আমার বাংলা ব্লগ // আলু দিয়ে দেশি মোরগের মাংস রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ29 days ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


প্রিয় বন্ধুরা, অন্যান্য দিনের মত আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম দেশি মোরগের মাংস রান্নার রেসিপি নিয়ে। দেশি মোরগ এর মাংস খেতে কার না ভালো লাগে। আর সেই দেশি মোরগটা যদি ফ্রি পাওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। যাইহোক আমার শশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসে স্নেহ করে। আমি বাসা থেকে কয়দিনের জন্য কোথাও গেলে আমাকে দেখতে আসে এবং বিদায় দেয়। তো এবার আমি যখন ঢাকায় আসি আমার শ্বশুর শাশুড়ি শুনেছিল আমি ঢাকায় যাব। কিন্তু আমার শ্বশুরবাড়ি তখন ধান কাটার সময় হয়ে গিয়েছিল। যার জন্য আমার শাশুড়ি আমাকে দেখতে আসতে পারেনি। আর এই জন্যই আমার ছোট শালাকে পাঠিয়েছিল আমাকে দেখার জন্য এবং বিদায় দেয়ার জন্য। এবং সাথে করে দুটো মোরগ ও পাঠিয়েছিল। এবং আমার প্রাণপ্রিয় শাশুড়ি বলেছিল মোরগের মাংস খেয়ে যেন আমি ঢাকায় আসি। মূলত আমি সেই মোরগের মাংসের রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এখুন। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি মোরগের মাংস আলু দিয়ে দিয়ে রান্না করেছিলাম। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।


🥗আলু দিয়ে দেশি মোরগের মাংস রান্নার রেসিপি। ।


Photoroom-20240506_093945.png

👇প্রয়োজনীয় উপকরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

GridArt_20240506_095036295.jpg



উপাদানপরিমাণ
১) জবাই করা মোরগ১ টি ।
২) আলু৩০০গ্রাম।
৩) মসলাপরিমাণমতো।
৪) আদা বাটাপরিমাণমতো।
৫) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৬) কাঁচা মরিচপরিমাণমতো।
৭) পেঁয়াজপরিমাণমতো।
৮) লবনপরিমান মতো।
৯) সোয়াবিন তেলপরিমান মতো।


ধাপ👇১

Picsart_24-05-06_07-48-28-047.jpg

Picsart_24-05-06_08-05-04-190.jpg

প্রথমে জবাইকৃত মোরগের মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এবং একটা পাত্রে রেখে দিলাম।মাংস থেকে পানিগুলো ঝড়ার পরে সামান্য কিছু হলুদের গুঁড়ো লবণ এবং সামান্য পরিমাণ অন্যান্য মসলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ২০ থেকে ৩০ মিনিট।


ধাপ👇২

Picsart_24-05-06_08-10-29-483.jpg

Picsart_24-05-06_08-13-31-335.jpg

Picsart_24-05-06_09-03-17-879.jpg

তারপরে চুলার আঁচ মিডিয়াম রেখে চুলার উপরে প্যান বসিয়ে দিলাম। প্যান হালকা গরম হলে তার ভিতরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে তার ভিতরে প্রথমে তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর অতিরিক্ত মসলাগুলো পিয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে মসলাগুলোকে কষিয়ে নিলাম।



ধাপ👇৩

Picsart_24-05-06_09-07-58-178.jpg

Picsart_24-05-06_09-10-47-466.jpg

Picsart_24-05-06_09-13-04-103.jpg

মসলাগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে হলুদ দিয়ে মাখানো মোরগের মাংসগুলো, আলু, অতিরিক্ত পেয়াজ এবং কিছু কাচা মরিচ দিয়ে দিলাম। এবং ভালোভাবে মসলা আলু এবং মোরগের মাংসগুলো ভালো করে এপিট ওপিঠ করে দিলাম।

ধাপ👇৪

Picsart_24-05-06_09-15-10-996.jpg

Picsart_24-05-06_09-17-55-809.jpg

Picsart_24-05-06_09-20-30-159.jpg

এ পর্যায়ে চুলা মিডিয়াম আচে রেখে মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠে মাংসগুলোকে নেড়েচেড়ে দিলাম।


ধাপ👇৫

Picsart_24-05-06_09-22-50-641.jpg

Picsart_24-05-06_09-25-42-643.jpg

মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার ভিতরে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে মাংস এবং আলু গুলো যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

শেষের-ধাপ👇

Picsart_24-05-06_09-29-00-330.jpg

এভাবে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে ঢাকনা সরিয়ে কিছু জিরার গুড়া ছিটিয়ে দিলাম। আর এরই মাঝে , এই মোরগের মাংসের রেসিপি এর শেষের ধাপে এসে পৌঁছালাম। আসলে রেসিপিটা দেখতে এবং খেতে অনেক মজাদার হয়েছিল।


পরিবেশন👇

Picsart_24-05-06_09-38-05-471.jpg

সুস্বাদু মজাদার মোরগের মাংসের রেসিপি তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগছে। কারণ এই রেসিপির উপকরণটা আমার প্রাণপ্রিয় শাশুড়ি দিয়েছিল বলে কথা। অবশেষে এই মোরগের মাংস খেয়ে আমি যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। অবশেষে এই মোরগের মাংস রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে।তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে কোন একটা নতুন পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 28 days ago 

দেশি মোরগের মাংস খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। মাংসের মধ্যে আপনি আলু ব্যবহার করেছেন যা মাংস রান্না রেসিপিটি আরও সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তাছাড়া রুটি পিঠার সাথে খুবই জমে রেসিপিটি। রেসিপির ধরন সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

আপনি তো দেখছি ভাইয়া শাশুড়ির বাড়ির মোরগের খুবই লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা সত্য কথা যে আলু দিয়ে মাংস রান্না করলে মাংসের থেকে আলু খেতে সব থেকে বেশি ভালো লাগে। মাংসের কালার দেখে যেন লোভ লেগে যাচ্ছে।

 29 days ago 

আলু দিয়ে দেশি মোরগের মাংস রান্নার রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। আপনি বে চমৎকারভাবে ধাপের মাধ্যমে রেসিপিটি তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 29 days ago 

আপনার রেসিপি পোস্টগুলি আমার ভীষণ ভালো লাগে। আপনি আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না রেসিপিটি সম্পন্ন করেছেন অত্যন্ত সুন্দরভাবে। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ও আপনার রেসিপি দেখে আমি শিখতে পারলাম।শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন রেসিপি শেয়ার করার জন্য ।

 29 days ago 

আলু দিয়ে দেশি মোরগের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার মাধ্যমে লোভ লাগিয়ে দিলেন ভাইয়া। দেশি মোরগের টেস্ট এমনিতেও অসাধারণ হয়। আর আপনি এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন যা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। নিশ্চয়ই রেসিপিটি খেতে অনেক টেস্টি হয়েছে।

 29 days ago 

রেসিপির নামটা শুনেই তো ভাই জিভে জলে ভরে গেলো আলু দিয়ে দেশি মুরগির রেসিপি আমার খুবই পছন্দের শুধু আমার না আমি মনে করে এটা প্রতিটি বাঙ্গালির পছন্দের খাবার অনেক সুন্দর হয়েছে আপনার করা রেসিপি।ধন্যবাদ।

 29 days ago 

ভাইয়া আপনার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। এভাবে দেশি মোরগের রেসিপি কখনো তৈরি করা হয়নি। আপনার উপস্থাপন খুবই লোভনীয় হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 28 days ago 

আপনার জন্য শাশুড়ি মোরগ পাঠিয়েছে জেনে খুশি হলাম। দেশি মোরগের মাংস খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রান্নার কালার দেখে তো খেতে ইচ্ছে করছে। চমৎকার ভাবে রেসিপি পরিবেশন করেছেন ভাই। এধরনের খাবার গুলো সত্যি লোভনীয়। অনেক সুন্দর করে ধাপসমূহ দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71103.43
ETH 3849.71
USDT 1.00
SBD 3.51