তুমি যে আমার।।২৭ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।কথায় আছে সময় আর নদীর স্রোত কখনো কারো জন্য থেমে থাকে না।জীবন এই কথার উৎকৃষ্ট উদাহরণ।কিছুদিন দিন আগে যা আমাদের কল্পনায় ও ছিলো না সেটাই জীবনে আসে আর হাসি আনন্দে জীবনটাকে ভরিয়ে তোলে।আমি বরাবরই একটু আলাদা রকম জীবনযাপনে অভ্যস্ত।আমি নিজেই জানি এই শো অফের যুগে আমি একটু back dated। তবে সত্যি কথা বলতে আমি কোনটা আপডেটেড আর কোনটা প্রগ্রেসিভ আর কোনটা ব্যাক ডেটেড সেটা নিয়ে ভাবি না।আমি আমার ভালো লাগা থেকেই করি।আর তার জন্য যেকোনো মিথ ভাঙতে আমি দুবার ভাবি না।এই ভাবেই জীবনটা বেশ করেই চলছিল।বন্ধু বান্ধবের অভাব নেই।কিন্তু সব সময় বন্ধুদের সাথে আড্ডায় থাকা টা আমি ঠিক পছন্দ করি না।আর তাই মাঝে মাঝে প্রকৃতির সান্নিধ্যে চলে যেতাম।আমি বরাবরই প্রকৃতি প্রেমী।আর সত্যি কথা বলতে সব সময় ফ্যামিলি ম্যান।আমার কাছে আমার পরিবারই সব।মা বাবা দুই দাদা দুই বৌদি আর একটি মেয়ে আর ছেলে নিয়েই আমার পুরো দুনিয়া।আমি ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ এমন একটা পরিবার দেওয়ার জন্য।কিন্তু এই পরিবারের দশম সদস্য হয়ে গেলো একজন।আর এই একজনের কথাই বলবো আজকে।

DSC_9105-01.jpeg

1000014934.jpg

এর জন্যে ফিরে যেতে হবে দু বছরের একটু আগে।দিনটি ছিলো ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ সাল ২০২২।এই দিনটি তে প্রথম দেখা হয় আমাদের দুজনের।এই দেখা কে সামগ্রিক ভাবে একটা সৌজন্য সাক্ষাৎ হিসেবেই সংজ্ঞায়িত করা ভালো।তার কারণ অন্য দিন বলবো।এই দিনটি আমার জীবনে অন্যতম সেরা ভালো লাগার দিন।সেদিন জীবনটা অন্য রকম ভাবে ধরা দিয়েছিল।

এখানে blacks এর ভাষায় বলতে গেলে,

"একটা মিষ্টি হাওয়ায় লাগলো মাতাল ভালোলাগা
তুমি কে?এই মহানগরীর কোন আধুনিক রাজকন্যা?
তোমার জন্যই এই হঠাৎ ভাসি হঠাৎ ডুবি,
তুমি রূপসীর থেকেও অনেক অভ্যন্তরীণ অপরূপা।"


হ্যাঁ সেদিন এটাই মনে হয়েছিলো।যখন বাড়ি ফিরছিলাম এই রকমই একটা অভূতপূর্ব ভালোলাগা কাজ করছিল।মানুষ হিসেবে সে কেমন এটা বড়ই আপেক্ষিক।আমি মনে করি মানুষ মানেই দোষে গুনে।তাই আমি গুণ টা খুঁজে তাকে ভালোবেসেছি পাগলের মতো।কারণ পাগলের মতো ভালো না বাসলে ভালোবাসা শুদ্ধ হয় না।ভালোবাসা অনেকটা পুজোর সামগ্রীর মত যেমন গঙ্গা জল না দিলে সেগুলো পুজোর জন্য পবিত্র হয় না তেমনি ভালোবাসায় পাগলামি আর খুনসুটি না থাকলে সে ভালোবাসা ও বিশুদ্ধ হয় না।তাই ভালোবাসায় পাগলামিটা ভীষণ ই জরুরি।

1000124042.jpg

আমি অসম্ভব ভালোবাসায় প্রতিদিন যাপন করি।তাই আমার কাছে ভালোবাসাই সব।তাই এই মানুষটা ভালোবাসা আমার কাছে সব ছিলো।মানুষ অনেক কিছু অনেক ভাবে তাদের স্বার্থে ব্যাখ্যা করতে পারে।কিন্তু নিজের কাছে সৎ আর স্বচ্ছ থাকলে সব কিছুই নিজের অনুকূলে থাকে।আর আমি বিশ্বাস করি আমি নিজের জায়গায় সব সময় সৎ ছিলাম আর তাই আজকে আমরা দুজনে সারাজীবন এক সাথে চলার সুযোগ পেয়েছি।

হ্যাঁ সেই মানুষটা আর কেউ নয়,আমার সহধর্মিণী স্বাগতা।আমি দেখছি একটা মানুষ কে ভালোবাসলেই ভালোবাসার বৃত্ত টা পূর্ণ হয় না।সেই মানুষটার পরিবারকে ও সমান ভাবে ভালোবাসতে হয়।আর আমি স্বাগতার মধ্যে এটা দেখছিলাম।আর সেদিন ই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকেই বিয়ে করবো।আর আমার জীবনে কোনো পরাজয় নেই।কারণ আমি নিজের কাছে সৎ থেকেই আমার অধিকার আমি আদায় করি।তাই বিজয় আমার অবশ্যম্ভাবী।

স্বাগতা অনেকটা আবেগী কিন্তু ভীষণ বুদ্ধিমতী ও নিঃসন্দেহে ভালো মেয়ে।আমার পরিবারকে ও পাগলের মত ভালোবাসে কিন্তু ওই আবেগ এর জন্য ও একটা মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়।আর জীবন মানেই সব কিছু নিয়েই।আর সবারই কে ভালোবাসলে একদিন সবই ঠিক হয়ে যায়।

আজ চার মাস হলো আমাদের বিয়ে হয়েছে।গত বছর ১৮ নভেম্বরে আমি তার সিঁথি তে সিঁদুর পরিয়ে আমাদের ঘরে লক্ষী করে নিয়ে এসেছি।আর ও আসলেই লক্ষী।বউদি(তনুজা) ওকে ভীষণ ভালোবাসে।আর ভীষণ ভালোবাসা অদ্ভুত।অনেকটা আবহাওয়ার মতো প্রেডিকশন করা যায় কিন্তু accurate কঠিন।

এই চার মাস অল্প সময় হলেও আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠেছে সেটা যেন শত শত বছরের প্রাচীন প্রতিশ্রুতি ও অভ্যাস এ ঘেরা একটা ভীষণ মায়া।আমি জানি জীবনের শেষ সময় পর্যন্ত আমরা সবাইকে একসাথে নিয়েই এগিয়ে যাবো।এটাই ভালোবাসার সত্যিকারের পরিণতি।আর এটাই হাওয়া উচিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 months ago 

দাদা আমার মতে ভালোবাসায় খুনশুটি আর পাগলামি না থাকলে কিন্তু ভালোবাসা রোমাঞ্চকর হয় না। প্রিয় মানুষ কে নিয়ে এমন অনবদ্য কাব্য লিখেছেনে যে পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম। দোয়া রইল আপনাদের জন্য এমন ভালোবাসা টিকে থাক যুগের পর যুগ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

ভালোবাসা চিরকাল বেঁচে থাক, অমর হয়ে লেখা থাকুক আপনাদের এই গল্পকাথা।
ভালোবাসা চিরন্তন সত্য, যদি হয় সেটা খাঁটি। দাদা আর বৌদি আপনাদের জন্য এই বুকের গহীন থেকে রইলো অসীম ভালোবাসা ও দোয়া। আল্লাহ্‌র কাছে সর্বদা দোয়া করি, যেনো আমার এই প্রিয় মানুষগুলো সব সময় ভালো থাকে, বিপদমুক্ত থাকে। 💖💘

 2 months ago 

তেমনি ভালোবাসায় পাগলামি আর খুনসুটি না থাকলে সে ভালোবাসা ও বিশুদ্ধ হয় না।তাই ভালোবাসায় পাগলামিটা ভীষণ ই জরুরি।

আসলেই দাদা ভালোবাসায় পাগলামি আর খুনসুটি অবশ্যই থাকতে হয়। নয়তোবা সেই সম্পর্ক অনেকটা পানসে হয়ে যায়। দাদা আপনাদের বন্ডিংটা আসলেই দারুণ। দোয়া করি আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন। যাইহোক আপনাদের পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দাদা। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ভালোবাসা মানেই হচ্ছে একধরনের পাগলামি। যার প্রতি যত পাগলামি কাজ করে তার প্রতি ভালোবাসা তত বেশি কাজ করে। দাদা আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনাদের দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। সব সময়ই দোয়া করি আপনাদের ভালোবাসা চিরকাল অটুট থাকুক। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন দাদা ❣️

 2 months ago 

আপনাদের এ ভালোবাসা যত্নের সাথে আগলে রাখুন অনন্তকাল। এমন বন্ধন জীবনকে আরো রাঙিয়ে তোলে।

আর ভাই হ্যাঁ, এই পার্সোনালিটি টাই অনেক সুন্দর। মনে যেমন চায় তেমন করে জীবনটাকে সাজিয়ে তোলাই আসল স্মার্টনেস। কি লাভ অভিনয় করে চলার আর শো অফ করার। আপনি যেমন আছেন এমনটাই ভালো।

 2 months ago 

প্রথমেই প্রার্থনা করছি দাদা,আপনাদের ভালোবাসা অমর অমর হোক,যুগের পর যুগ চলে যাক তবু যেনো আপনাদের ভালোবাসার বন্ধন অটুট থাকে এই কামনাই করি।ভালোবাসার নতুন সংঘা আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম দাদা।

 2 months ago 

প্রত্যেকটা মানুষের জন্য এমন কেউ থাকে যে জীবনে আসলে নিজের জীবনের রংটাই পাল্টে যায়। আর প্রতিটা মানুষের জীবনে তার পরিবারের মানুষগুলোই তার কাছে গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে যাকে নিয়ে সারা জীবন কাটাতে হবে সেই মানুষটি যদি ভালো হয় তাহলে তো আর কোন কিছু দরকার হয় না। আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা হল, মানুষের মধ্যে দোষ গুণ থাকবে। দোষটা না ধরে তার গুণটা খোঁজা টাই উত্তম। তবে বৌদিকে যে আপনি পাগলের মতো ভালোবাসেন এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম দাদা। সুন্দর হোক আপনাদের দাম্পত্য জীবন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এই নিদারুণ শো- অফের যুগে এমন আবেগ খুঁজে পাওয়াটা যেন ভীষণ মুশকিল। আপনার সম্পূর্ণ পোস্ট টি পড়ে যে কি ভীষণ ভালোলাগার আবেশ কাজ করছে ছোড়দা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বৌদি এবং আপনার ভালোবাসায় মাখামাখি দিনগুলো এভাবেই কাটুক। এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে! ❤️❤️

Posted using SteemPro Mobile

 2 months ago 

মনের অনুভূতিগুলো যখন লেখার মাধ্যমে দেখি তখন চোখের কোন এমনি চিকচিক করে ওঠে । ভীষন ভালোবাসি তোমাকে❤️ ।

 2 months ago 

❤️❤️

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69650.24
ETH 3776.55
USDT 1.00
SBD 3.44