স্বরচিত কবিতা - " অতৃপ্ততা "

আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে।

আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃ অতৃপ্ততা

IMG-20240316-WA0000.jpg


তোমাকে না পাওয়ার,
এক বুক অতৃপ্ততা।
আমি হেরে গিয়েছি সবে,
মাঝ পথে আমার এ ব্যর্থতা।

আমি চেয়েছি শত বার,
শতভাবে দিবাস্বপ্নে।
আমি হারিয়েছি তোমাকে,
আমার হৃদয় কাঁদে।

আমার এ মনের কথা,
চিঠি পাঠিয়েছি খামে লেখা।
পড়ে নিও হোক সঠিক কোনো ক্ষণ,
অতৃপ্ততায় ভরপুর তুমি হারা এ জীবন।


মূলভাব

এই কবিতার মানেটা একেবারেই সহজ। আপনাদের একটু বললেই আপনারা বুঝতে পারবেন এই কবিতাটির মূলভাবটি।মূলভাবটি হলো অনেক সময় মানুষ ভালোবাসাকে না পেয়ে অসীম এক অতৃপ্ততায় ভোগে। তো সেই অতৃপ্ততার বহিঃপ্রকাশ হলো এই কবিতাটি।আর ভালোবাসার অতৃপ্ততা মানুষকে খুব কাঁদায়। আশা করছি কবিতাটি পড়ে সকলের ভালোই লেগেছে ।

Sort:  
 2 months ago 

কবিতার লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু অল্পেতেই শেষ করেছেন আরো লাইনগুলো বৃদ্ধি করলে পাঠকের কবিতা পড়তে বেশি ভালো লাগতো। তাছাড়া সবাই কবিতা পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করতো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতাটির মাঝে ভালোবাসার প্রিয় মানুষকে না পাওয়ার এক বিরহের অনুভূতি দারুন ভাবে ফুটে উঠেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68648.42
ETH 3813.42
USDT 1.00
SBD 3.48