লেভেল ২ হতে আমার অর্জন-By@mahfuzur888

in আমার বাংলা ব্লগ3 months ago

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে লেভেল টু এর লিখিত এক্সাম দিতে পেরে আমি ভীষণ খুশি।তাই প্রথমেই ধন্যবাদ জানাই প্রিয় দাদাকে এবং এবিবি স্কুলের সকল প্রফেসর ভাইয়া ও আপুদেরকে।সত্যি কথা বলতে এত সুন্দর করে এবিবি স্কুলের মাধ্যমে শিখতে পারবো এটা আমি ভাবতেই পারিনি। ভাইবাতে যখন পাশ করলাম খুবি খুশি হয়েছি তখন।আনন্দের সীমা ছিলো না।তো আমি @mahfuzur888. আজকে আমি আপনাদের মাঝে লেভেল টু হতে কি কি অর্জন করলাম তা আপনাদের মাঝে লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরলাম।

IMG_20240226_130402.jpg

লেভেল টু এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি।কি নিরাপত্তা, ডেলিগেশন,মাস্টার পাসওয়ার্ড, পাওয়ার আপ, ও ওয়ালেট নিয়ন্ত্রণ এছাড়াও অনেক কিছু সম্পর্কে জানতে পারেছি।সেই গুলো আপনাদের মাঝে লিখিত আকারে তুলে ধরলাম। স্টিমিটের কাজ করতে হলে প্রথমেই গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। তাই আমাদের অনেক যত্নসহকারে নিরাপত্তার প্রতি যত্নশীল হতে হবে। তাই আমি আজকে লেভেল টু ক্লাস করে যা শিখলাম তা পরীক্ষা দিতে যাচ্ছি।

IMG_20240226_130449.jpg

পোস্টিং কি এর কাজ কি?

উত্তর: সকল কী-গুলোর মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ কী হচ্ছে পোস্টিং কি। আর আমরা খুব সহজেই সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য এই কী ব্যবহার করতে পারি। আমি এই পোস্টিং কি যে যে কাজ ব্যবহার করতে পারি তা নিচে দেওয়া হলো?

  • এই পোস্টিং কী এর মাধ্যমে আমরা পোস্ট ও কমেন্টস করতে পারি।
  • পোস্টিং কী এর মাধ্যমে আমরা পোস্ট ও কমেন্ট এডিট করতে পারি।
  • আপডেট ও ডাউনভোট দিতে এই পোস্টিং কী ব্যবহার করা হয়।
  • কোনো পোস্ট রিস্টিম করতে পারি পোস্টিং কী এর মাধ্যমে।
  • পোস্টিং কীর মাধ্যমে আমরা কাউকে ফলো ও আনফলো করতে পারি।
  • অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট মিউট করতে পারি পোস্টিং কী এর মাধ্যমে।

অ্যাক্টিভ কী এর কাজ কি?

উত্তর:এই অ্যাক্টিভ কী খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত ট্রাস্টেড কোন ওয়েবসাইট ছাড়া অন্য জায়গায়তে লগইন না করা। খুব সহজেই যদি কেউ অ্যাক্টিভ কি পেয়ে যায় তাহলে ওয়ালেটে থাকা স্টিম খুব সহজে ট্রান্সফার করতে পারবে। তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ সহকারে অ্যাক্টিভ কী ব্যবহার করতে হবে।যে যে কাজে অ্যাক্টিভ কী ব্যবহার করতে পারি তা হলো

  • অ্যাক্টিভ কী দিয়ে খুব সহজেই ট্রান্সফারের করতে পারি।
  • পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করতে পারি অ্যাক্টিভ কী দিয়ে।
  • অ্যাক্টিভ কীর সাহায্যে SBD STEEM কনভার্সন করতে পারি।
  • অ্যাক্টিভ কীর মাধ্যমে উইটনেস ভোট দিতে পারি।
  • অ্যাক্টিভ কী দিয়ে তাছাড়া প্রোফাইলে তথ্য পরিবর্তন করতে পারি ।
  • অ্যাক্টিভ কী দিয়েই আমরা কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার করতে পারি।
  • তাছাড়া অ্যাক্টিভ কী দিয়ে নতুন ব্যবহারকারী তৈরি করতে পারি।

উনার কী এর কাজ কি?

উত্তর : উনার কি বলতে আপনারা বুঝতেই পারতেছেন,উনার এটা হচ্ছে মালিকানা সংক্রান্ত কী।যদি আমরা আমার একাউন্টের মালিকানা প্রমাণ করতে চাই, তাহলে উনার কী প্রয়োজন হবে। কোন কারণবশত যদি অ্যাক্টিভ কি হারিয়ে যায়, তাহলে আমরা সেটা পুনরুদ্ধার করতে পারবো এই উনার মাধ্যমে।উনার কি দিয়ে যা যা করতে পারি তা হলো।

  • উনার,কি দিয়ে অ্যাক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারি।
    একাউন্ট রিকভার করতে পারবেন।
    ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারা যায়।

মেমো কী এর কাজ কি?

উত্তর: পার্সোনাল ভাবে কাউকে যদি মেসেজ পাঠাতে আমরা এই মেমো কী ব্যবহার করতে পারি।

  • মেমো কি ব্যবহার কোন এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
  • ও কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কি ব্যবহার করা হয়।

মাস্টার পাসওয়ার্ডের রর কাজ কি?

উত্তর :আমাদের একাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা পেয়ে থাকি,নিজে জেনারেট করে থাকি সেটা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড আর মাস্টার পাসওয়ার্ড দিয়ে সব কী এর কাজ সম্পূর্ণ করা যারা । যদি কোন কারণবশত একাউন্ট হ্যাক হয়ে যায়।এই একাউন্টটা রিকভার করতে চাইলে আমাদের মাস্টার পাসওয়ার্ড লাগে।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর:আমি আমার অ্যাকাউন্টের নিরাপদের জন্য মাস্টার পাসওয়ার্ডটা অনেক গুরুত্বের সাথে সুন্দর ভাবে নিরাপদে রাখার কিছু প্ল্যান করেছি।

  • আমি খুব যত্ন সহকারে প্রথমত আমার অ্যাকাউন্ট খোলা যাবতীয় ডকুমেন্ট গুগল ড্রাইভে বা পেনড্রাইভ এর মাধ্যমে সংরক্ষণ করে রাখবো।
  • আমার পার্সোনাল ডাইরিতে যত্নসহকারে লিখে রাখবো।
  • তারপর একটা প্রিন্ট আউট করে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন আমার বাড়ি ও জমির দলিল যেখানে রাখি তার সাথে সুরক্ষিত ফাইলে রাখবো।

পাওয়ার আপ কেন জরুরী ?

উত্তর : আমাদের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে চায়, তাহলে পাওয়ার আপ করে নিজেকে শক্তিশালী করতে হবে। পাওয়ার যদি আমার একদমই না থাকে তাহলে পোস্ট করার পর কমেন্টস করতে পারবো না,আবার কমেন্টস করলে পোস্ট করতে পারবো না।কারণ আমার নিজের শক্তি নেই।তাই শক্তি বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। তাই শক্তি বৃদ্ধি করতে আমরা পাওয়ার আপ করি। আর আমরা পাওয়ার আপের এর মাধ্যমে যে শক্তিশালী অর্জন করি সেই শক্তি দিয়ে নিজেরাই ভোটিং সাপোর্ট দিতে পারব এবং কিউরেশন রিওয়ার্ডে অর্জনের সক্ষমতা তৈরি করতে পারবো। তাই আমরা পাওয়ার আপকে খুবি ভালবাসি।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?

উত্তর :পাওয়ার আপ করতে প্রথমত আমি আমার স্টিমিট ওয়ালেটে ঢুকলাম। তারপর আমার অ্যাক্টিভ কী দিয়ে লগইন করলাম। তারপর আমার স্টিম ব্যালেন্সের পাশে ড্রপডাউন মেমোতে ক্লিক করবো, সেখানে বেশ কিছু অপশন আসবে। আমি পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।তারপর এমাউন্ট চাইবে, আমার ইচ্ছা অনুযায়ী এমাউন্ট বসাবো।আমি এমাউন্টের ঘরে ধরুন ১৫ লিখে ওকে করলাম। তারপর আমার অ্যাক্টিভ কী দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করলাম।এভাবে আমার স্টিম ব্যালেন্সে থাকা ১৫ স্টিম, আমার পাওয়ার হিসাবে ওয়ালেটয়ে বেড়ে যাবে।

সেভিংসে থাকা স্টিম অথবা এসবিডি দিয়ে উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল এবং ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর : আমার সেভিংসে থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার তিনদিন বা ৭২ ঘণ্টা পর ট্রান্সফারেবল এবং ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড কাজ কি?

উত্তর : যদি কাউকে আমাদের ওয়ালেট থেকে কোন লিকুইড স্টিম পাঠাতে চাই, তখন যে সংকেত ব্যবহার করি তাকে মেমো ফিল্ড বলা হয়। আমরা খুব সহজেই মেমো ফিল্ডের মাধ্যমে কাউকে কোন মেসেজ পাঠাতে বা ট্রান্সফার করতে পারি। এটি গোপন কোড হিসেবে ব্যবহার করে থাকি। যার সংখ্যা হবে আট কিংবা তার বেশি।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে ?

উত্তর:ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি আমাদের নিজের একাউন্টে ফেরত আসবে।

ধরুন আপনি প্রোজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন।কিছুক্ষণ পর আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চান এখন আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর:আমি যদি ২০০ এসপি ডেলিগেশন করি, তারপর আরও ১০০ করতে চায়লে ডেলিগেশন পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।কারণ আমি মোট ৩০০ এস.পি ডেলিগেশন করলাম।

আমি লেভেল-২ এর মাধ্যমে আমরা প্রফেসরদের থেকে আমি যা যা অর্জন করেছি তা আপনাদের মাঝে লিখতে ভাবে শেয়ার করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এবিবি স্কুলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে প্রতিটি লেভেল অতিক্রম করে খুব সহজেই একজন ভেরিফাইড ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।আর আমার বাংলা ব্লগে মাধ্যম আপনাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি।

Sort:  
 3 months ago 

একদম সুন্দর উপস্থাপনা। প্রতিটা টপিক একদম চমৎকার ভাবে তুলে ধরেছেন। লেভেল টু এর প্রতিটা বিষয় ক্লিয়ারলি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

লেভেল টু হতে আশা করছি খুবই ভালোভাবে আপনি শিখতে পেরেছেন এবং খুবই সুন্দরভাবে আজকে লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি পরবর্তী লেভেল আরো ভালো ভাবে শিখতে পারবেন।আর খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হবেন এই দোয়া রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70979.17
ETH 3849.67
USDT 1.00
SBD 3.48