আমার ভিডিওগ্রাফি:) আঙ্গুলের ডগায় লেডিবাগ পোকা 🐞|| Ladybug on my Finger top.

in আমার বাংলা ব্লগ28 days ago
:) আমার ভিডিওগ্রাফী :)
আঙ্গুলের ডগায় লেডিবাগ পোকা 🐞

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি সেটা মোটামুটি সবাই জানেন। তবে সব থেকে মজার ব্যাপার হল আমি পোকামাকড়ের ছবি কিংবা ভিডিওগ্রাফি করতে সব সময় বাইরে বের হইনা। আসলে চেষ্টা এবং ইচ্ছা শক্তি থাকলে আপনি ঘরের ভেতরে বসে অনেক কিছু করতে পারেন। যেমনটা হল আমার ক্ষেত্রে আমি একদম খাবারের টেবিল থেকে শুরু করে আমার বারান্দা বাগান, সব জায়গায় চেষ্টা করি আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য। এইতো সেদিন হঠাৎ অফিস করে বাসায় ফিরলাম অনেক রাতে। সত্যি বলতে সেদিন খুব চিন্তায় ছিলাম কি পোস্ট করব কারণ আমার কাছে তেমন কাজ করার মত কোন টপিক ছিল না। তখন হঠাৎ করেই এই ছোট্ট লেডিবাগ পোকাটি দেখতে পায় এবং সাথে সাথেই আমি আমার ম্যাক্রোলেন্স বের করে তার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে শুরু করি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সত্যি বলতে এই ছোট্ট লেডিবাগ পোকাটি দেখতে ভীষণ সুন্দর ছিল আর আমি তার ওপর ক্যামেরা সেট করতেই তার অপরূপ সৌন্দর্য আরো ফুটে উঠেছিল। মজার ব্যাপার হচ্ছে আমি তাকে আমার আঙ্গুলের উপর তুলে নিলাম কিন্তু সে উড়ে যাচ্ছিল না। আমি অনেকটা সময় তাকে আঙ্গুলের ডগার ওপর নিয়ে তার চমৎকার ছলা কলা দেখতে লাগলাম। তার সৌন্দর্য এত কাছ থেকে উপভোগের সাথে সাথে আমি তার ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আসলে এ ধরনের ছোট্ট পোকার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা বেশ কঠিন, তবুও আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার দিকে ফোকাস করার চেষ্টা করছিলাম। যদিও বেশ কয়েকবার ফোকাস ছুটে গিয়েছে তবুও আমি চেষ্টা করেছি চমৎকার এই লেডিবাগ পোকার ভিডিওগ্রাফি করার।
আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওগ্রাফি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 28 days ago 

দারুন একটি ভিডিওগ্রাফি পোস্ট উপহার দিলেন। বলতে হয় আপনার ভিডিও করার সময় অনেক অভিজ্ঞতা রয়েছে। অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভিডিওগ্রাফিটি। সত্যি বলতে আমরা যখন কোন কিছু খুঁজে না পাই। সৃষ্টিকর্তা আমাদের উপর যে কোন একটা ব্যবস্থা করে দেন। আপনার লেডিবাগ পোকা আঙ্গুলের ডগায় দারুন ভাবে ক্যাপচার করেছেন। ভিডিওটি দেখে মুগ্ধ হলাম, আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন ভাই।

 28 days ago 

জাস্ট অসাধারন একটি কাজ উপহার দিয়েছেন। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয়। আঙ্গুলের ডগায় লেডিবাগ পোকা শুনে তো আমি অবাক। লেডিবাগ পোকা গুলো কে দেখতে সব সময়ই ভালো লাগে। হাতে কোন পোস্ট ছিলো না তবে বন্ধু লেডিবাগ দেখা দিয়ে বেশ ভালো কাজ করেছে। পোকাটিকে হাতে নিয়ে ভিডিওগ্রাফি করা খুব কঠিন কাজ ছিলো। যেটা আপনি করে দেখিয়েছেন। আপনার কাজ গুলো দেখে সব সময়ই মুগ্ধ হয়ে যাই। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি দেখে। নতুন ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

 27 days ago 

এই ধরনের পোকার ক্ষেএে ফোকাস টাই সব। লেডিবাগ টাইপের পোকাগুল যতই সুন্দর হোক না কেন আমি কখনোই হাতে নেয় না। সত্যি বলতে আমার কেমন জানি অপ্রিতিকর একটা অনূভুতি হয়। তবে ভিডিওগ্রাফি টা বেশ দারুণ ছিল ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 27 days ago 

ছোট্ট লেডিবাগ পোকাটি দেখছি আপনার আঙুলের মাথায় বেশ সুন্দরভাবেই বসে আছে। যার ফলে আপনি ম্যাক্রোলেন্স ব্যবহার করে তার সুন্দর কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পেরেছেন ভাই। আপনার কাছে পোস্ট করার মতন কোনো টপিক ছিল না, আর টপিক দেখুন নিজেই এসে আপনার কাছে ধরা দিয়েছে, হি হি হি। ভিডিওগ্রাফিটিও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি।

 27 days ago 

অনেক ধন্যবাদ আপু।
সত্যিই লেডিবাগ আমাকে কানে কানে বলেছিল, আমি এসেছি তুমি ভিডিও করো 😂
আর আমি মনের মাধুরী মিশিয়ে ভিডিও করলাম।

 26 days ago 

চমৎকার লাগলো ভিডিওগ্রাফিটি। আপনি হাতে নিয়ে পোকাটির ভিডিও করছেন আর আমার গা শিউরে উঠছিলো দেখে।সত্যি পোকাটি দেখতে ভীষণ সুন্দর লাগলো।আর এ ধরনের পোকার ভিডিওগ্রাফি করাটা ভীষণ কঠিন।তাও ভালো যে পোকাটি উড়ে চলে যায় নি।লেডিবাগটি উড়ে গেলে তার পেছন পেছন আবার দৌড়ে যেতে হতো। 🤗

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67195.72
ETH 3491.41
USDT 1.00
SBD 3.14