"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

Contest-Cover_Ann_2.png

ব্যানার ক্রেডিট: @hafizullah দা

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আজ আপনাদের সামনে চলে এলাম আমার বাংলা ব্লগ এর আরো একটি নতুন প্রতিযোগিতার ঘোষণা নিয়ে। দেখতে দেখতে "আমার বাংলা ব্লগ" তার ৫০ তম প্রতিযোগিতায় অনুষ্ঠিত করতে চলেছে। যার পুরো কৃতিত্ব আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, আমাদের সম্পূর্ণ এডমিন ও মড প্যানেল এবং সর্বোপরি সমস্ত আমার বাংলা ব্লগের সদস্যদের। সেই সূত্র ধরে আমি আমার আজকের পোস্টের মাধ্যমে প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।

আমার পোস্টের টাইটেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো কিছুটা ধারণা করে ফেলতে পেরেছেন যে এবার আমরা কোন বিষয়ের উপর প্রতিযোগিতা আয়োজন করেছি। বেশি হেঁয়ালি না করে আপনাদের বলেই ফেলি আমাদের এবারের বিষয় বস্তু। আমার বাংলা ব্লগ সদস্যরা সবসময় তাদের শৈল্পিক দিকটা তুলে ধরেন তাই এবার সবার সামনে নতুন মজার চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আমরা। শীতে সদস্যদের অল্প মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য এবারে আমাদের ৫০ তম প্রতিযোগিতার বিষয় বস্তু যেমন খুশি তেমন সাজো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমরা সবসময় আপনাদের হাতে আঁকা সুন্দর সুন্দর ছবি, ম্যান্ডেলা আর্ট, DIY দেখতে পাই। আপনাদের এইবার সুযোগ সেই রঙ তুলিকে কাজে লাগিয়ে বা কিছু সময়ের জন্য মেকআপ আর্টিস্ট হয়ে অথবা কোনো ফ্যাশন ডিজাইনার হয়ে উঠার কেরামতি। ছোটো বেলায় আমরা অনেকেই স্কুলে কিংবা কলেজে "যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এইবার আপনাদের সামনে সেই সুযোগ আবার ফিরে এসেছে। নিজের ছেলেবেলার স্মৃতি গুলোকে উসকে দিয়ে সবাই সেজে উঠুন ছোটোবেলায় যে যেমনভাবে সাজতে চেয়েছিলেন।

প্রত্যাশা রইলো, আপনারা ঠিক যেভাবে আমাদের সামনে আপনাদের শৈল্পিক দিকটা তুলে ধরেন এবারেও একইভাবে তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আমার বাংলা ব্লগের সদস্যরা নিজেরা অংশগ্রহণ করলে সবচাইতে ভালো।
  • কিংবা নিজের স্বামী বা স্ত্রী বা সন্তানকে সাজাতে পারেন। সেক্ষেত্রে তার সাথে সেলফি দেওয়া আবশ্যক
  • অথবা কোনো পরিচিতি বা আত্মীয়কেও সাজাতে পারেন, সেক্ষেত্রে তার সাথে নিজের সেলফি দিতে হবে। "এক্ষেত্রে আমাদের চোখে যাকে ভালো লাগবে তাকেই বিজয়ী করা হবে।"
  • মজার চরিত্র হিসেবে সাজলে বেশি প্রাধান্য দেওয়া হবে।
  • সাজানোর সময়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখাতে হবে।
  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
  • অংশগ্রহনের সময়সীমা ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-50 #goasyoulike-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩
@ayrinbdCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৮ শে ডিসেম্বর ২০২৩ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড




IMG_20220926_174120.png

Vote bangla.witness


steempro....gif

Sort:  
 5 months ago 

এবারের প্রতিযোগিতাটা একদম ইউনিক। রেসিপি,আর্ট,ক্রাফট এই ৩ ধরনের কাজের ব্যতিক্রমী কাজ এলো এবার।তবে আমি তো চিন্তায় পড়ে গেলাম,এমন কাজ কিভাবে করা যাবে।যাইহোক আমি কিন্তু ছোট বেলায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম,প্রাইজও পেয়েছি।ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল। এবার কিন্তু আমরা দারুণ দারুণ ক্রিয়েটিভিটি দেখতে পারবো।

 5 months ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে প্রতিযোগিতার বিষয়বস্তুটি খুবই চমৎকার। আমি অবশ্যই চেষ্টা করব উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। একই সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন ইউজারদের বৈচিত্র্যময় সাজা উপভোগ করতে পারবো। এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

সত্যি বলতে এবারের প্রতিযোগিতা দেখে আমি নিজেই আশ্চর্য হলাম। সত্যি বলতে প্রতিযোগিতার টাইটেলটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে এই বিষয়টা নিয়ে প্রতিযোগিতা হয়েছিল। এজন্য আপনার প্রতিযোগিতা টা দেখে ভীষণ ভালো লাগলো। এবার নিশ্চয়ই সবার কাছ থেকে ভিন্ন ভিন্ন সাজ পোশাক দেখতে পাবো। আমার তো এখন থেকেই হাসি পাচ্ছে। সবার কনসেপ্ট গুলো দেখে এবার নিশ্চয়ই আমরা মন খুলে হাসতে পারবো।

 5 months ago 

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। সত্যি দাদা ছোটবেলার সেই দিনগুলো হারিয়ে গেছে। দাদা আমি চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

এবারের প্রতিযোগিতা আমার বাংলা ব্লগ ও ইউজারদের জন্য একদমই নতুন। কারণ এর আগে অনেক গুলো কন্টেস্ট এর আয়োজন করা হয়েছে। সব গুলোই একবার না একবার রিপিট হয়েছে। তবে এই প্রতিযোগিতাটি একদমই ইউনিক। আশা করছি প্রতিযোগিতায় অনেক মজার মজার প্রতিযোগী দেখতে পাবো। ধন্যবাদ ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 5 months ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টি ইউনিক।সবার দারুন সব উপস্থাপনা দেখতে পারবো।খুব মজার ছিল প্রতিযোগিতার টপিক।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

এই ধরনের প্রতিযোগিতার আয়োজন এই প্রথমবার করা হলো আমার বাংলা ব্লগে। ছোটবেলা স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হতো। আমি অংশগ্রহণ করার চেষ্টা করব। এবং আমি অন‍্যদের অংশগ্রহণ গুলো দেখার জন্য খুবই উৎসাহি বলতে পারেন দাদা। দারুণ একটা কনটেস্ট এর আয়োজন করেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দারুণ একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷ অনেক ভালো লাগলো এমন সুন্দর এবং মজার একটি প্রতিয়োগিতার আয়োজন দেখে ৷ ছোট বেলায় এই প্রতিয়োগিতা গুলো দারুণ ভাবে উপভোগ করতাম ৷ আজ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে আবারও
এই প্রতিয়োগিতাটি দেখে সত্যিই ভীষণ ভাবে খুশি হলাম ৷ হয়তো এই প্রতিয়োগিতার মাধ্যমে ছোটবেলার স্মৃতি গুলো আবারও নতুন করে স্মৃতিচারণ হবে ৷ অসংখ্য ধন্যবাদ প্রিয় এই কমিউনিটিকে , এই সুন্দর প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

এবারের প্রতিযোগিতা অনেক ইউনিক। এই প্রতিযোগিতার টাইটেলটি দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল প্রত্যেকটি স্কুলেএই ধরনের প্রতিযোগিতার আয়োজন থাকে। আশা করছি এই প্রতিযোগিতায় ইউনিক কিছু দেখতে পারবো
। অসংখ্য ধন্যবাদ দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 5 months ago 

বাহ! এবারের প্রতিযোগিতার বিষয়টি পুরাই আলাদা লাগলো আমার কাছে! আশা করছি অনেক সুন্দর সুন্দর সাজ দেখতে পাবো। তবে যেমন খুশি তেমন সাজোতে মেয়েরা বরাবরই এগিয়ে থাকবে মনে হচ্ছে 🙆‍♂️

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70782.07
ETH 3815.35
USDT 1.00
SBD 3.44