কৃষকের কষ্ট

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য হয় তারা হলো বাংলার কৃষক। আসলে বাংলার কৃষকদের অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো না। আমরা যতই দুঃখিত হই অথবা সমাজের উচু শ্রেণীতে বসবাস করি না কেন এইসব কৃষকদের প্রতি কিন্তু আমরা চির ঋণী। কারণ আমরা যে দিনে তিন বেলা খাবার খাই সেই খাবার তৈরির জন্য কত বাংলার কৃষক অকালে তাদের প্রাণ দিয়েছেন। বাংলার এই কৃষকরা যদি স্বার্থপর হতো তাহলে হয়তোবা আমাদের মুখের খাবার কখনোই জুটত না। পৃথিবীর সবাইকেই অনাহারে ভুগতে হতো তখন।



আসলে বাংলার এই কৃষকেরা যে কত বেশি কঠোর পরিশ্রম করে তা একমাত্র আমরা গ্রামবাংলায় গেলে বুঝতে পারি। আসলে আমরা দূর থেকে কখনোই কৃষকের কষ্ট বুঝতে পারবো না। কারণে কৃষকরা দিনরাত না খেয়ে কঠোর পরিশ্রম করে মাঠের যে সোনার ফসল ফলায় তার জন্য যে তাদের কত কিছু ত্যাগ করতে হয় সে একমাত্র এই বাংলার কৃষকরাই জানে। আসলে বাংলার কৃষকদের মতো এমন সহজ সরল মন মানসিকতা মনে হয় পৃথিবীতে আর কোথাও নেই। এছাড়াও তাদের কাছে হিংসা বিদ্বেষ বলতে কিছুই নেই। তাদের কাছে সবসময় ভালোবাসা বিরাজ করে।



কখনো যদি আমরা গ্রাম-বাংলায় গিয়ে এই বাংলার কৃষকদের পরিশ্রম করা একবার দেখতে পারি তখন থেকে কিন্তু আমাদের মনে বাংলার কৃষকদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা ভক্তি জন্ম নেবে। কারণ যে কৃষক দুবেলা দু মুঠো না খেয়ে আমাদের জন্য ফসল উৎপাদন করে এবং তাদের পুরোটা বছরই প্রায় অনাহারে কাটে সেই সব কৃষকদের ঋণ কখনো শোধ করা যায় না। আসলে আমরা যদি এই বাংলার কৃষকদের সাহায্যে সবাই মিলে হাত বাড়াই তাহলে বাংলার কৃষকরা যেমন আনন্দের সহিত ফসল উৎপাদন করবে তেমনি তাদের জীবনে আর কোন কষ্ট থাকবে না।


কৃষকের কষ্ট


রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা,

সোনার ফসল ফলায় মাঠে।

তারা পায় না একটুকুও সম্মান,

ঘৃণা করে সবাই তাকে।


কত পরিশ্রম করে তারা,

আমাদের মুখের অন্ন যোগায়।

অন্ন যোগাতে গিয়ে কৃষক,

অকালেতে তারা প্রাণ হারায়।


তাদের প্রাণের মূল্য কি আমরা,

কখনো একটু দিতে পারি না।

স্বার্থপরের মত না থেকে,

তাদেরকে ভালোবাসতে পারিনা।


তারা যে এত পরিশ্রম করে,

তাদের কষ্ট আমরা কখনো বুঝবো না।

না খেয়ে তাদের দিন কেটে যায়,

তাদের নিজেদের খাওয়া জোটে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 13 days ago 

আপনার লেখা কৃষকের কষ্ট শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটি মাঝে সারা বছর কৃষকেরা যেভাবে কষ্ট করে ফসল ফলায় সেই বিষয়টি দারুন ভাবে ফুটে উঠেছে। আসলে আমরা হয়তো কৃষকের হাড়ভাঙ্গা পরিশ্রমের মূল্য দিতে পারবো না। তবে আমাদের সকলের উচিত বাংলার আদর্শ কৃষকদের যথার্থ সম্মান করা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60725.43
ETH 2900.91
USDT 1.00
SBD 3.59