আগে আর হওয়া সম্ভাবনা নেই তাই ভাবছি যে কালকে বাড়িতে যাব। যাই হোক,‌ মোটামুটি পরীক্ষা টা ভালোই দিলেন এবং পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে চাওমিন খেলেন বিষয়টা বেশ চমৎকার।

 19 days ago 

আমি আশা করি তোমার বাকি পরীক্ষা গুলো অনেক ভালো হবে। এবং খুবই চমৎকার রেজাল্ট হবে ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67753.90
ETH 3783.00
USDT 1.00
SBD 3.54