আমাদের abuse watcher প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট রেডিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

Untitled.png


আপনারা সবাই জানেন যে STEEM WATCHER নিয়ে এই সপ্তাহে আমরা প্রচুর গঠনমূলক কাজ করেছি । আমাদের টোটাল পেন্ডিং কাজ ছিল আটটি । এর মধ্যে ষষ্ঠ নাম্বার ডিউ কাজ ছিল - অনলাইন ডেটাবেজ স্থাপন করা যেখানে abuser দের সমস্ত তথ্য সেখানে সেভ রাখা হবে

এই উদ্দেশ্যে আমার প্রথম প্রয়াস ছিল kronias.org এ একটি mysql ডেটাবেজ সার্ভার হোস্ট করা । ডেটা গুলো add, edit এবং delete করার জন্য একটি ইন্টারফেসও চালু করেছিলাম । কিন্তু, এরপরেই দেখা দিলো কিছু প্রবলেম । আমাদের abuse watcher প্রজেক্টে ডিটেক্টিভ প্রচুর । এছাড়াও এপ্লিকেশন জমা পড়েছে আরও ১০০+ । এত লোককে দিয়ে ডেটাবেজে কাজ করাতে গেলে প্রত্যেকেকেই কিছু টেকনিক্যাল ব্যাপারে ট্রেনিং দেওয়া প্রয়োজনীয় ।

কিন্তু, সেই সময়টুকুর আমাদের বড্ড অভাব । তাছাড়া প্রত্যেকদিন ডেটাবেজের একটা করে ব্যাকআপ কপি ডাউনলোড করে রাখাও একটা ঝক্কিমারী কাজ । এজন্যই আমি এর চাইতে অপেক্ষাকৃত সহজ একটা পথ খুঁজছিলাম । অবশেষে খুঁজে পেলাম সেই ওয়েটি ।

আমি গুগলের ব্লগার সার্ভারটিকে বেছে নিলাম । খুব দ্রুতই একটা টপ লেভেল ডোমেইন নেম purchase করে নিলাম আমি । ডোমেইন নেমটি হলো abuse-watcher.com । এরপরে, আজ বিকেল থেকে শুরু করে সারা সন্ধ্যা ধরে গুগলের একটা ব্লগার থিমের কোড হেভিলি এডিট করে নতুন একটা responsive theme বিল্ড আপ করলাম । গুগলের সার্চ ইঞ্জিন অ্যাড করলাম , সেই সাথে একটা দুটো স্টিমিট এবং টুইটার টুলস অ্যাড করলাম ।

কয়েকটি পোস্ট করে এবং সার্চ করে নিশ্চিন্ত হলাম যে সব কিছু একদম ঠিকঠাক কাজ করছে । কিছু স্টিমিট abuser আইডি যোগ করে কিছু ইনফরমেশন অ্যাড করে দিলাম ফর টেস্টিং পারপাস অনলি । সার্চ করলাম স্টিমিট আইডি দিয়ে । নিমেষে সেই আইডির সব abuse সংক্রান্ত তথ্য পেয়ে গেলাম । বুঝলাম কাজ করছে সব কিছু ঠিকঠাক ।

এই সাইট যেহেতু গুগলের ব্লগার দ্বারা পাওয়ারড সেহেতু এখানে আমাদের ডিটেক্টিভরা তাদের খুঁজে পাওয়া abuse আইডি সংক্রান্ত সমস্ত তথ্য ব্লগ পোস্ট আকারে শেয়ার করতে পারবেন । জাস্ট স্টিমিট এ লেখা তাদের রিপোর্ট এর ডেটাগুলো দিয়েই এখানে পোস্ট করতে পারবেন । নতুন করে কিছুই লেখা লাগবে না ।

একজন ডিটেক্টিভ কোনো abuse আইডি নিয়ে কাজ করার পূর্বে আগে এখানে সার্চ করে দেখে নিতে পারবেন সেই আইডির বর্তমান অবস্থা । তাঁর আগে অন্য কোনো ডিটেক্টিভ এটিকে ফাইন্ড আউট করেছেন কিনা । কয়টি ওয়ার্নিং দেয়া হয়েছে । কি কি পোস্ট abuse হিসেবে ডিটেক্ট হয়েছে তাদের লিংক । রেসোলিউশন যদি হয়ে থাকে সেটি সম্পর্কিত তথ্য । ইত্যাদি ইত্যাদি ।

প্লাস এই ওয়েবসাইটটি স্টিমিট এর পাশাপাশি সমস্ত abuser দের তথ্যের একটা আর্কাইভ হয়ে উঠবে । ফলে ডিটেক্টিভদের কাজে গতি আসবে । মাল্টিপল সেম আইডি সাবমিশন প্রব্লেম দূরীভূত হবে ।

ব্লগ ওয়েবসাইটটি রেডি হওয়ার পরে এবার আমার ডোমেইন নেমের হোস্টিং গুগলে ট্রান্সফার করে দিলাম nameservers চেঞ্জ করে । কিছুক্ষণ অপেক্ষা । এরপরে দেখি কাজ হয়ে গেছে । বাকি থাকলো গুগলের SSL সার্টিফিকেট ইনস্টল করা । ওয়েবসাইটের ডাটার নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস । SSL টা ইনস্টল হতে প্রায় ১ ঘন্টা টাইম লেগে গেলো । অতঃপর আমি বেশ কয়েকবার সাইটটি এক্সেস করে নিশ্চিত হলাম যে ডোমেইন এর DNS কোনো ইসু নেই, SSL সংক্রান্ত এবং SSL redirection সংক্রান্ত কোনো ইস্যুও আর নেই ।

নেক্সট week থেকে https://www.abuse-watcher.com/ এ আমাদের abuse watcher টিমের সমস্ত অ্যাডমিন/মডারেটর সহ ডিটেক্টিভরা কাজ করতে পারবেন ।

ওয়েবসাইটটিতে কি কি ফিচার অ্যাড করলে সেটা কাজের হবে সে বিষয়ে আমাদের অ্যাডমিন প্যানেল এবং ডিটেক্টিভদের কাছে সুচিন্তিত পরার্মশ আশা করছি ।


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (450 TRX daily for 7 consecutive days :: DAY 01)


trx logo.png



সময়সীমা : ২৩ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৩ অক্টোবর ২০২২


টাস্ক ৯৯ : ৪৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : abf1cf07240cb0acaa7c5188973795db1ce7833ce670265eccc9464bd45401ac

টাস্ক ৯৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

অ্যাবিউজ ওয়াচারের অনেকগুলো কাজ ইতিমধ্যেই সাকসেসফুল ভাবে করা হয়ে গেছে । আর কিছু বাকি আছে সেগুলো করা হলে পুরো প্রজেক্টটে বেশ গোছালো একটা ভাব চলে আসবে ।

 2 years ago 

কাজগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে খুবই ভালো লাগছে।এভাবেই এগিয়ে যাবে এই স্টিম প্ল্যাটফর্ম এবং আমার বাংলা ব্লগ।অনেক ধন্যবাদ দাদা নিন উদ্যোগে এই প্লাটফর্মে নিজেকে নিবেদিত করে আরো উন্নত করার জন্য।🖤

 2 years ago 

দাদা মোটামুটি সবকিছুই আপনি এড করেছেন।তবে আমরা যখন কাজ শুরু করবো তখন থেকে কিছুটা হলেও বলতে পারবো যে কি কি ফিচারস এড করা যায়।আপাতত আর তেমন কিছুই মাথায় আসছেনা কারণ আপনার কাজ হয় ই এতোটা নিখুঁত।

Great job, @rme, thanks for your work!

শুরুতেই আপনাকে ধন্যবাদ দাদা ডিটেকটিভ দের জন্য সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করার জন্য।❤️

অনেক সময় নিয়ে ওয়েবসাইট টি ঘুরে দেখলাম। আমার কাছে এটা স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। এখন আমাদের কার্যক্রম আরো সুন্দর ও সচ্ছ হবে আশা করি। আপনার এই কঠোর পরিশ্রম এর ফলে আমাদের steemit প্ল্যাটফর্ম প্রাণ ফিরে পাবে। সব সময়ের জন্য শুভ কামনা রইলো দাদা।

ওয়েবসাইট টি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমি মনে করি আমরা সকল ডিটেকটিভ এখন আরো স্পষ্ট ভাবে কাজ করতে পারবো। এটা মহামূল্যবান দাদা।😍
 2 years ago 

জ্বি দাদা আসলেই বিগত কিছুদিন খুব বেশি সমস্যা হচ্ছিলো এসব নিয়ে।কারণ এতো ডেটা মস্তিষ্কের মধ্যে জমিয়ে রাখা অসম্ভব প্রায়।এতো মনে থাকেনা।আশা করি এখন আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে।আর শিখতে চাই দাদা ফিচার গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত,তাই সে সুযোগের অপেক্ষায় রইলাম।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

 2 years ago 

abuse watcher রেডি হওয়ার কথা শুনে খুবই আনন্দিত হলাম। যতই দিন যাচ্ছে ততই আধুনিকতার ছোঁয়ায় যুগোপযোগী হয়ে উঠছে আমাদের কমিউনিটির সকল ইনফরমেশন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 2 years ago 

স্বতঃস্ফূর্তভাবে কাজ করার ও কাজ কে আরও গতিশীল ও সূক্ষ্মভাবে পরিচালনা করার জন্য, এই পদক্ষেপ সত্যিই সময় উপযোগী ও প্রশংসনীয় ।

 2 years ago 

দাদা অনেক ভালো কাজ করেছেন, ডিটেকটিভ দের এখন অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। পরিশেষে বলতে পারি খুব শীঘ্রই স্টিমিট প্ল্যাটফর্ম এভিউজ থেকে মুক্তি পাবে, এর পেছনে আপনার এই অবদানই সব থেকে বেশি। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69516.92
ETH 3835.82
USDT 1.00
SBD 3.72