|| লেবেল ওয়ান হতে আমার অর্জন || By @mahfuzur888|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম/আদাব 🤝

আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @mahfuzur888,বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আমি গত ০১.১২.২০২১ তারিখ রোজ : বুধবার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি আমার পরিচিতিমুলক পোষ্ট করি। এবং @abb-school এ লেভেল ওয়ান এর ক্লাশ করি।

আজকে আমি @abb-school লেভেল-১ এর জন্য ভেরিফিকেশন পোস্ট করছি।

IMG_20211225_135257.jpg

লেভেল 'ওয়ানের'ক্লাস গুলোর মাধ্যমে যে বিষয় গুলো আমি শিখতে পেরেছি👇

অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর থেকে স্টিমিটের ভিন্নতা👇

সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি।এই যোগাযোগ মাধ্যমে গুলোতে কাজ করার মাধ্যমে আমরা যে সময় ব্যয় করি তা থেকে অ্যাপ্লিকেশনের মালিকপক্ষ জনপ্রিয় হতে থাকে এবং তাদের মান বৃদ্ধি পেতে থাকে এরং তারা অর্থসম্পদের মালিক হতে থাকে।

অন্যদিকে স্টিমিট এমন একটি ব্লগিং প্ল্যাটফর্ম যার
পার্থক্য হচ্ছে এখানে আমি সময় দিচ্ছি যে লেখা লিখছি এবং অন্যের পোস্টে লাইক দেয়। এই সবগুলো কাজের জন্য আমাকে পেমেন্ট করা হচ্ছে। প্রত্যেক লাইক কিছু-না-কিছু টোকেন হিসেবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এই পেমেন্ট এর পদ্ধতি হচ্ছে ব্লকচেইন এর ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে যার নাম স্টিম(steem) এবং এসবিডি (SBD)।

ব্লকচেইন কি এবং এর সম্বন্ধে ধারণা👇

উত্তর :

আমরা স্টিমিট এ যে সকল কাজ করি অর্থাৎ লাইক কমেন্ট, পোস্ট, শেয়ার এবং ট্রানস্ফার এই কাজগুলো কোন কেন্দ্রীয় অংশ থেকে নিয়ন্ত্রণ হয় না বরং এটা ডিসেন্ত্রালাইজড করা আছে। অর্থাৎ একটা বিকেন্দ্রীকরণ করা আছে। যেখানে এসকল ট্রান্সলেশন গুলো রেকর্ড হয়। এগুলো যে লেজারে রেকর্ড হয় সেটাই হচ্ছে ব্লকচেইন।মূলত একটা ব্লক আরেকটা ব্লকের সাথে সংযুক্ত থাকে।

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তর :👇

যে বিষয়গুলোকে স্পামিং হিসেবে গণ্য করা হয় এক ঘটনাকেই বিভিন্নভাবে কমিউনিটিতে বর্ণনা করার চেষ্টা করা।যেকোনো একটি বিষয় এর ওপর ঘুরিয়ে পেচিয়ে পোস্ট করা।পোস্ট এর সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন কিছু কমেন্ট করা যা পাঠককে বিরক্ত করে।একি কাজ বার বার করাই স্পামিং।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর :

অন্যের কোন কিছু লেখা কিংবা ছবি কপি করে নিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া এটি খুবই জঘন্যতম একটি অপরাধ। এটি চুরি করা বলা হয়। কারণ অন্যের জিনিস আমি না জানিয়ে নিজের নামে চালিয়ে নেই। এই কপিরাইট থেকে আমরা সাবধানতা অবলম্বন করব।

আমরা কোনো ওয়েবসাইট থেকে কোন ছবি ডাউনলোড করে পোস্ট করি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ওয়েবসাইডটি কপিরাইট ফ্রি কিনা। একজন এর প্রোপার্টি নিয়ে অন্য কেউ যাতে ব্যবসা করতে না পারে সেজন্যই এই আইনের প্রয়োগ করা হয়।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন,

উত্তর :

তিনটি কপিরাইট ফ্রি কয়েকটি ওয়েবসাইটের নাম:

1.https://pixabay.com
2.https://pexels.com
3.https://freeimages.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তর : ট্যাগ ব্যবহার করার কারণ👇

ট্যাগ ব্যবহার করলে সেই শব্দগুলো ট্রেন্ডিং হিসেবে থাকে। ট্রেন্ডিং থাকার কারণে ওই শব্দ দ্বারা সহজেই ওই ট্যাগ ব্যবহার করার যত পোস্ট আছে সবগুলো এক জায়গায় পাওয়া যাবে।

আমি সর্বোচ্চ আটটি ট্যাগ ব্যবহার করতে পারবো। যদি আমার ব্লগে লিখি। আর যদি কোন কমিউনিটিতে গিয়ে পোস্ট করি তাহলে প্রথমটাই অটোমেটিক ঐ কমিউনিটির ট্যাগ থাকরে। সে কারণে আমি সর্বোচ্চ সাতটি ট্যাগ ব্যবহার করতে পারো।
ট্যাগ হতে হবে পোস্ট রিলেটেড এবং ছোট হাতের অক্ষর।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যেসব বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ👇

👉এমন কোন বিষয় যা কোন ধর্মের ওপর খারাপ প্রভাব ফেলে ।
👉পর্নোগ্রাফি নিয়ে যেকোনো ধরনের পোস্ট করা।
👉সামাজিকভাবে যে সকল বৈষম্য বিদ্যমান রয়েছে সেই বৈষম্যগুলো কে সমর্থন করে এমন কোন বিষয়।
👉নারীদের সম্মান ক্ষুন্ন করে এমন কোন বিষয়।
👉 অশ্লীলতা এবং যৌনতাবিষয়ক যে করেছে সেই ট্যাগ ব্যবহার না করলে।
👉রাজনৈতিকভাবে যেকোন দলের নামে প্রশংসা বা নিন্দা করা এই ধরনের বিষয় নিয়ে পোস্ট,পশু-পাখিকে নির্যাতন বা হেয় করা এমন কোন পোস্ট।

প্লাগিয়ারিজম

অন্যের কারো কাজ নিজের মাধ্যমে চালিয়ে দেওয়াকে প্লেগারিজম বলা হয়। এটি এক ধরনের মারাত্মক অপরাধ। কারো লেখা নিজের ভাষায় লিখতে হলে অবশ্যই 70 শতাংশের উপরে লেখা নিজের হতে হবে এবং বাকি যে ৩০শতাংশ থাকবে সেটা নেওয়া যাবে এবং তার উল্লেখ করতে হবে

রি -রাইট করার ক্ষেত্রেযেসব বিষয় মেনে চলতে হবে👇

কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে তাদের নাম উল্লেখ করতে হবে।100% লেখার মধ্যে 70 শতাংশের লেখা নিজের হইতে হবে।যেসব ডাটা সংগ্রহ করবো সেই সকল ডাটাগুলোকে ইনভার্টেড কমার মধ্যে বেষ্টন করে দিতে হবে। যদি কোন ছবি ব্যবহার করা হয় সেই ছবিকে অবশ্যই কপিরাইট ফ্রি হইতে হবে।

ম্যাক্রো পোস্ট👇

যদি কোন পোস্টে লেখা শব্দের সংখ্যা 100 এর কম হয়। এবং একটি ছবি ব্যবহার করা হয় সেটিকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে।

প্রশ্ন👉আমার বাংলা ব্লগ প্রতি 24 ঘণ্টায় কয়টি পোস্ট করতে পারবে?

উত্তরঃ৩ টি পোস্ট করতে পারবে।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

IMG_20211225_134140.jpg

19-28-53-banner-abb3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖🌹

Sort:  

খুব সুন্দর ভাবে আপনি আপনার লেবেল ওয়ানের অর্জন সম্পর্কে গুছিয়ে লিখেছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি পরের লেভেল গুলোতেও আপনি খুব দ্রুতই এগিয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্যে।

 2 years ago 

লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষাটি আপনি খুবই সুন্দর ভাবে দিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো। অনেক গোছালো ভাবে পরীক্ষাটি দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী লেভেল গুলো অনেক ভাল ভাবে করবেন এটাই আশা রইলো।

 2 years ago 

আপনি নতুন করে পোস্ট করুন। লেভেল ১ এর পরিক্ষা কিভাবে দিতে হয় সেটা আপনি না জেনেই পোস্ট করেছেন। এই লিংকটি পড়ুন-

https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

 2 years ago (edited)

ভাইয়া আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ইডিট করে দিলেছি আপনি একটু দেখিয়েন,

 2 years ago 

এখন ঠিক আছে।

 2 years ago 

ঝি ভাইয়া আমি নতুন তাই আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে আনাকে নতুন ও সুন্দর ভাবে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 68118.65
ETH 3786.47
USDT 1.00
SBD 3.70