মানুষ মানুষের জন্য

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ মানুষের জন্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

এই পৃথিবীতে মানুষ হল একমাত্র জীব যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত। কারণ মানুষের মত এত বুদ্ধি এবং এত দয়া মায়া অন্য প্রাণীদের ভিতর নেই। এছাড়াও এই পৃথিবীতে মানুষ যে সৃষ্টির প্রথম থেকে একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে এবং একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসছে। আসলে মানুষ সব সময় মানুষের উপকারের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু বর্তমান সময়ে মানুষ এত হিংস্র হয়ে গেছে যে একজন মানুষ আরেকজন মানুষের মোটেও দ্বিধাবোধ করে না। আসলে এই পৃথিবীতে মানুষ যদি মানুষের সাহায্যে এগিয়ে না আসে তাহলে একদিন মানুষের চিহ্ন একদম নিশ্চিহ্ন হয়ে যাবে।



আসলে প্রাচীনকালে মানুষ যেমন দলবদ্ধ ভাবে বসবাস করত এবং একে অপরের বিপদে সবসময় এগিয়ে আসতো। তখনকার সময় মানুষের ভিতরে এত হিংসা বিদ্বেষ কিছুই ছিল না। তারা সব সময় একে অন্যের সাহায্য কিভাবে করবে সেই জন্য সব সময় ব্যস্ত থাকতো। আসলে তখনকার মানুষের মন অনেক নরম ছিল এবং তারা প্রকৃতির এসব অসৎ জিনিস সম্পর্কে কোনো ধ্যান ধারণা ছিল না। কিন্তু বর্তমান সময়ে মানুষের লোভ লালসা একদিক থেকে যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি তাদের প্রয়োজনের অতিরিক্ত টাকারও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

আসলে এখন শতকরা ১০০ ভাগ লোকের মধ্যে প্রায় ৯০ ভাগ লোকই খারাপ মন মানসিকতা নিয়ে আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়। আসলে এই লোভ লালসার থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারে না। এমনকি মানুষকে হত্যা করতেও তারা পিছুপা হয় না। অর্থ তাদেরকে অন্ধ করে দেয়। এছাড়াও তারা একজনের উপর অত্যাচার করে আরেকজন প্রচুর অর্থ ইনকাম করে। আসলে এভাবে বেশি দিন অন্যের উপর অত্যাচার উপরে বেশি টাকা ইনকাম করা যায় না। এই পৃথিবীতে মানুষ যদি মানুষের সাহায্য না এগিয়ে আসে তাহলে একদিন পৃথিবী দেখে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে।


তাইতো সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে একে অপরের সাহায্যে সবসময় এগিয়ে আসতে হবে। এছাড়াও আমাদের মনকে অনেকটা সরল করতে হবে। আর কোন মানুষের উপর অত্যাচার করে জীবনে বড় হতে গেলে সব সময় আমরা আবার নিচে পড়ে যাব। তাইতো সকল মানুষকে একসঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। তাই এভাবে চলতে থাকলে একদিন আমাদের পৃথিবী সোনার পৃথিবীতে পরিণত হবে। যে পৃথিবীতে আর কোন মানুষের কখনো কোন দুঃখ কষ্ট থাকবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 21 days ago 

সৃষ্টির শুরু থেকে ধীরে ধীরে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করা শিখে গিয়েছে। তখন একসাথে থাকার কারণে মানুষেরা একে অপরের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতো এবং সব কাজেই দলবদ্ধ হয়েই থাকতো। কিন্তু বর্তমানে দেখা গেছে যে কেউ একসাথে থাকতে গেলেও অন্য কেউ চায় না যে একসাথে থাকুক। তারা একাই সুখী হতে চায় নিজের স্বার্থ নিয়ে। যাইহোক কথাগুলো খুব ভালো লাগলো। আসলেই এভাবে একদিন মানুষের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। লোভ লালসা সবকিছুকে গ্রাস করে ফেলবে।

 21 days ago 

আমরা সৃষ্টির সেরা জীব হলেও আমাদের মাঝে আগের মত তেমন একটা মনুষ্যত্ব নেই। হারিয়ে গেছে আমাদের মাঝে থেকে মনুষ্যত্ব। এখন আমরা সব সময় অন্যের ক্ষতি করা কে ভালো কাজ মনে করে থাকি। আসলে আমাদের কে এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আমাদের মাঝে মনুষ্যত্ব ফিরে আসবে। যাইহোক, আপনি খুবই সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68648.42
ETH 3813.42
USDT 1.00
SBD 3.48