ভিডিওগ্রাফি;( সোনালী ফসলের ক্ষেত )।

in আমার বাংলা ব্লগlast month


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১০ ই মে , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000554340.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। আজ থেকে ঠিক একবছর আগের কথা। আমি তখন সপ্তম সেমিষ্টারের মিডটার্ম পরীক্ষা দিচ্ছি। তো আমাদের পরীক্ষা ছিল দুপুর ২ টা থেকে। মিডটার্ম পরীক্ষা গুলো দেড় ঘন্টা হয়ে থাকে। পরীক্ষা শেষ করে প্রতিদিন এসে বসতাম আমাদের এখানে এক ভাইয়ের দোকানে। ওখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতাম। বেশ ভালো লাগত দারুণ অনুভব করতাম। যেহেতু বেশ গরম ছিল ঐসময়ে আমি ঠান্ডা আইসক্রিম এবং সফট ড্রিংকস ও খেতাম। মোটামুটি ভালো একটা সময় ওখানে কাটিয়ে তারপর বাড়িতে আসতাম। তো পরীক্ষা শেষের দিকে একদিন এসে বসেছি। হঠাৎ আমার নজর টা চলে গেল মাঠের ঠিক।

মাঠের দিকে তাকানোর পর আমি যে দৃশ্য টা দেখতে পাই সেটা রীতিমতো আমাকে অবাক করে দেয়। অর্থাৎ এটা আমার বাড়ির পশ্চিম দিকের মাঠ। কিন্তু সত্যি বলতে তার আগে ঐভাবে আমি কখনো খেয়াল করি দেখিনি। পুরো মাঠ জুড়ে সোনালি ধান। অনেকেই নিজের জমির ধান কাটতে ব‍্যস্ত। মাঝে মাঝে যখন বাতাস হচ্ছে বাতাসে দুলে উঠছে পুরো ধানক্ষেত। সবমিলিয়ে কী অসাধারণ এক দৃশ‍্য কী চমৎকার লাগছে। মাঠের পাশেই গাছপালার ছায়াঘেরা আমাদের গ্রাম টা দেখা যাচ্ছে। সেটাও বেশ চমৎকার লাগছে। বেশ কিছুক্ষণ এমন দৃশ্য দেখার পর আমি ফোন বের করে সুন্দর একটা ভিডিও ধারণ করি। ভিডিও টা এখনও ফোনের গ‍্যালারিতে পড়ে আছে। যদিও প্রায়ই বের করে দেখি ভিডিও টা।

ভাবলাম আজ আপনাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়া যাক। আপনাদেরও ভালো লাগবে। এই সময় গুলো আমি অনেক মিস করি। আমরা হয়তো ভাবি যে সামনে আমাদের ভালো দিন আসছে। কিন্তু আমাদের অজান্তেই আমরা আমাদের ভালো দিনগুলো পেছনে ফেলে এসেছি। তো চলুন ভিডিও টা দেখে আসা যাক।



ভিডিওগ্রাফি




------------
ভিডিও ধারক@emon42
সময়মে, ২০২৩
ডিভাইসVivo 1820
ব‍্যাকগ্রাউন্ড মিউজিকহায় ভালোবাসি




সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি কথা বলতে ভাই আপনার প্রশ্ন দেখে খুবই ভালো লাগলো। আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আর আপনি গ্রাম বাংলার একটি ফসলের ক্ষেতের দারুন একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপনার পোষ্টের মাধ্যমে এই ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে। বিশেষ করে আপনার ভিডিওর মাধ্যমে ধান কাটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

এরকম ফসলের ক্ষেত এর আগে কখনো সামনাসামনি দেখিনি। বেশ ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি টা দেখে। খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি টা ক্যাপচার করেছেন। যদিও ভিডিওগ্রাফি টা অনেক আগের তবে আমাদের মাঝে এখন শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। মনমুগ্ধকর একটা দৃশ্য ছিল। ধন্যবাদ আপনাকে।

 last month 

এইতো কিছুদিন আগেই মাঠের দিকে তাকালে সবুজের সমরহ দেখা যেতো। আর এখন মাঠের দিকে তাকালে মনে হয় যেন সোনা জ্বলছে। অর্থাৎ ধান গুলো পেকে গেছে সূর্যের আলোয় ঝকমক করছে। সোনালী ধানের ক্ষেতে ভিডিওগ্রাফিটা চমৎকার ভাবে করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ফসলের মাঠের খুব সুন্দর একটি ভিডিও আপনি আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। মাঝে মাঝে প্রশান্তির খোঁজে এমন ফসলের মাঠ আমাদের একান্ত প্রয়োজন। খুবই ভালো লাগলো ভাই আপনার এ ফসলের মাঠের ভিডিওটা দেখে।

 last month 

খুব সুন্দর একটি সময় কাটানো মুহূর্তের বর্ণনা করলেন আপনি ভালো লাগলো। বিকেল বেলায় এমন পরিবেশে বসে সময় কাটাতে অনেক ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা বাতাসে বসতে পারলে অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি ভিডিও নিলেন এত সুন্দর ফসলের মাঠের। দেখতে অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ভিডিওটি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক সুন্দর হয়েছে।

 last month 

ভাইয়া ফসলের মাঠ থেকে ধারণ করা আপনার অসাধারণ ভিডিওটা আমার খুবই ভালো লেগেছে। বেশ চমৎকার ভাবে আপনি ভিডিওটা ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ অনেক খুশি হলাম এই ভিডিও দেখে। আশা করব এমন প্রাকৃতিক পরিবেশের আরো অনেক ভিডিও ধারণ করে আমাদের মাঝে দেখাবেন।

 last month 

ঠিক বলেছেন ভাই,আমরা আমাদের ভালো দিনগুলো অতীতেই ফেলে রেখে এসেছি। ফোনের গ্যালারি ঘেঁটে অনেক পুরনো একটি স্মৃতি খুঁজে নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এরকম সোনালী ফসলের ক্ষেতগুলো দেখতে বেশ ভালই লাগে। গরমের দিনে পরীক্ষা শেষ করে আপনারা বেশ ভালো সময় কাটাতেন দেখছি।

 last month 

আহ এমন সোনালী ফসলের মাঠ দেখলে প্রানটা জুড়িয়ে যায়। আমার দেশের কৃষক ভাইয়ের ঘামে উৎপাদন করা এসব ফসল দেখলে গর্ব হয়। বিডিওর মধ্যে দেখতে পেলাম কিছু ধান কাটা হয়েছে। আবার কিছু জমিতে ধান এখনো পাকে নি। সব মিলিয়ে দারুন একটি বিডিও দেখলাম। ধন্যবাদ।

 last month 

আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। সোনালী ফসলের ক্ষেত দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অথবা ভিডিওগ্ৰাফি দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এমন চমৎকার দৃশ্যের ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67352.29
ETH 3501.59
USDT 1.00
SBD 3.22