"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৮ || আম, কাঁঠালের দুই লেয়ারের পুডিং ডেজার্ট রেসিপি।

in আমার বাংলা ব্লগ14 days ago

1716182223827.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। এবারের প্রতিযোগিতা টা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আসলে আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই প্রতিযোগিতা রেসিপি প্রতিযোগিতা হলে আমার কাছে আরো বেশি ভালো লাগে।

IMG-20240520-WA0010.jpg

যেহেতু বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পড়ছিল তাই জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট ছিল। তবে আমি খুব একটা ডেজার্ট আইটেমগুলো তৈরি করতে পারদর্শী নয়। কিন্তু তারপরেও ভাবলাম এবারে চেষ্টা করব সুন্দর একটা রেসিপি তৈরি করার। আসলে বর্তমানে বাজারের ফলগুলোতে অনেক বেশি ফরমালিন থাকে। আর এজন্য আমার একদম ভালো লাগেনা। তাই জন্য ভাবলাম আমাদের গাছে কাঁঠাল এবং আম রয়েছে। সেগুলো দিয়েই আমি কিছু একটা তৈরি করবো।

আমার মনে হয়েছে নিজেদের গাছের ফল দিয়ে যদি তৈরি করতে পারি তাহলে বেশি ভালো লাগবে। এজন্য আমি ভাবলাম এই দুইটা ফল দিয়ে দুই লেয়ারের পুডিং ডেজার্ট তৈরি করব। যদিও আমি এরকম ভাবে কখনো তৈরি করিনি। এজন্য আমার কাছে বেশি ভালো লাগছিল। তবে রেসিপিটা পারফেক্ট হবে কিনা বুঝতেছিলাম না। কিন্তু তৈরি করার পর ভীষণ ভালোই লেগেছে। এমন কি খেতেও খুব মজার হয়েছিল। যেহেতু ঠান্ডা ছিল তাই জন্য আরও বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে

IMG-20240520-WA0014.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
আম৫-৬টা
কাঁঠালছোট ১টা
দুধহাফ লিটার
চিনিপরিমাণ মতো
লবণস্বাদমতো
আগার আগার পাউডার৩ চা চামচ
তেলপরিমাণ মত

IMG_20240519_200602.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG_20240519_200704.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটি ব্লেন্ডারের জাগে আমের টুকরাগুলো নিয়ে নিলাম। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম।

IMG_20240519_200715.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম।

IMG_20240519_200735.jpg

ধাপ - ৪ :

এরপর আমি চুলায় একটি প্রাইফ্যান বসিয়ে দিলাম। এর পরের মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর পরিমাণমতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ জ্বাল করতে থাকবো।

IMG_20240519_200804.jpg

ধাপ - ৫ :

এরপরে একটি কাপের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিলাম। পানির সাথে আমি আগার আগার পাউডার মিশিয়ে নিলাম। এরপরে পানির মিশ্রণটা আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিবো।

IMG_20240519_200826.jpg

ধাপ - ৬ :

এরপর আমি একটা কেক তৈরি করার মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমের এই মিশ্রণটা ঢেলে নিলাম। এরপরে কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম।

IMG_20240519_200846.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি কাঁঠাল গুলোর ভেতর থেকে কাঁঠালের বিচি বের করে নিয়েছি।

IMG_20240519_200628.jpg

ধাপ - ৮ :

এরপর আমি একটা ব্লেন্ডারের জাগে কাঁঠালগুলো নিয়ে নিলাম। এরমধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ।

IMG_20240519_200911.jpg

ধাপ - ৯ :

এরপর এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিলাম।

IMG_20240519_200923.jpg

ধাপ - ১০ :

এরপর আমি আবারো চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁঠালের মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ জ্বাল করে নিবো।

IMG_20240519_200943.jpg

ধাপ - ১১ :

এরপর আবারও আগার আগার পাউডার পানিতে মিশিয়ে এই মিশ্রণের ভেতরে দিয়ে দিলাম।

IMG_20240519_200958.jpg

ধাপ - ১২ :

এভাবে এগুলোকে নেড়েচেড়ে একটু ঘন করে নিবো। কিছুটা ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবো।

IMG_20240519_201018.jpg

ধাপ - ১৩ :

এরপর আমি দেখব নিচে আমের মিশ্রণটা কিছুটা বসেছে কিনা। আমের মিশ্রণটা একটু বসলে এর উপরে কাঁঠালের এই মিশ্রণটা ঢেলে নিলাম। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে এরপর আবারো নরমাল ফ্রিজে রেখে দিলাম।

IMG_20240519_201045.jpg

শেষ ধাপ :

এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করলাম । আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG-20240520-WA0013.jpg

IMG-20240520-WA0004.jpg

IMG-20240520-WA0019.jpg

IMG-20240520-WA0002.jpg

IMG-20240520-WA0025.jpg

IMG-20240520-WA0017.jpg

IMG-20240520-WA0012.jpg

IMG-20240520-WA0009.jpg

IMG-20240520-WA0014.jpg

IMG-20240520-WA0001.jpg

IMG-20240520-WA0005.jpg

IMG-20240520-WA0015.jpg

IMG-20240520-WA0010.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 14 days ago 

দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে দেখে খেয়ে ফেলি। অনেক লোভনীয় লাগতেছে এই রেসিপিটা। মাঝে মাঝে এমন রেসিপি দেখলে জিভে জল চলে আসে। এত চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতার জন্য খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করেছেন। আপনি আম ও কাঁঠাল দিয়ে দুই লেয়ারের খুবই মজাদার পুডিং রেসিপি তৈরি করেছেন। আপনার পুডিং দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। দুটো ফলের মিশ্রণে খুবই মজাদার পুডিং রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার পুডিং রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 14 days ago 

সব সময় খুব আকর্ষণীয় কিছু নিয়ে ছুটে চলে আসেন প্রতিযোগিতায়। যা দেখে দর্শকরাও লোভে পড়ে যায়। আজও কিন্তু তাই করলেন। যদিও কাঁঠাল আমি খাই না। তবুও আপনার রেসিপিটি আমার কাছে হেব্বি লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 14 days ago 

আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে ভিন্ন রকম আয়োজন। এবারে বরাবরের মতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ খুশি হলাম। আম, কাঁঠালের দুই লেয়ারের পুডিং ডেজার্ট রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না। লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। সম্পুর্ন ইউনিক একটি রেসিপি তুলে ধরেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। আশাকরি প্রতিযোগিতায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

 14 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। গ্রীষ্মকালের প্রধান ফল হচ্ছে এই আম কাঁঠাল। আপনি দুই ধরনের ফল ব্যবহার করে বেশ মজার একটা ডেজার্ট তৈরি করেছেন। দুই লেয়ারের পুডিং টা ভালোই লাগছে দেখতে। খেতে নিশ্চয়ই বেশ সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 14 days ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতা উপলক্ষে দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপিটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আম এবং কাঁঠাল দিয়ে পুডিং ডেজার্ট তৈরি করেছেন আপনি, এটা তো দেখেই ইচ্ছে করছে খেয়ে ফেলি। এরকম মজাদার ভাবে দুই লেয়ারের তৈরি করাতে আমার কাছে বেশি ভালো লেগেছে। এরকম মজাদার ডেজার্ট দেখলে যে কেউ লোভ সামলাতে পারবে বলে মনে হয়না। গাছের ফল দিয়ে এগুলো তৈরি করেছেন এটা ভাবতেই ভালো লাগতেছে। আলাদা একটা টেস্ট এজন্যই পাওয়া গিয়েছিল মনে হয়।

 14 days ago 

আম, কাঁঠালের দুই লেয়ারের পুডিং ডেজার্ট রেসিপি এত মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ডিজাইন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এই পুডিং রেসিপি অসাধারণ হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল।

 14 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আম, কাঁঠালের দুই লেয়ারের পুডিং ডেজার্ট রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন সত্যিই অসাধারণ হয়েছে। এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

সুন্দর একটি ডেজার্ট রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আম কাঁঠালের আপনি লেয়ার পুডিং তৈরি করলেন। এই পুডিং তো দেখেই লোভ সামলানো যাচ্ছে না আপু। আশা করি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। যেহেতু আপনি কাঁঠাল এবং আম দিয়ে তৈরি করলেন খুব ভালো লাগলো আমার। খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

দারুন করেছেন আপু আম এবং কাঠালের সংমিশ্রণে দারুন একটি ডেজার্ট বানিয়েছেন। অংশগ্রহণ এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69000.61
ETH 3825.74
USDT 1.00
SBD 3.48