আঘাত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমাদের জীবনে প্রিয় মানুষটি যখন আমাদের দুঃখ, কষ্ট দেয় তখন সেই কষ্টের আর শেষ থাকে না। আসলে সকলের দেওয়া ব্যথা-বেদনা আমরা সহ্য করতে পারি। কিন্তু প্রিয় মানুষের কাছ থেকে কোন ব্যথা বেদনা আমরা কখনো আশা করতে পারি না এবং যদি আমরা কোন ব্যথা পেয়ে থাকি সেই ব্যথার মত কষ্ট আর পৃথিবীতে কখনো হতে পারে না। আসলে আমাদের এই ছোট জীবনে আমরা বহু মানুষকে ভালোবাসি মনের অজান্তে। আসলে যে মানুষটা যাকে যত বেশি ভালোবাসে সেই মানুষটার কাছ থেকে তত বেশি কষ্ট পেয়ে থাকে। আসলে মানুষের মনে যদি একটু দয়া-মায়া না হয় তাহলে তাকে ভালোবাসা শুধু কষ্টেরই হয়ে থাকে। আসলে এরকম কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো।

পৃথিবীতে যারা ঘাত প্রতিঘাত পেয়ে বড় হয় তাদের কাছে এইসব দুঃখ কষ্ট অনেকটা সহ্য হয়ে যায়। আসলে যারা ভালোবাসায় সব সময় ব্যথা-বেদনা পেয়ে থাকে এক সময় তাদের মন পাথরের মত কঠিন হয়ে যায়। কারণ তাদের কাছে ভালোবাসা মানেই দুঃখ কষ্ট। আর এই দুঃখ কষ্টের জন্য তারা ভালোবাসাকে সব সময় ভয় পায়। যদিও তাদের জীবনে পুনরায় যদি কোন ভালোবাসা আসে সেই সব ভালবাসায় যেতে তাদের আর মনে ইচ্ছা না থাকলে। আসলে যারা বারবার কোন জায়গাতে আঘাত খায় তারপর সেই জায়গার প্রতি বিশ্বাস তাদের সারা জীবনের মত উঠে যায়। আর এই দুঃখ কষ্ট নিয়ে তারা তাদের দিন যাপন করে এই পৃথিবীর মাঝে।


আঘাত


নিরবে সবই সয়ে যাব,

একটুও কথা বলবো না জীবনে।

যত আঘাত আমায় দিতে পারো,

থাকবো আমি কোনেতে মুখ বুজে।


আঘাতের পর আঘাত দিয়ে,

যতই কষ্ট দাও না আমায়।

তোমায় ছাড়া বাঁচতে পারব না,

তোমায় ছাড়া কাটাতে পারব না সময়।


তোমার ওই পাথর মনে,

একটুও জায়গা হবে কি আমার?

কাছে এসে ভালোবেসে,

আমায় জড়িয়ে ধরা কি যায়?


ভালোবেসে বলবে তুমি আমায়,

ছেড়ে যেও নাকো জীবনে।

তোমার কাছে আমার এই মিনতি,

পাশাপাশি থাকবো আমরা দুজনে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 months ago 

আপনার লেখা আঘাত শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মাঝে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা তীব্র আকর্ষণ দারুণভাবে ফুটে উঠেছে। অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68504.89
ETH 3816.55
USDT 1.00
SBD 3.51